Alcoholic Hepatitis
(অ্যালকোহলিক হেপাটাইটিস)
***************************************
(১)N.S (২)C.S (৩)F.P
অ্যালকোহলের রাসায়নিক উপাদানসমূহ দ্বারা যকৃত কোষসমূহ ক্ষতিগ্রস্তের ফলে যে প্রদাহ সৃষ্টি হয় তাকে
অ্যালকোহলিক হেপাটাইটিস।
√অ্যালকোহলিক হেপাটাইটিসসের কারণসমূহঃ
প্রকৃত পক্ষে অ্যালকোহল হল অ্যালকোহলিক হেপাটাইটিসসের প্রধান কারণ।শারীরিক প্রক্রিয়ায় অ্যালকোহল রাসায়নিক উপাদান ভেঙ্গে বিষাক্ত রাসায়নিক উপাদান সৃষ্টি করে।এই বিষাক্ত রাসায়নিক উপাদান প্রদাহ সৃষ্টির প্রক্রিয়ায় যকৃত কোষ ক্ষতিগ্রস্ত করে।
√অ্যালকোহলিক হেপাটাইটিসের লক্ষণসমূহঃ
যকৃতের ক্ষতিগ্রস্ত মাত্রার ভিত্তির উপর লক্ষণ পরিবর্তিত হয়। যকৃত ক্ষতিগ্রস্ত কম হলে লক্ষণ অনুভূত হয় না।ক্ষতিগ্রস্ত মাত্রা বেশী হলে লক্ষণ অনুভূত হয়।
(১)ক্ষুধা পরিবর্তিত হয়।(২)মুখ গহ্বর শুস্ক।(৩)ওজন কমে যাওয়া।(৪) জন্ডিস(গুরুতর ক্ষেত্রে জন্ডিস বৃদ্ধি পায়)।
(৫)বমি ও বমি বমিভাব।(৬)ওজন কমে যাওয়া।
(৭)উদরের উপরের অংশ বেদনা।(৮)জ্বর। (৯)সহজে রক্তপাত।(১০)মানসিক পরিবর্তন(মস্তিষ্কের কর্মহীনতা,বিভ্রান্তি, চেতনার স্তর কমে যাওয়া,ক্লান্তি)।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১)N.S =যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় টক্সিন নিস্ক্রিয়করণে সাহায্য করে থাকে।
(২)C.S = ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় টক্সিন নিস্ক্রিয়করণে সাহায্য করে থাকে।
(৩)F.P=রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে।