Cardiac Arrthymia Disease
(অনিয়মিত হৃদ স্পন্দন)
*******
(১)N.S (২)C.F (৩)M.P (৪) K.P
একজন সুস্থ্য ব্যক্তির স্বাভাবিকভাবে প্রতি মিনিটে হৃদস্পন্দন হয় ৬০ থেকে ১০০ বার।৬০ এর নীচে হলে বা ১০০ এর অধিক হৃদস্পন্দন হলে তাকে অনিয়মিত হৃদস্পন্দন বলে।
√ Arrythmia Disease এর প্রকারভেদঃ
(১) Bradycardia (মৃদু হৃদস্পন্দন)
(২)Tachycardia (অস্বাভাবিক দ্রুত হৃদ স্পন্দন)
√ Arrythmia Disease এর কারনসমূহঃ
(১)করোনারী ধমনী সংক্রান্ত রোগ। (২)হৃদপিন্ডের কপাট (ভাল্ব) সংক্রান্ত রোগ। (৩)ঔষধের অপব্যবহার। (৪)শারীরিক ও মানসিক চাপ। (৫)জন্মগত হৃদপিন্ডর ত্রুটি।(৬)ধুমপান।
(৭)উচ্চ রক্তচাপ।(৮)বহুমূত্র। (৮)অতিমাত্রায় অ্যালকোহল বা ক্যাফিন সেবন।(১০)থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। (১১)হৃদপিন্ডের কাঠামোগত পরিবর্তন।
√ Cardiac Arrythmia রোগের প্রাথমিক লক্ষণসমূহঃ
(১)মৃদু হৃদস্পন্দন (Bradycardia) রোগের লক্ষণসমূহঃ
(১)মাথা ঘোরা। (২)মাথা হালকা বোধ হওয়া। (৩)অজ্ঞান হয়ে যাওয়া।
(২)অস্বাভাবিক দ্রুত হৃদ স্পন্দন (Tachycardia) লক্ষণসমূহঃ
(১)বুক ধড়ফড় করা।(২)বুক ব্যথা করা।(৩)শ্বাসকষ্ট (৪)হালকা মাথা ব্যথা।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১)N.S = যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় টক্সিন নিস্ক্রিয়করণে সাহায্য করে থাকে।
(২)C.F=করোনারী ধমনীর স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(৩)M.P= হৃদপেশী ও করোনারী ধমনীর আক্ষেপিক টানজনিত প্রদাহ নিয়ন্ত্রণসহ সেরোটোনিন উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়ায় মানসিক উন্নয়নে সাহায্য করে থাকে।
(৪)K.P=হৃদপেশীর স্নায়ুর স্বাভাবিক কার্যকর শক্তি বৃদ্ধিসহ মস্তিষ্কের স্নায়ুর ইলেক্ট্রোলাইট উন্নয়ন প্রক্রিয়ায় মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.