BERBERIS AQUIFOLIUM ( বার্বেরিস একুইফোলিয়াম)
# Botanical Name : Mahoni Aquifolium
#Common Name : Oregon Grape, Berberis Nervosa, Holly Mahonia, Mountain Grape, Oregon Mountain, Wild Oregon Grape.
********************************************
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Isoquinolin Alkaloids: (Berberine, Berbamine, Oxyacathine, Herbamine)
√ Tannins
√ Minerals : Copper, Sodium, Silicon, Zinc.
√ Vitamin,: Vitamin C.
# উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
(১) স্থানীয় অন্ঞ্চলের জীবানু নাশক।
(২) অ্যান্টিঅক্সিডেন্ট।
(৩) প্রদাহ নাশক।
(৪) কোষ্ঠ পরিস্কারক।
(৫) যকৃতের শক্তিদায়ক।
(৬) যকৃত কোষের প্রতিপালক।
(৭) চর্মের শক্তিদায়ক।
(৮) রক্ত পরিস্কারক।
(৯) ইমিউন পদ্ধতির উন্নয়ন।
(১০) পিত্ত নিঃসরক।
(১১) কিডনির প্রদাহ নিয়ন্ত্রণ।
#রাসয়নি উপাদান Berberine- এর কার্য প্রক্রিয়াঃ
(১) Gram Possitive & Gram Negative Bacteria, Fungal (Albican Candadis,Tricomonas Vaginalis) ধ্বংশ করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রোগ নিরাময়ে সাহায্য করে।
(ব্যাক্টেরিয়া ও ফাংগালসমূহ হচ্ছে) Staphylococcus, Streptococcus, E.Coli, Entamoeba Histolytica, Trichomonas Vaginalis, Giardia Lamblia, Vibrio Cholerae.
(ক) চক্ষু সংক্রমন রোগ নিরাময় করে।
(খ) সংক্রমণজনিত যোনীপথের প্রদাহ নিরাময় করে।
(গ) সংক্রমণজনিত মুখ গহ্বর ও গলায় ক্ষতজনিত প্রদাহ নিরাময় করে।
(ঘ) মূত্রতন্ত্রের সংক্রমণজনিত রোগ Pyelonephritis, Nephritis, Kidney Cyst, Hydronephrosis, Glumerulonephritis, Haemturia) প্রদাহ ও রোগ নিরাময় করে। এছাড়া Kidney Stone,Bladder Stone অপসারণে কাজ করে।
(ঙ)পরিপাক সংক্রান্ত অন্ঞ্চলের উপরিভাগের H.Pyloric অংশের প্রদাহ নিরাময় করে।
(চ)সংক্রমনজনিত ডায়রিয়া রোগ নিরাময় করে।
ইমিউন পদ্ধতির বিপর্যয়জনিত চর্মরোগ (Autoimmune Skin Disease)
★ Behcet’s Disease,
★Dermatitis
★Herpetiformis Dermatomyositis
★Lichen Planus
★Linear IgA Disease,
★Lupus,
★Scleroderma,
★Ocular Cicatrical Pemphigoid,
★ Bullous Pemphigoid
★Pemphigus
★Vasculitis
★ Psoriasis
★Epidermolysis Bullosa নিরাময় করে থাকে। এছাড়া একজিমা,ব্রণ নিরাময় করে।
(৩) এনজাইম সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে।
(৪) পিত্ত প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় ফ্যাট বিপাকে সাহায্য করে।
(৫) ভাইরাস (A,B,C,D,E) নিস্ক্রিয়করন প্রক্রিয়ায় হেপাটাইটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
(৬) Liver Congetion, Hepatomegaly, Hepatosplenomegaly, Cystic Fibrosis রোগ নিরাময় করে থাকে।
(৭) Leukopania(রক্তস্তরে শ্বেত কনিকার সংখ্যা কমে যাওয়া) রোগীর ক্ষেত্রে রক্ত প্রবাহে নিউট্রোফিল ও লিম্ফোসাইট কনিকাদের উন্নয়ন বৃদ্ধি করে। অস্থিমজ্জায় স্টীম কোষের সংখ্যা কমায়।
# রাসায়নিক বিশ্লেষণের আলোকে শ্রেণী বিভাজনঃ
# Super Effective (Grade-1) Disease (সর্বাধিক কার্যকর যে সব রোগসমূহে)
√ যকৃত সংক্রান্ত রোগসমূহ।
#Most Effective(Grade-2)
(সবচেয়েে কার্যকর যে সব রোগসমূহে)
√ চর্মরোগ সংক্রান্ত রোগসমূহে।
√ মূত্রতন্ত্র সংক্রান্ত রোগসমূহে।
# General Effective(General Grade)
( সাধারণ কার্যকর যে সব রোগসমূহে)
√ ব্যাক্টেরিয়াল,ফাংগাল সংক্রান্ত অন্যান্য রোগসমূহে।
সমস্যা আছে ? সমাধানের পথও আছে। “হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।******* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471 Syed homoeo Hall forest rode,madrasha market,Sherpur,bogura. WWW.Amarhomoeo.com/01721418696,01934981471 Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat