Coronary Artery Disease
(করোনারী ধমনীর রোগ)
***************************************
(১)N.S (২)C.F (৩)M.P (৪) K.M
শতাব্দীর ভয়াবহ রোগ হল করোনারী ধমনী সংক্রান্ত বিপর্যয়ে সৃষ্ট হৃদ রোগ। হৃদপিণ্ডের খাদ্য সরবরাহকারী ধমনীর নাম করোনারী ধমনী।এই ধমনীর ভিতরের দেওয়ালে কোলেস্টেরল বা ফ্যাট অথবা সেলুলার সৃষ্ট বর্জ্য পদার্থ জমাট বেধে যাওয়ার ফলে ধমনী সরু ও শক্ত হয়ে যায়।এর ফলে হৃদপিন্ডে রক্ত সংবহন প্রবাহ কমে যায়। ধমনীর এই বিপর্যয়কে বলা হয় Coronary Artery Disease (উল্লেখ্য ধমনী শক্ত ও সরু হয়ে যাওয়াকে বলা হয় Atherosclerosis.)
√Coronary Artery Disease এর কারনসমূহঃ
(১)ধুমপান। (২)উচ্চ রক্তচাপ। (৩)উচ্চ মাত্রায় কোলেস্টেরল। (৪)উচ্চ মাত্রায় ফ্যাট। (৫)শারীরিক ও মানসিক চাপ। (৬)বহুমূত্র। (৭)স্থুলতা। (৮)শারীরিক ব্যায়মের অভাব।(৮)পুষ্টিহীনতা।(১০)অতিমাত্রায় অ্যালকোহল বা ক্যাফিন সেবন।(১১)পারিবারিক ইতিহাসে এই রোগ আছে।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১)N.S = যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় ফ্যাট ও কোলেস্টেরল বিপাকে সাহায্য করে থাকে।
(২)C.F=করোনারী ধমনীর স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(৩)M.P=এনজাইম Q-10 উৎপাদন প্রক্রিয়ায় কোলেস্টেরল ও ফ্যাট অপসারণে সাহায্য করে থাকে।
(৪)K.M=করোনারী ধমনীর অভ্যন্তরে অবরুদ্ধতা অপসারণে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.