★GYNAECOMASTIA (পুরুষের স্তন বৃদ্ধি)
****************************************
পুরুষের স্তন কোষের আকার বৃদ্ধি প্রাপ্ত হওয়াকে Gynaecomastia বলে। হিউম্যান ফিজিওলজি ও প্যাথলজির আলোকে রাসায়নিক বিশ্লেষন প্রক্রিয়ায় হোমিওপ্যাথি ঔষধ প্রায়োগিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
Gynaecomastia
রোগের কারন রোগতত্ত্বগত (Pathological) অনুসন্ধানের ভিত্তিতে রাসায়নিক বিশ্লেষন প্রক্রিয়ায় ঔষধ প্রায়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থান করেছেন।
শরীরবৃত্তীয় (Physilogical)
অনুসন্ধান করলে দেখা যায় এই রোগের প্রধান কারন পুরুষদেহে নারীদের প্রধান হরমোন Estrogen Hormone এর মান বৃদ্ধি।
# অন্যান্য যে সব কারনে Estrogen Hormone বৃদ্ধি পায়ঃ
* Hyperthyroidism (থাইরয়েড গ্রন্থির হরমোনের কার্যকর বৃদ্ধি)
* মাদক দ্রব্য সেবন(অ্যালকোহল, হিরোইন, গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য)
* অন্ডকোষে টিউমার, ইনফেকশন, আঘাত বা জন্মগত বিপর্যয়।
* অ্যাড্রিন্যাল ও পিটুইটারী গ্রন্থিতে টিউমার। * মূত্রগ্রন্থির কার্যকারিতা কমে যাওয়া। * যকৃতের কার্যকারিতা কমে যাওয়া বা সিরোসিস দেখা দিলে।
* মানসিক প্রশান্তিকারক ঔষধের প্রতি আসক্তি বা নেশা।
* পুষ্টি উপাদানের নূন্যতা।
* Prostate Cancer নিরাময়ে Anti-Adrogen ঔষধ প্রয়োগ।
# উল্লেখিত কারনসমূহ নির্ণয়ে Pathological বা অন্যান্য পরীক্ষাসমূহঃ
* Estrogen Hormone Analysis.
* USG of Testis, Adrenal Glands.- এই পরীক্ষায় টিউমার আছে কিনা জানা যাবে।
★Hyperthyroidismএর ক্ষেত্রে TSH ও T4 পরীক্ষা।
এই পরীক্ষায় TSHএর মান কমে যাবে এবং T4 এর মান বৃদ্ধি পাবে।
* USG of Whole Abdomen-
এই পরীক্ষায় যকৃত, মূত্রগ্রন্থি ও প্রোস্টেট গ্রন্থি কোন অবস্থায় আছে জানা যাবে। এদের অবস্থা অনুযায়ী অন্যান্য পরীক্ষা নির্ধারন করা।
যেমন যকৃত বিপর্যয় হলে SGPT, Serum Alkaline Phosphate, Serum Albumin ও Globulin Ratio ইত্যাদি।
# এই রোগের লক্ষনসমূহ:
* স্তনের আকার বৃদ্ধি প্রাপ্ত হওয়া।
* স্তনে বেদনা
* স্তনের বৈশিষ্ট্য কোমলতা বা নরম প্রকৃতি। * স্তনবৃন্ত থেকে আঠালো জাতীয় পদার্থ নিঃসরন। *আত্ম বিশ্বাসবোধ কমে যেতে থাকে। * নিতম্বে অস্বাভাবিক ফ্যাট জমা হতে পারে।
# এই রোগ নিরাময়ে সাধারন নিয়মে যে সব বিষয়সমূহের উপর গুরুত্ব আরোপ করতে হবে: * Testosterone Hormone বৃদ্ধি করা। * Estrogen Hormone বৃদ্ধি বাধা প্রদান করা। * অতিরিক্ত Estrogen Hormone ও অন্যান্য টক্সিন নিস্ক্রিয়করনে যকৃতের কার্য ক্ষমতা বৃদ্ধি করা।
# গুরুত্ব আরোপের ভিত্তিতে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় ঔষধসমূহঃ
যে সব রাসায়নিক উপাদানসমূহ Testosterone Hormone বৃদ্ধি করে এবং ধারনকৃত ভেষজসমূহ: (১) Tribulus Terrestris- ধারনকৃত রাসায়নিক উপাদান- Steroidal Saponin হল Protodioscin, Diosgenin, Tribulosin.
(২) Ashwagandha- ধারনকৃত রাসায়নিক উপাদান Withanolides Compound (Alkaloid, Saponins, Terpenoid, Flavonoid. Tannin, Phenols Resin) (৩) Sabal Serrulata- ধারনকৃত রাসায়নিক উপাদানসমূহ- Steroidal Saponins, Resin, Tannins, Betasitosterol.
√ যে সব রাসায়নিক উপাদানসমূহ Estrogen Hormone বিকাশে বাধা প্রদান করে এবং Testosterone Hormone বৃদ্ধি করে এবংধারনকৃত ভেষজসমূহঃ
(১) Urtica Urens- ধারনকৃত রাসায়নিক উপাদান- Lignan.
(২) Passiflora Incarnatata- ধারনকৃত রাসায়নিক উপাদান- Chrysin.
√ যে সব রাসায়নিক উপাদান যকৃতের কার্যকর ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়ায় অতিরিক্ত Estrogen Hormone ও অন্যান্য টক্সিন নিস্ক্রিয় করে এবং ধারনকৃত ভেষজ: (১) Carduus Marinus ধারনকৃত রাসায়নিক উপাদান Silymarin.
(২) Chelidonium Majus ধারনকৃত রাসায়নিক উপাদান-Alkaloids (Chelidonine, Chelerythrine.
# ঔষধ প্রায়োগিক দৃষ্টিভঙ্গি:
[Testosterone Hormone বৃদ্ধি+Estrogen Hormone Block+ Increase Liver Activity.]
1ম মাসেTribulus Terrestris+ Urtica Urens+ Carduus Marinus/১মাস। *
2য় মাস
Ashwagandha+Passiflora Incarnata+Carduus Marinus/২য় মাস।
তৃতীয় মাসে
Tribulus Terrestris+Sabal Serrulata+Chelidonium Majus/তৃতীয় মাস।
1 thought on “GYNAECOMASTIA (পুরুষের স্তন বৃদ্ধি)”