মাসিক বা ঋতু বা রজঃস্রাব মহিলাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
বয়ঃসন্ধি কাল থেকে শুরু হয়ে ৪৫ -৫৫ বছর পর্যন্ত প্রতিমাসে বা প্রতি ২৮/২৯ দিন পরপর মেয়েদের মাসিক স্রাব হয়।
এই Menstruation বা ঋতু যুবতী বা যৌন ক্ষমতা সম্পন্ন নারীর দেহে গর্ভ সঞ্চারের ক্ষমতা প্রকাশ করে।
অর্থাৎ ঋতুস্রাব শুরু হওয়ার আগে এবং মেনোপজ বা ঋতুবন্ধের পর আর নারীর গর্ভধারণ ক্ষমতা থাকে না।
এই সময়ের মধ্যে সাধারণত গর্ভ সঞ্চার হলে ঋতু বন্ধ থাকে তবে এছাড়াও যদি ঋতু বন্ধ হয় তবে তাকে অসুস্থতা ধরা হয়।
আর এই ঋতুচক্রে জরায়ু তে যে পরিবর্তন হয় তা চক্রাকারে বা cyclic ভাবে হয় তাই একে menstrual cycle বা ঋতু চক্র বলা হয়।
নারীর Ovary বা ডিম্বকোষ থেকে প্রতি মাসে একটি করে পূর্ণাঙ্গ ডিম্ব বা Matured ovum বের হয়। ovary তে পূর্ণাঙ্গ ovum তৈরি হয়ে fallopian tube এ এসে কিছুক্ষণ অবস্থান করে।
ঐ সময় সহবাস করলে পুরুষের শুক্রাণু জরায়ু থেকে fallopian tube এ এসে ডিম্বাণুর সাথে মিলিত হলে গর্ভ সঞ্চার হয়। এবং এর পর জরায়ুতে এসে অবস্থান করে।
কিন্তু তা না হলে নির্দিষ্ট সময় পরে ডিম্বাণু টি নষ্ট হয়ে যায় এবং জরায়ুতে নেমে আসে।
এদিকে হরমোনের প্রভাবে জরায়ু নিজেকে সন্তান ধারণের উপযুক্ত করে তোলে।
যদি ডিম্ব টি নিষিক্ত হয় তাহলে সেটি জরায়ু তে নেমে এসে জরায়ুর গায়ে গেথে যায়। সেই প্রস্তুতি হিসেবে জরায়ু প্রচীরে (Mucous membrane) প্রচুর রক্ত সঞ্চার হতে থাকে।
তারপর ধীরে ধীরে গর্ভফুল বা placenta তৈরি হয়, যা সন্তান ধারণ এবং তার যাবতীয় পুষ্টি ইত্যাদির কাজ করে থাকে।
কিন্তু যদি ডিম্বটি নিষিক্ত না হয় তবে তা জরায়ুর প্রাচীরে জমে থাকা রক্ত সহ বাইরে বেরিয়ে আসে। একেই ঋতুস্রাব বলে। এক্ষেত্রে ঋতুস্রাব হলো ডিম্বে দ্বারা সন্তান সৃষ্টির ব্যর্থতার প্রমাণ।
এজন্যই ঋতুস্রাব কে জরায়ুর কান্না বা weeping of uterus বলা হয়।
প্রতিবার ঋতুস্রাবের সাথে যা যা বের হয় তা হল-
1. রক্ত প্রায় 50-250 মি.লি.
2. Infertilised ovum
3. Endometrium এর অংশ ও জমা রক্ত
4. Mucus, Lymphocyte ইত্যাদি।
ঋতুস্রাবের রং ও গন্ধ : সাধারণত এর রং লাল। তবে জরায়ুতে কোনো রোগ হলে কালো কালো চাপ থাকে।
দেহে রক্তশুন্যতা হলে টকটকে লাল হয়ে যায়।
Endometrium কি : এটি জরায়ুর একেবারে ভিতরের স্তর বা mucous স্তর। এটি oestrogen এবং progesterone হরমোন দ্বারা নিয়ন্ত্রিত।
oestrogen এখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং progesterone রক্তের জমাট ভাঙতে সাহায্য করে।
menstrual cycle কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম 14-16 দিন follicular Phase।
বাকি সময় Luteal Phase. প্রতিটি ধাপকে আবার দুটি ভাগে ভাগ করা হয়।
সুতরাং মোট চারটি ধাপ।
1. Regenerative (রিজেনারেটিভ) বা Resting Phase : রক্তস্রাব বন্ধ হওয়ার পর 5-7 দিন এই ধাপ । এই সময় F.S.H. এবং এস্ট্রোজেন হরমোন এর প্রভাবে Endometrium টি ধীরে ধীরে 1 mm পুরু হয় এবং একটি গ্রাফিয়ান ফলিকল তৈরী শুরু হয়।
2. Proliferative (প্রোলাইফারেটিভ) phase : 8- 14 দিন পর্যন্ত Proliferative phase. এ সময় Endometrium টি প্রায় 3mm পুরু হয়। গ্রাফিান ফলিকল mature হয় এবং ঠিক 14 তম দিন ডিম্বাণু টি ওভারী থেকে বেরিয়ে Fallopian tube এ আসে।
এ সময় প্রচুর পরিমাণ oestrogen হরমোন নিঃসৃত হয়।
3. secretory/ progestrational ( প্রোজেস্ট্রেশনাল)/ Luteal phase : 15-28 তম দিন পর্যন্ত। এ সময় এন্ডোমেট্রয়াম টি প্রায় ৬ মিমি পুরু হয়।
এই সময় কর্পাস লিউটিয়ামের প্রজেস্টোরন হরমোন খুব বেশি কাজ করে।
কর্পাস লিউটিয়াম 19 তম দিন সবচেয়ে বড় হয় এবং 27 তম দিন পর্যন্ত একইভাবে থাকে। গর্ভ সঞ্চার হলে ৩০ তম দিন এর কাজ বন্ধ হয়ে যায়। এসময় প্রস্রাবে প্রজেস্টোরন হরমোন পাওয়া যায়।
4. Destructive (ডিস্ট্রাকটিভ) / Bleeding phase : 1- 4 (কখনও 5-7) তম দিন পর্যন্ত এই স্তর চলে। ওভাম টি ফার্টিলাইজড না কর্পাস লিউটিয়ামের কাজ বন্ধ হয়ে যায়।
কর্পাস লিউটিয়ামের কাজ বন্ধ হওয়ার সাথে সাথে জরায়ু থেকে রক্তস্রাব শুরু হয়।
4-6 দিন পর্যন্ত এই রক্তস্রাব চলতে থাকে। এসময় এন্ডোমেট্রিয়াম আবার পাতলা হয়ে যায়।
সবসময় ঋতুস্রাব স্বাভাবিক থাকে না। বিভিন্ন কারণে Menstrual cycle এ গোলমাল হয়।
কখনো কয়েক মাস পরপর বা কখনো একই মাসে একাধিক বার ঋতুস্রাব হতে পারে।
কখনো সাত দিনের বেশি আবার কখনো তিনদিনের কম ও ঋতুস্রাব হতে পারে।
এ সম্পর্কে বিস্তারিত আমরা পুর্বেই আলোচনা করেছি । এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।
প্রজনন তন্ত্র : তৃতীয় পর্ব
Favorites ·
3d
·
স্ত্রী প্রজনন তন্ত্র কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
1. External genital organs বা বহিঃযৌন অঙ্গ
2. Internal genital organs. বা অভ্যন্তরীণ যৌন অঙ্গ।
1. External genital organs গুলো হলো :
– Labia majora (লাবিয়া মেজোরা) : vagina এর প্রবেশ মুখে একটু বাইরের দিকে সামান্য উঁচু, নরম, মাংসের তৈরি ঠোঁটের মতো অংশ কে Labia majora বলে। এ অংশটি চামড়া দিয়ে আবৃত থাকে।
– Labia minora(লাবিয়া মাইনোরা) : Labia majora এর ভেতরের দিকের অংশকে Labia minora বলে। এর উপরে Mucous membrane এর আবরণ থাকে।
– clitoris (ক্লিটোরিস) : Labia minora এর উপরের সংযোগ স্থানে একটা পিন্ডের মত থাকে একে clitoris বলে।
– vaginal orifice (ভ্যাজাইনাল অরিফিস)
– Hymen (হাইমেন ) : কুমারী দের vagina এর নিচের অংশে এবং Vaginal orifice এর শুরুতে একটি পাতলা Mucous membrane এর আবরণ কে Hymen বা সতীচ্ছদ বলে।
– Monos pubis (মনোস পিউবিস) : Vagina এর একেবারে উপরের যে অংশে Pubic hair থাকে।
Interal genital organs গুলো হলো :
– Vaginal canal (ভ্যাজাইনাল ক্যানাল) : এটি একটি fibrio muscular canal যা Vaginal orifice থেকে uterus পর্যন্ত বিস্তৃত। এখানে প্রচুর blood vessels ও nerve supply থাকে।
– Uterus (ইউটেরাস): Uterus বা জরায়ু কে womb বা গর্ভ বলা হয়। কারণ গর্ভাবস্থায় জরায়ুর মধ্যেই ভ্রুণ অবস্থান করে।
আকৃতি : Uterus একটি Thick muscular organ. Uterus বা জরায়ু দেখতে অনেকটা ফাঁপা পেয়ারা বা উল্টানো কলসির মতো। এর ওজন প্রায় ৩০ থেকে ৪০ গ্রাম হয়। Uterus সাধারণত ৩ ইঞ্চি লম্বা, ২ ইঞ্চি চওড়া এবং এক ইঞ্চি পুরু।
গঠন: Fundus : Uterus এর উপরের দিকের ছড়ানো অংশকে Fundus এবং Body : Fundus এর নিচে প্রায় ২ ইঞ্চি পর্যন্ত অংশকে Body বলা হয়।
https://www.youtube.com/@amarhomoeo2214/featured
Cervix: Body এর নিচের সরু অংশকে cervix বলে। cervix এর নিচের মুখ এসে vagina তে মিলিত হয়েছে।
Os : cervix এর ভেতরের মুখকে Internal os এবং বাইরের মুখ কে external os বলে।
অবস্থান : Uterus মহিলাদের pelvic cavity তে urinry bladder এর পেছনে এবং rectum এর সামনে অবস্থিত।
এবং এর প্রান্তে Ligament দ্বারা যুক্ত দুটি Ovary থাকে।
– Fallopian tube (ফ্যালোপিয়ান টিউব): Uterus এর উপরের অংশে অর্থাৎ Fundus এর দুপাশে দুটি Fallopian tube থাকে। এর শেষ প্রান্ত দেখতে অনেকটা ফানেল এর মত।
– Ovary(ওভারী): Fallopian tube এর শেষ প্রান্ত লে ফানেলের মত দেখতে অংশের নিচে Ligament দ্বারা যুক্ত দুটি গ্ল্যান্ড থাকে। যাকে Ovary বলা হয়।
Ovary থেকে প্রতি ২৮ দিন পরপর একটি করে পূর্ণাঙ্গ ডিম্ব বা Ovum বের হয়ে Fallopian tube এ আসে এবং প্রায় তিনদিন অবস্থান করে। এই সময়ে পুরুষের শুক্রাণু বা sperm ও যদি Fallopian tube এ আসে তাহলে Ovum টি sperm এর সাথে মিশে Fertilized হয় । এবং পরে uterus এ এসে অবস্থান করে এবং ধীরে ধীরে সেখানে foetus এ পরিণত হয়।
Ovulation : Ovary থেকে Ovum নিঃসরণের প্রক্রিয়া কে Ovulation বলা হয়। Ovulation হয় menstrual cycle এর ১৪ তম দিন। LH hormone এই Ovulation এ সাহায্য করে।
Female sex hormones :
1. Oestrogen (এস্ট্রজেন)
2. Progesterone (প্রজেস্টোরন)
এই হরমোনগুলো Menstrual cycle, pregnancy ইত্যাদিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
চিকিৎসা বিষয়ে পারদর্শী হতে হলে মানবদেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের গঠন এবং তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
হোমিওপ্যাথি চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,
Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.
.******সমস্যা আছে ? সমাধানের পথও আছে।
“হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।*******
জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471
Syed homoeo Hall
forest rode,madrasha market,Sherpur,bogura.
WWW.Amarhomoeo.com/01721418696,01934981471
homoeopathy all the bettar treetment ,onlin dr a i adnan sami , 01721418696,01934981471,01797152527, call plz ,”বীর্যহীন পুরুষ তেল বিহীন
প্রদীপের ন্যায়”
হোমিওপ্যাথি চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.
.******সমস্যা আছে ? সমাধানের পথও আছে।
“হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।******* জরুরী বিজ্ঞপ্তি ******
হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471
Syed homoeo Hall
forest rode,madrasha market,Sherpur,bogura.
WWW.Amarhomoeo.com/01721418696,01934981471
Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat