ধাতু দুর্বল্য ও ধ্বজভঙ্গ
ধাতু দুর্বল্য ও ধ্বজভঙ্গ
রোগ বিবরন : যৌবন কালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্রক্ষয় হস্তমেথুন ঘন ঘন স্বপ্ন দোষ অতিরিক্ত স্ত্রী সহবাস কোষ্টবদ্ধ অর্শ কৃমি প্রকৃত রোগে
এই পীড়া হইতে পারে । তবে অতিরিক্ত শুক্র ক্ষয়ই ইহার মূল কারন ।জননেন্দ্রিয় এতই দুর্বল হইয়া পরে যে শুক্রেয় ধারন ক্ষমতা কমিয়া যায় ।বাহ্যে প্র্রস্রাবে বসিয়া কোথ দিলে শুক্র বাহির হইয়া পড়ে ।স্ত্রী লোকের সঙ্গে আলিঙ্গন স্পর্শ দর্শন কিংবা মনে মনে ভাবিল্ও বীযপাত হইয়া পড়ে যায় ।ইহাতে জননেন্দ্রিয় ছোট ও বক্র হইয়া পড়ে ।হ্রৎস্পন্দন মাথা ধরা অকাল বাধ্যক্য ।ধ্বজতঙ্গ রোগের আবির্ভাব হয় ।তবে স্বরন রাখা উচিত অমিতাচার হস্তমেথুন স্বপ্ন দোষ ইত্যাদি কারনে ধাতু দুর্ব্ল্য রোগ অল্প সময়ে আরোগ্য হয় না ।তাই কিছু অধিক দিন ঔষধ ব্যবহারে করিতে হয় ।
চিকিৎসা
ক্যালিডিয়াম (Caladium) : বহু দিন পযন্ত স্বপ্ন দোষ হইতে হইতে পরিশেষে ধ্বজভঙ্গ ঘুমের মধ্যে প্রবল লিঙ্গ উথ্থান ।ঘুম থেকে জাগিলে লিঙ্গ শিথিল হইয়া পড়ে ।স্ত্রী সহবাসে ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্ত ক্ষতহীন ।সহবাস কালে লিঙ্গ কালে শক্ত হয় না ।যদি ও সামান্য ফোটা করে সামান্য জলের সঙ্গে পত্যহ তিন বার ।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা করে সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন বার ।1x 2x বা 3x উপকারী ।
লাইকোপিাডিয়াম (Lycopodium) : হস্তমেথুন স্বপ্ন দোষ কিংবা অত্যাধিক স্ত্রী লইয়া সোহাগ আলিঙ্গন করিলে ও লিঙ্গ উথ্থুন হয় না ।যদিও কিছু হয় পরক্ষয়েই উপকার হয় ।
সেবন বিধি : শক্তি 200 1m আরো উচ্চ শক্তি অধিক ফল দায়ক ।সপ্তাহে বা পক্ষকাল অন্তর সকাল বিকাল দুই বার ।
সেলিনিয়াম (Selenium) : এই ঔষধটি শুক্র তারল্য বা ধ্বজভঙ্গ পীড়ায় সুনামের সহিত ব্যবহারে হইতেছে ।চলিতে ফিরিতে পায়খানায বসিয়া কোথ বীয পাত হইয়া যায় ।অসাড়ে রেতপাত হইয়া রোগী জীর্ণ শীর্ণ দুর্বল হইয়া পড়ে ।চোখ মুখ বসিয়া যায় ।
সেবন বিধি : শক্তি 3x বা 6 প্রত্যহ তিন বার ।30 ,200 ও উপকারী ।
কোনিয়াম (Conium) : স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত অধিক কিন্ত সহবাসে অক্ষম ।স্ত্রী লোক দেখিলে কাছে বসিলে এমনকি মনে মনে ভাবিলেও বীযক্ষয় করিয়া কিংবা যাহারা বারংবার প্রমেহ রোগে আক্রন্ত হইয়া ।সহবাস কালে যদিও লিঙ্গ উথ্থুন হয় ।সোহাগ আলিঙ্গনের সময় শিথিল হইয়া পড়ে ।ইচ্ছা ও হয় ।শক্তি আছে তবুও যাহারা অধিক দিন কাম রিপু দমন করিয়া রাখে তাহাদের ধ্বজভঙ্গ পীড়ায় কোনিয়াম অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 200 1m আরো উচ্চ শক্তি ২-৪ মাত্রাই উপকার হয় ।
এগনাস কাষ্ট (Agnus Castus) : অবেধভাবে বীযক্ষয় করিয়া কিংভা যাহারা বারংবার প্রমেহ রোগে আক্রান্ত হইয়া ধব্জভঙ্গ পীড়ায় আক্রান্ত হইয়া পড়িয়াছে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা ও সত্বে ও ক্ষমতাহীন ।আবার কাহারো সঙ্গম পড়িয়াছে ।স্ত্রী লোকদের শিথিল ঠান্ডা আকারে একবারে ছোট বাকা এই ঔষধ তাহাদের জন্য অতি মূল্যবান ।
সেবন বিধি ; শক্তি 30 বা 200 ২-৪ অর্ধ ছটাক জলের সাথে প্রত্যহ চার বার ।
এসিড ফস (Acid Phos) : যে সকল যুবক বয়স অফেক্ষা শীঘ্র বাড়িয়া উঠে শীঘ্র বীযকপাত হইয়া যায় ।এসিড ফস তাদের পরম বন্ধু ।
সেবন বিধি : শক্তি Q ৫-৬ ফোটা সামান্য জলের সঙ্গে প্রত্যহ তিন বার আহারের পর আরো উচ্চ শক্তি উপকার হয় ।
কার্বোনিয়ম সালফ Carbonium Sulph) ; জ্ঞাত বা অজ্ঞাতের বীযস্থান হইয়া ধ্বজভঙ্গ ।লিঙ্গ আকারে ছোট স্ত্রী সহবাসের ইচ্ছা হয় না ।যদি ও সামান্য ইচ্ছা হয় অল্প স্থায়ী মনে কষ্ট ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রত্যহ তিন বার ।
স্যালিক্স নায়গ্রা (Salix Nig): হস্তমেথুন স্বপ্নদোষ বাহ্যে প্র্স্রাবের সময় শুক্রস্থলন জনিত ধাতুর্বল্য স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্ত ক্ষমতাহীন রোগীদের উৎকৃষ্ট ঔষধ ।সময় সময় কোমরে বেদনার জন্য চলিতে ফিরিতে কষ্ট হয় ।অতিরিক্ত স্ত্রী সহবাসের ইচ্ছা দমন করিতে ও ধাতুদুর্বল্যে এই ঔষধ উত্তম কাযকারী ।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা সামান্য জলের সহিত প্রত্যহ তিন বার ।
ইয়োহিম্বিনাম (Yohimbinum) : ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগে এই ঔষধ সেবন করিলে অল্প দিনের শধ্যেই রতি শক্তি বৃদ্ধি পায় ।অনিচ্ছা সত্তে লিঙ্গ জলের ঘন ঘন প্রস্রাবের ব্যাধি দূর হয় ।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা এক ছটাক জলের সহিত দিনে তিন বার ।
টিটানিয়ম (Titanium) : সঙ্গম শক্তির দুর্বলতা বশত স্ত্রী সহবাস কালীন অতি শীঘ্র বীযপাত হইয়া গেলে টিটানিয়াম একটি উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি 3x বা 6 ,30 প্রত্যহ তিন বার কিছু দিন সেবন করিলে সঙ্গম ক্রিয়ার বৃদ্ধি হয় ।
ইন্ডয়াম (Indium) : স্ত্রী সহবাসের ইচ্ছা কম ক্ষমতা ও কম জননেন্দ্রিয় দুর্বলতা বশত সহবাসকালের সময় অতি বীযপাত হইয়া থাকে । মনে কোন সুখ পায় না ।
সেবন বিধি : শক্তি 3x বা 6 দিবসে তিন বার ।
নুপার লুটিয়া (Nuphar Lut) : কাম উত্তেজক কথায় কিংবা অল্প উত্তেজনায় অসাড়ে বীযপাত হইয়া যাহাদের ধ্বজভঙ্গ পীড়া হইয়াছে ও মল ত্যাগ কালীন অসাড়ে শুক্র জ্বলন হইয়া রমন ইচ্ছা কমিয়া গিয়াছে ইহা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য ।
সেবন বিধি : শক্তি Q ৫-৬ ফোটা করিয়া প্রত্যহ ৪ বার ।
টার্নেরা (Turnera) : ইহা শুক্র বর্ধক ঔষধ ।যাহাদের পুরুষত্ব কমিয়া গিয়াছে ।লিঙ্গ ভাল ভাবে উত্তেজিত হয় না ।অথাৎ ধাতু দুর্বল্য পীড়ায় উক্ত ঔষধ নিয়মিত রুপে কিছু দিন পর সেবন করিলে উৎকৃষ্ট ফল পাওয়া যায় ।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা সামান্য জলসহ প্রত্যহ তিন বার ।
এভেনা স্যাট (Avena Sat) : হস্তমেথুন স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত শারীরিক দুর্বলতা ও ধ্বজভঙ্গ পীড়ায় ইহা ব্যবহার করিয়া যথেষ্ট উপকার পাইয়াছি ।
সেবন বিধি : শক্তি Q ১০/১৫ ফোটা অর্ধ ছটাক গরম জলসহ প্রত্যহ সকাল বিকাল দুই বার ।
উইদানিয়া (Withania) : ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ পীড়ার উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা অর্ধ কাপ গরম দুধের সহিত দিবসে তিন বার সেবন করিলে উপকার হয় ।ধাতু দুর্বল্য ধ্বজভঙ্গ অল্প দিনে আরোগ্য হয় না ।অধিক দিন ঔষধ সেবন করিতে হয় ।
ফসফরাস (PhosRhorus) : সুন্দর লম্বা ছিপছিপে গড়ন চালাক তীক্ষ বৃদ্ধি কোমল মন সামান্য কারনে মনে ব্যথা ।কোল কুজো হাটিতে সামান্য নুয়ে চলে এই ধাতু রোগী ধ্বজভঙ্গ ।সঙ্গম ইচ্ছা খুব অকাল প্রবল কিন্ত ভালভাবে লিঙ্গ উথ্থান দিবসে যদিও না সহবাস কালীন লিঙ্গ শিথিল হইয়া পরে ।ইত্যাদি লক্ষনে ইহা অমোঘ ।
সেবন বিধি : শক্তি 200 বা 1m সকাল বিকাল দুই মাত্রা ।
ট্রিবিউলাস (Tribulus) : শরীরে যখন যৌবন আসিতে আরম্ব করে কামকাতুরা হইয়া নিজ দেহের উপর অত্যচার শুরু স্বপ্ন দোষ বা অন্য কোন অবেধ ভাবে শুক্রক্ষয় করিয়া জননেন্দ্রিয় দুর্বলতা আংশিক ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হয় ।তখন এই ঔষধের Q ১০ ফোটা সামান্য জলসহ দিনে তিন বার সেবনে উপকার হয় ।
মসকাস (Moschus) : বহুমূত্র রোগী অত্যন্ত জীর্ণ হইয়া অকালে বৃদ্ধের মত হইয়া নিজ দেহের উপর ক্ষমতাহীন লিঙ্গ উত্থান কিছু আক্রান্ত বীযপাত হয় তখন এই ঔষধের Q রোগী ধ্বজভঙ্গ পীড়ায় মসকাম একটি উত্তম কাযকারী ঔষধ ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার ।
মেডোরিনাম (Medorihium) : গনরিয়া রোগে আক্রান্ত হইয়া ইনেজেকশন দ্বারা চিকিৎসা করাইয়া রোগ চাপা দেওয়ার ফলে ধ্বজভঙ্গ পীড়া হইলে প্রথমেই মেডোরিনাম দ্বারা চিকিৎসা আরম্ব করিয়া পরে লক্ষনে অনুযায়ী অন্য ঔষধ দ্বারা চিকিৎসা করিলে রোগী আরোগ্য হয় ।
সেবন বিধি : শক্তি 200 আরো উচ্চ শক্তি দুই মাত্রা ।
বাইওকেমিক চিকিৎসা
নেট্রাম মিউর (Natrum Mur) : স্ত্রীলোক দেখিলে কথা বলিলে এমনকি মনে মনে ভাবিলেও অসাড়ে ধাতু হইয়া যায় ।মল ত্যগ কালীন কিংভা অন্য সময়ে লিঙ্গ উত্তেজিত হইয়া তরল ধাতু নির্গত হয় ।লিঙ্গ ঢিলা হইয়া যায় ।
সেবন বিধি : শক্তি 12x হইতে আরো উচ্চ শক্তি চার বড়ি এক মাত্রা দিনে দুই বার ।
ক্যালি ফস (Kali Phos) : অতিরিক্ত বীযক্ষয় জনিত অনিদ্রা কাজ কর্মে অনিচচ্ছা ।জননেন্দ্রিয় দুর্বলতা পীড়ায় ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 12x ৩-৪ বড়ি এক মাত্রা প্র্ত্যহ দুই বার ।
সাইলেসিয়া (Silicea) : স্বপ্ন দোষ হস্তমেত্থুন অতিরিক্ত সহবাসের কুফল ধ্বজভঙ্গ পীড়া দিন রাতি কাম প্রবৃত্তির পীড়ায় দিন রাতি কাম লক্ষনে উপকারী ।
সেবন বিধি : শক্তি 12x ৩-৪ বড়ি এক দিনে দুই বার ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
এই রোগে কেবল ঔষধে আরোগ্য হওয়া অসম্বব যত দিন না রোগীর চরিত্র ভাল না হইবে । হস্তমেত্থুন কু-অভ্যস কামাতুর মনোভাব দূর করিতে হইবে। অশ্লীলযৌন বিষয়ক বই পাঠ বন্ধ করিতে হইবে। ধর্মগ্রন্থ পাঠ করা, ভাল সদা সৎ লোকের সঙ্গ করিবে। মুক্ত বায়ু সেবন করিবে । সকাল বিকাল সামান্য ব্যয়াম লঘু পুষ্টিকর আহার যথাঃ দুগ্ধ ঘৃত মাখন মাছ মাংস ডিম বিভিন্ন প্রকার ফল আহার করা বিধেয় ।
আমার ইউটিউব ভিডিও ডাউনলোড
www.amarhomoeo.com
Dr adnan sami homoeo pathy constellated
Imo what’s up bekash nambar 01721418696
হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া।