ফ্যাটি যকৃত রোগ ( Fatty Liver Disease
***************************************)
(১)N.S (২)K.M
যকৃতে অতিরিক্ত চর্বি জমলে ফ্যাটি যকৃত রোগ হয়। যকৃতের সমস্ত কোষের শতকরা ৫ ভাগের বেশী কেষের মধ্যে চর্বি জমা হলে তাকে ফ্যাটি যকৃত রোগ বলে।
√ফ্যাটি যকৃত রোগ মূলত দুই প্রকারঃ
(১) অ্যালকোহলজনিত ফ্যাটি যকৃত।
(২) নন অ্যালকোহলজনিত ফ্যাটি যকৃত।
√ফ্যাটি যকৃত রোগের কারণসমূহঃ
(১) অত্যাধিক স্থূলতা।(২) রক্তে বেশী মাত্রায় চর্বি।
(৩) অ্যলকোহল সেবন।(৪) কোমল পানীয় পান।(৫)কোলেস্টেরল যুক্ত তেল ব্যাবহার।(৬) ফাস্ট ফুড খাদ্য সেবন।(৭) চর্বি জাতীয় খাদ্য গ্রহন।(৮) ইনসুলিন রেজিস্ট্যান্স (ইনসুলিন কার্যকরহীনতা)(৯) অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহন।(১০) শোধিত কার্বোহাইড্রেট ( ময়দা ও চিনির তৈরির খাবার) জাতীয় খাদ্য গ্রহন।(১১) কায়িক পরিশ্রম হীনতা।
(১২) উইল্সন ডিজিজ।
(১৩) হরমোনজনিত রোগঃ(ক) হাইপোথাইরয়েডিজম।(খ) হাইপোপিটুইটারিজম।
(১৪) কিছু ঔষধ সেবনজনিত ( এমিয়োডেরন,স্টেরয়েড, মেথ্রোট্রেক্সেট,টেমোক্সিফেন, ভেলপ্রোয়েট,গ্লুকোকর্টিকয়েড, ইস্ট্রোজেন ইত্যাদি)।(১৫) শরীরে অতিরিক্ত ওজন (১৬)পাকস্থলীর সার্জারী। (১৭) দ্রুত ওজন হ্রাস।(১৮)বহুমূত্র।(১৯) উচ্চ রক্তচাপ।(২০) গর্ভাবস্থা।(২১) অপুষ্টি।
√ফ্যাটি যকৃত রোগের লক্ষণসমূহঃ
প্রাথমিক স্তরে ফ্যাটি যকৃত রোগের কোন লক্ষণ বা উপসর্গ সৃষ্টি হয় না। কিন্তু স্থূল দেহে বা যাদের রক্তে ফ্যাটের মাত্রা বেশী আছে তাদের কিছু লক্ষন দেখা দেয়।
(১) শারীরিক ক্ষেত্রে খুব অস্বস্তিকর হয়।(২) শারীরিক ও মানসিক অবসাদ।(৩) উদরের বিশেষতঃডানদিকে উপরিভাগ বেশী ভারবোধ। (৪) চাপের কারনে যকৃতে মাঝে মাঝে ব্যাথা বোধ।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১)N.S = যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় ফ্যাট অপসারণে সাহায্য করে থাকে।
(২)K.M=যকৃতের ফ্যাট বিপাকে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.