অটোইমিউন হেপাটাইটিস
( Autoimmune Hepatitis)
***************************************
(১)N.S (২)C.S (৩)SIL (৪) F.P
Chemical Analysis & Application of plants Medicine- এর গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় “বায়োকেমিক কম্বিনেশনের আধুনিক ধারা” পুস্তক প্রনয়নে রোগ সম্পর্কিত বিষয় বায়োকেমিক প্রয়োগ নুতন সংযোজিত অংশ উপস্থাপন করেছেন।
শরীরের প্রতিরোধক ব্যবস্থাপনা যখন যকৃতের কোষসমূহ আক্রান্ত করে তখন যকৃতের এই প্রদাহিত অবস্থাকে বলা হয় অটোইমিউন হেপাটাইটিস। অটোইমিউন হেপাটাইটিস দীর্ঘমেয়াদী কোন রোগ নয়,কিন্তু জটিল ও সাংঘাতিক। কম সময়ের মধ্যে যকৃতের কার্যক্রম বন্দ করে দিতে পারে।
# অটোইমিউন হেপাটাইটিসের প্রকারভেদঃ
(১) এই প্রকার অটোইমিউন হেপাটাইটিস বেশীরভাগ লোকের মধ্যে দেখা যায়। অধিকাংশ লোকের মধ্যে ইমিউন পদ্ধতির বিপর্যয় রয়েছে যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস, সিলিয়াক রোগ ইত্যাদি।
(২) এই প্রকার অটোইমিউন হেপাটাইটিস বেশীরভাগ ক্ষেত্রে শিশু ও যুবকদের প্রভাবিত করে। তা ছাড়া প্রাপ্তবয়স্কদের হতে পারে।অন্যান্য অটোইমিউন বিপর্যয়জনিত রোগের সাথে সহবস্থান করতে পারে।
√অটোইমিউন হেপাটাইটিসের কারনসমূহঃ
(১) ভাইরাস, ব্যাক্টেরিয়াসহ অন্যান্য প্যাথজেন আক্রান্তের ইতিহাস থাকলে।(২) অটোইমিউন হেপাটাইটিসের পারিবারিক ইতিহাস থাকলে।(৩) কিছু নির্দিষ্ট ঔষধের ব্যবহার যেমন অ্যান্টিবায়োটিক মিনোকুকলিন
(৪) অন্যান্য অটোইমিউন বিপর্যয় সৃষ্ট ব্যধি থেকেঃ
(ক) থাইরয়েড গ্রন্থির প্রদাহ ( Thyroiditis). (খ) থাইরয়েড গ্রন্থির রোগ- গ্রাভেস রোগ (Graves Disease).
(গ) কোলনের ক্ষতকর প্রদাহ (Chronic Ulcrative Colitis)(ঘ) সিলিয়াক রোগ (Celiac Disease) (ঙ)রিউম্যাটয়েড বাত (Rheumatoid Arthritis)(চ) মেগালোব্লাস্টিক রক্তশূন্যতা (Megaloblastic Anemia) (ছ)অটোইমিউন হিমোলাইটিক রক্তশূন্যতা ( Autoimmune Hemolytic Anemia)(জ)সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস (Systemic Lupus Erythematosis)(ঝ) স্কেলেরোডারমা (Scleroderma)(ঞ) Sjogren’s Syndrome
(ট) প্রদাহজনিত পেটের রোগ (Inflammatory Boil Disease)(ঠ) ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus)
√ অটোইমিউন হেপাটাইটিসের লক্ষণসমূহঃ
(১) ক্লান্তি / শ্রান্তি।(২) উদরে অস্বস্তিবোধ।(৩) সন্ধিতে বেদনা।
(৪) যকৃত বৃদ্ধি। (৫) প্লীহা বৃদ্ধি। (৬) পিত্ত পাথর।(৭) বমি এবং বমিভাব।(৮) ক্ষুধাহীনতা।(৯) চর্ম হলুদ বর্ন এবং চোখ সাদা।(১০) ঘোর বর্নের প্রস্রাব।(১১) মহিলাদের ঋতুস্রাব হ্রাস পায়।(১২) গাত্র চর্মে ফুসকুড়ি।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
১)N.S = যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(২)C.S = ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় অটোইমিউন বিপর্যয় নিরাময়ে সাহায্য করে থাক।
(৩)SIL=ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় অটোইমিউন বিপর্যয় নিরাময়ে সাহায্য করে থাক।
(৪) F.P=অক্সিজেন সরবরাহের প্রক্রিয়ায় ইমিউন পদ্ধতির উন্নয়নসহ প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.