CARDIAC ARRTHYMIA DISEASE
(অনিয়মিত হৃদ স্পন্দন)
******************************************
একজন সুস্থ্য ব্যক্তির স্বাভাবিকভাবে প্রতি মিনিটে হৃদস্পন্দন হয় ৬০ থেকে ১০০ বার।৬০ এর নীচে হলে বা ১০০ এর অধিক হৃদস্পন্দন হলে তাকে অনিয়মিত হৃদস্পন্দন বলে।”হিউম্যান ফিজিও- প্যাথলোজির আলোকে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় হোমিওপ্যাথি ঔষধ প্রায়োগিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি “
# Arrythmia Disease এর প্রকারভেদঃ
(১) Bradycardia (মৃদু হৃদস্পন্দন)
(২)Tachycardia (অস্বাভাবিক দ্রুত হৃদ স্পন্দন)
# Arrythmia Disease এর কারনসমূহঃ
√করোনারী ধমনী সংক্রান্ত রোগ।
√হৃদপিন্ডের কপাট (ভাল্ব) সংক্রান্ত রোগ।
√ঔষধের অপব্যবহার।
√শারীরিক ও মানসিক চাপ।
√ জন্মগত হৃদপিন্ডর ত্রুটি।
√ধুমপান।
√ উচ্চ রক্তচাপ।
√বহুমূত্র।
√অতিমাত্রায় অ্যালকোহল বা ক্যাফিন সেবন।
√থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। √হৃদপিন্ডের কাঠামোগত পরিবর্তন।
# Cardiac Arrythmia রোগের প্রাথমিক লক্ষণসমূহঃ
(১)মৃদু হৃদস্পন্দন (Bradycardia) রোগের লক্ষণসমূহঃ
★মাথা ঘোরা।
★মাথা হালকা বোধ হওয়া।
★অজ্ঞান হয়ে যাওয়া।
(২)অস্বাভাবিক দ্রুত হৃদ স্পন্দন (Tachycardia) লক্ষণসমূহঃ
★বুক ধড়ফড় করা।
★বুক ব্যথা করা।
★শ্বাসকষ্ট।
★হালকা মাথা ব্যথা।
# রোগ নির্ণয় (Dioganisis):
√প্রাথমিক স্তরে পরীক্ষাঃ
★ ECG ★ECHO
√যে সব কারনে হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে তার পরীক্ষা।
যেমনঃ* থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারনে হলেঃ
★TSH ★T3 ★T4
*হৃদপিণ্ডের কাঠামো পরিবর্তনজনিত কারণে হলেঃ
★ X-Ray Chest
*করোনারী ধমনীসংক্রান্ত রোগের কারনে হলেঃ
★Coronary Angiograph
# অনিয়মিত হৃদস্পন্দন রোগ প্রতিরোধ ও প্রতিকারে করনীয়ঃ
√ অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করা।
√হৃদপেশী ও করোনারী ধমনী পেশীতে রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধি করা।
√উচ্চ রক্তচাপ কমিয়ে আনা।
√রক্তে ও করোনারী ধমনীর ভিতরের দেওয়ালের ক্ষতিকর কোলেস্টেরল ও ফ্যাট কমিয়ে আনা।
√হৃদযন্ত্রের সাথে সংশ্লিষ্ট করোনারী ধমনীসমূহ নমনীয় করা।
√মানসিক চাপ নিয়ন্ত্রণ করা।
# উল্লেখিত করনীয় বাস্তবায়নে রাসায়নিক উপাদান সমৃদ্ধ ঔষধজাত ভেষজের ভূমিকাঃ
(১)TERMINALIA ARJUNA
(টার্মেনেলিয়া অর্জুনা)
# Botabical Name :
Terminalia Arjuna
#Common Name :
Arjun Tree,Arjun, Dhoorta,Partha,Dhavala, Bhuruha,Pandava.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ √Flavonoids(Arjunone, Arjunolone, Luteolin) √Glycosides (Arjunetin, Arjunosides11V, Arjunine, Arjunetein, Arjunolitin, Arjungenin),
√ GallicAcid,
√Ellagic Acid,
√Oligomeric proanthocyanidins,
√Phytosterol (b-Sitosterol),
√Tannin.
√Triterpenoid Saponin (Arjunic Acid, Arjunolic Acid, Arjungenin)
√Mineralz:Calcium, Magnesium, Zinc, Copper.
# উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
(১) উচ্চ শক্তিশালী অ্যান্টিঅক্সডেন্ট
(২) বার্ধক্য রোধ।
(৩) হৃদযন্ত্রের শক্তিদায়ক।
(৪)Antiischemic
(৫)কোলেস্টেরল ও ফ্যাট কমায়।
(৬) রক্ত জমাট বাধতে বাধা প্রদান করে।
(৭) প্রদাহ নাশক।
(৮) রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধি করে।
(৯) উচ্চ রক্তচাপ কমায় ও রক্তচাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
(১০) ঘুমের উদ্রেক সৃষ্টি করে।
(২)CRATAEGUS OXYACANTHA
( ক্র্যাটাগাস অক্সিকানথা)
# Botanical Name:
Crataegus Oxyacanthus.
#Common Name :
May Tree,Hawthorn Oxtcanthus,Hawthron,
Haw,Espino.
****************************
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদাসমূহঃ
√ Flavonoid যথা Hyperoside, Vitexin, Rutin & Quercetin.
√ Oligomeric Proanthocyanidins যথা Epicatechin,Catechin & procyanidin B2.
√ Phenolic Acids: Chlorogenic & Caffeic Acid. √ Pantacyclic Triterpenes: Crataegolic, Ursolic & Oleanolic Acid.
√Choline.
√ Lecithin.
√ Vitamins : Vitamin B2,B3,B12, B Complex, Vitamin C.
√ Minarels:Calcium,Iron,
Manganes,Potassium, Chromium,Magnesium,
Phosphorus,Zinc.
#উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
(১) হৃদপেশীর কার্যকর শক্তিদায়ক হিসেবে কাজ করে।
(২) রক্তের চাপ কমানোসহ স্বাভাবিককরন করে।
(৩) অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টক্সিন নিস্ক্রিয়করনে কাজ করে।
(৪) কোলেস্টেরল ও ফ্যাট কমায়।
(৫) হৃদযন্ত্রের সংশ্লিষ্ট শিরা- ধমনীর নমনীয়তা ও প্রসারনে কাজ করে।
(৬) হৃদযন্ত্রে অক্সিজেন ব্যবহার উপযোগী করে।
(৭) ইমিউন পদ্ধতির উন্নয়ন করে।
(৮) প্রদাহ নাশক।
(৯) ঘুমের উদ্রেক সৃষ্টি করে।
(১০) রক্তের সংবহন বৃদ্ধি করে।
(১১) রক্ত জমাট বাধাMajali
(৩)ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
# Botanical Name :
ALLIUM SATIVUM
#Common Name:
Garlic, Poor Man’s Treacle, Bauang,Bawang.
——————————————
# এই ভেষজের গঠিত রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√33 Sulfur Compounds ( Aliin,Allicin,Ajoene, Allylpropyl,Disulfide,Diallyl Trisulfide,Sallylcysteine, Vinyldithiines,
S-Allylmercaptocystein, and others).
√ Several Enzymes (Allinase,Peroxidases, Myrosinase,& Others)
√17 Amino Acids(Arginine & others)
√ Saponin.
√ Anthocyanin.
√ Quercetin.
√ Volatile Oil.
√ Minerals : Iron, Manganese,Phosphorus,
Sulfur,Sodium,Selenium, Potassium, Magnesium, Copper,Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A,B1, B2,B3,B5,B6,B12,C,E,K, Folate,Folic Acid.
#এই ভেষজের রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
(১) এ্যান্টিবায়োটিক
(২) ব্যাক্টেরিয়া নাশক।
(৩) ফাংগাল নাশক।
(৪) প্যারাসাইটস নাশক।
(৫) ভাইরাস নাশক।
(৬) ফ্যাট ও কোলেস্টেরল কমায়।
(৭) পুষ্টি কারক।
(৮) কফ নিঃসারক।
(৯) রক্তের সুগারের মান কমায়।
(১০) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক।
(১১) বাতজনিত প্রদাহ নিয়ন্ত্রণ করে।
(১২) অ্যান্টিঅক্সিডেন্ট।
(১৩) স্বাভাবিক ঋতুস্রাবে উদ্দীপনা সৃষ্টি করে।
(১৪)মায়ের স্তনের দুগ্ধ বৃদ্ধি করে।
(১৫) শ্বাসতন্ত্রের কার্যকর ক্ষমতা বৃদ্ধি করে।
(১৬) ক্যানসার কোষ বিভাজন বন্দ করে।
(১৭)চর্মের উন্নয়ন বৃদ্ধি করে।
(১৮) ইমিউন পদ্ধতির উন্নয়ন।
(৪) Convallaria Majalis.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Cardiac Glycosides over 30different types (Convallatoxin, Convallarin)
√Flavonoids (Cardenolides, Canvalloside)
√Saponins
√Asparagin.
# উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
★হৃদযন্ত্রে শক্তিদায়ক টনিক।
★মূত্র বর্ধক।
(৫)Digitalis Purpeura
# ভেষজের রাসায়নিক উপাদানসমূহের কার্যকর ক্ষমতা অনুসারে শ্রেনী বিভাজনঃ
√ Most Effective Herbs(সর্বাধিক কার্যকর ভেষজ)
★Digitalis Purpeura
★Convallaria Officinalis.
★Crataegus Oxyacantha.
√Highly Effective Herbs (অতিশয় কার্যকর ভেষজ)
√Terminalia Arjuna.
# ধারনার্থে প্রায়োগিক দৃষ্টিভঙ্গিঃ
★Tarminalia Arjuna ও Digitalis Purpeura
★Crataegus Oxyacantha ও Convallaria Maja
★Tarminalia Arjuna ও ALLIUM SATIVUM
সমস্যা আছে ? সমাধানের পথও আছে। “হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।******* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471 Syed homoeo Hall forest rode,madrasha market,Sherpur,bogura. WWW.Amarhomoeo.com/01721418696,01934981471 Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat