বসন্ত (জল ও জাত বসন্ত )ch
ডাঃ আরিফুল ইসলাম আদনান সামি হোমিওপ্যাথি স্পেশালিস্ট রেজিস্ট্রার্ড ফিজিশিয়ান।
সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
বাংলাদেশ।
+8801721418696
হোয়াটসঅ্যাপ বিকাশ ইমু।
রোগ বিবরণঃ বসন্ত এক প্রকার সংক্রামক ব্যাধি। যদিও অনেক প্রক তবে ইহা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। জল বেদনা, শির পীড়া, কোমর বেদনা, জ্বর প্রভৃতি লক্ষণ উপস্থিত হয়। পরে আস্তে আস্তে গুটিকা গুলি প্রকাশ পাইতে থাকে।
চিকিৎসাwww.alltimeusa.com
একোনাইট ন্যাপ (Aconite Nap) : রোগের প্রথমাবস্থায় গায়ে ভীষণ জ্বর, শুষ্ক, শীরপীড়া, নাড়ি দ্রুত, অস্থিরতা, মৃত্যু ভয় ইত্যাদি লক্ষণ জ্বরের প্রথমাবস্থায় ইহা ব্যবহৃত হয়। সেবন বিধি :- শক্তি 3x এক ঘন্টা অন্তর ।
সারাসো | (Sarracenia): সর্ব প্রকার বসন্তে এই ঔষধটি উপযোগী। প্রথম অবস্থায় ব্যবহার করিলে বসন্তের গুটি শীঘ্র বাহির হইয়া যায় । দ্বিতীয়বস্থায় ব্যবহার করিলে ত্বকে গর্ত হয় না । শেষ অবস্থায় ব্যবহার করিলে গুটির ঘা শুকাইয়া যায় । সেবন বিধি Q- শক্তি Q ২-৩ ফোঁটা সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন চার বার । 3x বা 6 ও উপকারী
এন্টিম টার্ট (Antim Tart):—–বসন্তের গুটি সম্পূর্ণ বাহির না হইয়া ঠান্ডা জ্বর, কাশি, গলায় সাঁই সাঁই, ঘড় ঘড় শব্দ। শ্বাস কষ্ট ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। সেবন বিধি ঃ- শক্তি 3x বা 6 দুই ঘন্টা অন্তর ব্যবস্থেয়।
রাস টক্স (Rhus Tox):— জল বসন্তে অধিক ব্যবহার কারী। জল পূর্ণ গুটিকা জ্বর, গাত্র বেদনা, ছটফটানি এই সমস্ত লক্ষনে ইহা ব্যবহৃত হয়। সেবন বিধি ঃ- শক্তি 6 বা 30 দুই তিন ঘন্টা অন্তর ।
সারাসিনিয়া (Sarracenia):—সর্ব প্রকার বসন্তে এই ঔষধটি উপযোগী। প্রথম অবস্থায় ব্যবহার করিলে বসন্তের গুটি শীঘ্র বাহির হইয়া যায় । দ্বিতীয়বস্থায় ব্যবহার করিলে ত্বকে গর্ত হয় না । শেষ অবস্থায় ব্যবহার করিলে গুটির ঘা শুকাইয়া যায় । সেবন বিধি-Q শক্তি Q ২-৩ ফোঁটা সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন চার বার । 3x বা 6 ও উপকারী ।
Sarracenia): সর্ব প্রকার বসন্তে এই ঔষধটি উপযোগী। প্রথম অবস্থায় ব্যবহার করিলে বসন্তের গুটি শীঘ্র বাহির হইয়া যায় । দ্বিতীয়বস্থায় ব্যবহার করিলে ত্বকে গর্ত হয় না । শেষ অবস্থায় ব্যবহার করিলে গুটির ঘা শুকাইয়া যায় । সেবন বিধি ঃ- শক্তি Q ২-৩ ফোঁটা সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন চার বার । 3x বা 6 ও উপকারী
এন্টিম টার্ট (Antim Tart):—–বসন্তের গুটি সম্পূর্ণ বাহির না হইয়া ঠান্ডা জ্বর, কাশি, গলায় সাঁই সাঁই, ঘড় ঘড় শব্দ। শ্বাস কষ্ট ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। সেবন বিধি ঃ- শক্তি 3x বা 6 দুই ঘন্টা অন্তর ব্যবস্থেয়।
বসন্ত ইহাতে স্যারাসিনিয়া ৬ বা ৩০ প্রথম হইতে শেষ পর্যন্ত নিৰ্ভয়ে ব্যবহার করা যায়। বসন্তের উগ্রতা কমাইবার জন্য মাঝে মধ্যে মেলেনড্রিনাম ২০০ এক মাত্রা প্রয়োগে জ্বর ও অন্যান্য উপসর্গ কমিবে।
বসন্তের গুটিতে অত্যধিক বেদনা হইলে ক্যাসিয়া সোফেরা Q লোশন করিয়া বাহ্য প্রয়োগে যন্ত্রণা কমিয়া যায় (অনেকের অভিমত)।
বসন্তের গুটি পাকিয়া গেলে বায়োকেমিক ক্যালকে সালফ, কেলি মিউর ও ম্যাগ ফস সবই ৬x একটি করে ৩ টি বড়ি দিনে ৩ বার সেবনে গুটি শুকাইয়া যায়।
কাল বর্ণের কিংবা রক্তস্রাবী বসন্তে ক্রোটেলাস ৬, তিন ঘন্টান্তর।
বসন্তের দাগ উঠাইতে বার্বেরিস একুইফোলিয়াম Q গ্লিসারিনের সহিত মিশাইয়া বাহ্য ব্যবহার করিতে হয়। বসন্তের গুটি শুকাইতে টেরামাইসিন ৩০ বা পেনিসিলিন ২০০, দিনে ২ বার ব্যবহার করা যায়। বসন্তের গুটি হঠাৎ বসিয়া গিয়া মারাত্নক অবস্থা দেখা দিলে হইবার পর (বিশেষতঃ
করা যায় জেলসিমিয়াম ভাল ব্লক অবস্থা দেখা দিলে ৩০ বা সালফার ব্যবহার্য।
বসন্ত হইবার পর (বিশেষতঃ হইবার পর) কোন উপসর্গ দেখা দিলে পুজা উচ্চশক্তি ব্যবহারে রোগ নির্মূল হয়। বসন্ত রোগের পর স্মৃতিশক্তি লোপ বা হ্রাস হইলে এনাকর্ডিয়াম ওরি ২০০ হইতে উচ্চশক্তি ।
বিঃ দ্রঃ-বসন্তের টিকার কুফল জনিত প্রচন্ড চুলকানিযুক্ত উদ্ভেদ ও একজিমা জাতীয় চর্ম পীড়ায় সালফার বা মেজেরিয়াম ২০০ হইতে উচ্চশক্তি ।
বসন্তের www.amarhomoeo.com
এপিস মেল (Apis Mel) : বসন্তের গুটিতে চুলকানি হইলে ইহা উপকার বিধি – শক্তি 6 বা 30 দিনে তিন মাত্রা। অনেক রোগীতে আরোগ্য হইতে দেখিয়ারি সেবন
ম্যালেড্রিনাম (Malandrinum) : ইহা বসন্তের প্রতিষেধক সেবন বিধিঃ- 200 তিন দিন পর এক মাত্রা সকালে খালি পেটে।
বাইওকেমিক চিকিৎসা
ফেরাম ফস (Ferrum Phos ) : বসন্তের প্রথমাবস্থায় জ্বর, গাত্র বেদনায় ইহা উপযোগী। বসন্তের গুটি বাহির হইতে আরম্ভ হইলে উক্ত ঔষধের সঙ্গে ক্যালি মিউর পর্যায়ক্রমে ব্যবহারে উক্ত পীড়া আরোগ্য হয় । সেবন বিধি ঃ- শক্তি 6x ১-৪ বড়ি এর মাত্রা (বয়স অনুপাতে) তিন ঘন্টা অন্তর ।
ক্যালি সালফ (Kali Sulph): বসন্তের গুটি উঠিতে বিলম্ব হইলে কিংবা কিছু উঠিয়া আর না উঠিলে অর্থাৎ বসিয়া গেলে ক্যালি সালফ সেবনে গুটি বাহির হয় । সেবন বিধি :- শক্তি 12x ১-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) দিনে চার বার ।
ক্যালকেরিয়া সালফ (Calcaria Sulph):—
বসন্তের গুটি ভিতরে পুঁজ উপরে মামড়ি এই সময় ইহা প্রয়োগ করিলে বসন্তের ক্ষত খুব শীঘ্রই শুকাইয়া যায়। সেবন বিধিঃ- শক্তি 12x হইতে উচ্চ শক্তি ১-৪ বড়ি এক মাত্রা (বয়স অনুপাতে) দিনে তিন বার।
হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
+8801721418696
ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে।
Usa prescription fee 10$
Others country. 7$
Bangladesh. 3$
Payment Binance wallet, account, bekash.
www.amarhomoeo.com