HYDRASTIS CANADENSIS(হাইড্রাসটিস ক্যানাডেন্সিস)
————————————————————————–
HYDRASTIS CANADENSIS
(হাইড্রাসটিস ক্যানাডেন্সিস)
#Botanical Name:Hydrastis Canadensis
#Common Name: Goldenseal,Yellow Root, Eye Root, Wild Curcuma,Ground Raspbery,Yellow Puccon,Turmeric Root,
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Isoquinolin Alkoid Including Hydrastine (1.5-5%), Berberine(0.5-6%), Canadine (Tetrahydroberberine 0.5-1.0%), √Resin
√Cholorogenic Acid
√Fatty Acid.
√Minarels:Iron,Copper,Pnosphorus,Zinc,Potassium,
Magnesium,Manganese, Calcium,Cobalt. √Vitamins:-A,C,R,B Complex, E,B1,B2,B3,F,Beta Carotine.
Chemical Analysis of Plants Medicines এর গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃসমরেশ চন্দ্র রায় রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় এই ভেষজের প্রায়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
#বারবেরিন রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
বারবেরিন অতিমাত্রায় অ্যালকোলাইডজনিত কারনে
(১)শক্তিশালী এন্টিবায়োটিক। (২)ব্যাক্টেরিয়া জীবাণু নাশক।
(৩)ফাংগাল(ছত্রাক) নাশক।
(৪)ভাইরাস নাশক।
(৫)তিক্ত।
(৬)যকৃতের উন্নয়ন ও কার্যকর শক্তি বৃদ্ধি করে।
(৭)সংকোচক।
(৮)প্রদাহ নাশক।
(৯)ইমিউন পদ্ধতির উদ্দীপক।
(১০)ক্রিমি নাশক।
(১১)ক্ষতিকর টিউমার কোষ বিভাজন বন্দ করে।
(১২)শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট
(১৩)যকৃতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে।
(১৪) কোষ্ঠ পরিস্কারক।
(১৫) জরায়ুর উদ্দীপনা সৃষ্টি করে।
(১৬)রক্তের সুগারের মান নিয়ন্ত্রণ করে।
(১৭)হৃদযন্ত্রের টনিক হিসেবে কার্যকর।
#রাসায়নিক উপাদানসমূহের কার্যপ্রক্রিয়াঃ
√রাসায়নিক উপাদান বারবেরিন এন্টিবায়োটিক হিসেবে জীবানু – ব্যাক্টেরিয়া,ভাইরাস ও ফাংগাল ধ্বংস ও নিস্ক্রিয়করন প্রক্রিয়ায় জীবানু সৃষ্ট ব্যাধি নিরাময় করে থাকে।
★ব্যাক্টেরিয়া ও ফাংগালসমূহঃ
*******************************
(স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস,সালমোনেলা, সিগেলা ই-কোলাই,অ্যালবিক্যান ক্যানাডেনসিস)
#উল্লেখিত জীবানু অংগ ও তন্ত্রসমূহের আক্রান্ত করে যে সব রোগসমূহ সৃষ্টি করে তাহলঃ
**********************************
(১)শ্বাসতন্ত্রে উপরিভাগের রোগসমূহের ক্ষেত্রেঃ-
★তীব্র এবং দীর্ঘস্থায়ী টনসিলের প্রদাহ।
★সাইনাসের প্রদাহ।
★কর্ণ প্রদাহ।
★এলার্জিক রাইনাইটিস।
★তীব্র ও দীর্ঘস্থায়ী ফ্যারিনজাইটিস।
★কর্ণ প্রদাহ।।
★চক্ষু প্রদাহ।
★ব্রঙ্কাইটিস।
★জ্বর।।
★ঠান্ডা প্রবণতা।
★হুপিং কাশি।
(২)মুখগহ্বরের রোগসমূহের ক্ষেত্রেঃ-
***********************************
★দাঁতের গাম বয়েলের প্রদাহ ও ক্ষত।
★জিহ্বার ক্ষত।
★গলকক্ষের প্রদাহ ও ক্ষত।
(৩)মহিলাদের জননতন্ত্রের রোগসমূহের ক্ষেত্রঃ-
***********************************-*******
★যোনীর প্রদাহ।
★শ্বেতপ্রদর
★জরায়ুর মুখের প্রদাহ।
★জরায়ুর টিউমার।
★এন্ডোমেট্রিয়ামের প্রদাহ(এর ফলে জরায়ু থেকে প্রচুর রক্ত ক্ষরন হয়)
★পেরিটোনিয়ামের প্রদাহ।
★ফ্যালোপাইন টিউবের প্রদাহ ও অবরুদ্ধতা।
(৪) মূত্রতন্রের রোগসমূহের ক্ষেত্রেঃ
********************************
★মূত্রনালীর প্রদাহ।
★প্রস্টেট গ্রন্থির প্রদাহ।
★এপিডিডিমিসের প্রদাহ।
★ভেসিকুলাসের প্রদাহ।
(৫) যকৃত সংক্রান্ত রোগসমূহের ক্ষেত্রেঃ-
****************************************
★ যকৃতের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি প্রক্রিয়ায় দূষণ উপাদান নিস্কৃয়করন ও প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকীয় কাজ করে।
★ যকৃতের পিত্তরস প্রবাহ বৃদ্ধি প্রক্রিয়ায় অন্ত্রে ফ্যাট বিপাক করে।
(৬) বারবেরিন যকৃত বিপর্যয়জনিত রোগের কারনসমূহ অপসারন ও নিস্ক্রিয়করন প্রক্রিয়ায় কাজ করে থাকেঃ
************************************************
★হেপাটাইটিস এ,বি,সি,ডি,ই নিস্ক্রিয় করে।
★ইমিউন পদ্ধতির উন্নয়ন প্রক্রিয়ায় অটোইমিউন হেপাটাইটিস নিরাময় করে।
★ফ্যাটি যকৃত রোগ নিরাময় করে।
★যকৃত বিপর্যয় রোগ বমি,বমিভাব,ক্ষুধাহীনতা,মাথা ব্যথা নিরাময় করে।এছাড়া রক্তস্তরে ফ্যাট ও খারাপ কোলেস্টেরল কমায়।
(৭) বারবেরিন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের রোগের ক্ষেত্রেঃ
***********************************************
বারবেরিন তিক্ত হিসেবে খাদ্য ও পুষ্টি উপাদান ক্রিয়ার জন্য এনজাইম ও পাকস্থলীর এসিড উৎপন্ন করে।
★ বারবেরিন পাকস্থলীর বিপর্যয়ের ফলে সৃষ্ট রোগসমূহ নিরাময় কর থাকে।
এই সব রোগসমূহ হলঃ
***********************
Gastroesophageal Reflux Disease, Gastritis, Peptic Ulcer,Viral, Gastroenteritis, Gastroparesis,
★ক্ষুদ্রান্ত্রের বিপর্যয়ের ফলে সৃষ্ট রোগসমূহ নিরাময় করে(Celiac Disease, Crohn`s Disease, Infection, Intestinal Obstruction, Irritable Bowel Syndrome, Duodenal Ulcer)
(৮) বারবেরিন বৃহৎঅন্ত্র(কোলন) ও মলাশয় রোগের
ক্ষেত্রেঃ
*********************************************
★ ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ও প্যারাসাইটস ধ্বংশের প্রক্রিয়ায় অন্ত্রের ক্ষত ও পলিপ অপসারণ করে।
★ অন্ত্রের ঢেউ খেলানোর মাধ্যমে মল অপসারণের কাজ করে।
√অন্ত্রে বিদ্যমান ক্ষতিকর ব্যাক্টেরিয়া,প্রোটোজোয়া, ফাংগাল সৃষ্ট নিম্নের রোগসমূহ নিরাময় করে
★Appedicitis
★Chronic Diarrhea
★Chron`s Disease
★Inflammatory Bowel Disease(IBD)(Ulcarative Colitis Disease)
★Diverticulitis
★Intestinal Obstructions
★Polyp
★Irritable Bowel Syndrome.
★Rectal prolapse
★Constipition
★Anal Disorder Diseases (Hemarrhoid,Fisure, Fistula)
(৯) রক্তস্তরে রক্ত দূষণে সংক্রামিত জীবানু ও টক্সিন নিস্ক্রিয়করন ও ধ্বংসে ইমিউন পদ্ধতির উদ্দীপনার প্রক্রিয়ায় রক্ত দূষণ কমায়।
#জীবানুসমূহ হল ঃ
*********************
স্ট্যাফাইলোকক্কাস,স্ট্রেপটোকক্কাস,স্যালমোনেলা, ক্লেবসিয়েলা,ইকোলাই,
নিউমোকক্কাস,মেনিনগোকক্কাস, নেইসেরিয়া গনোরি,ব্রুসেলা, অ্যাথ্রাক্সব্যাসিলাস ও
রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট টক্সিন ও পরিবেশ থেকে গ্রহনকৃত রাসায়নিক উপাদানসমূহ।
(১০) চর্মের ভিতর এবং বাহিরের অংশে সংক্রামিত জীবানুসমূহ ধ্বংসের প্রক্রিয়ার চর্ম রোগ নিরাময় করে।
জীবানুসমূহ হলঃ
স্ট্রেপটোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস।
উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ ব্রণ, অস্থিভঙ্গের স্থান, *কার্বাংকল, একজিমা,সোরাইসিস, দাঁদ, ইম্পেটিগো, হার্পিস,ক্ষত,ফোস্কা ও বসন্ত।
(১১) সংক্রামিত জীবানুসমূহ ধ্বংস ও নিস্ক্রিয়করন প্রক্রিয়ায় লিম্ফ গ্রন্থি ও লসিকা নালীর প্রদাহ নিরাময় করে। গ্রন্থি অংশ সংক্রামিত জীবানুসমূহ হলঃস্ট্রেপটোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস।
উল্লেখিত জীবানুসমূহ সৃষ্ট রোগসমূহ হল-লিম্ফ গ্রন্থি ও লসিকানালীর প্রদাহ।
(১২)ভাইরাস নিস্কৃয়করন প্রক্রিয়ায় এইডস, জলবসন্ত, পোড়ানারাঙ্গা মাম্পস,হাম নিরাময় করে।
(১৩)Anti-neoplasmetic হিসেবে যে কোন স্থানে আক্রান্ত ক্যান্সার কোষ বিভাজন বন্দ করে।
(১৪)বারবেরিন Estradiol কমে আনার প্রক্রিয়ায় জরায়ুর অন্তাবরক(Endometrial Cell) কোষের বৃদ্ধি ধীর গতিতে কমে আনে।Endometrial Cellএর বিপর্যয়ের ফলে নারীর বন্ধ্যাত্ব দেখা দেয় ও প্রচুর ঋতুস্রাব হয়।
(১৫)বারবেরিন Antigen নিস্ক্রিয়করন প্রক্রিয়ায় এলার্জি নিরাময় করে।
https://youtu.be/aHwjLY-v5C0
call plz ,”বীর্যহীন পুরুষ তেল বিহীন প্রদীপের ন্যায়” হোমিওপ্যাথি চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা,
সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া।
01797152527,01934981471,01721418696. .******সমস্যা আছে ? সমাধানের পথও আছে। “হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।
******* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471 Syed homoeo Hall forest rode,madrasha market,Sherpur,bogura. WWW.Amarhomoeo.com/01721418696,01934981471 Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat