#সুবিধারজন্যকেন্টরেপার্টরিরমনেরপ্রধান #রুব্রিকগুলোবাংলাবর্ণমালাক্রমঅনুসারেসাজিয়েদেওয়াহলো-
১ অকাল পক্কতা-Precocity
২. অত্যানুভূতি-Sensitive
৩. অতি আগ্রহান্বিত-Ardent
৪. অতি ইন্দ্রিয়ভোগ হতে পীড়া-Sexual excesses, mental symptoms from
৫. অতি মদ্যপান প্রবৃত্তি-Dipsomania
৬. অতিরিক্ত অনুভুতি-Over sensitive
৭. অতি সচেতন, সামান্য বিষয় সম্বন্ধে-Consciention about trifles
৮. অর্থ অপব্যয় করে-Squanders money
৯. অদ্ভুত কিছু করতে ইচ্ছা-Strang things ,impulse to do
১০. অদ্ভুত ভাবভঙ্গী প্রকাশ করে-Attitudes, assumes strange
১১. অধ্যয়ন -Study
১২. অধৈর্য ভাব-Impatience
১৩. অজ্জনতা-Unconsciousness
১৪. অনধিকার চর্চাশীল-Meddlesome
১৫. অন্ধকারে বৃদ্ধি-Darkness agg
১৬. অন্য বিষয়ে নিবিষ্ট চিত্ত-Pre-occupied
১৭. অন্যমনস্ক-Absent minded
১৮. অনুধাবন করা কষ্টকর-Comprehension difficult
১৯. অনিষ্টকারক-Mischievous
২০. অন্যের দ্বারা বিরক্ত হতে চায় না-Disturbed, avers to be
২১. অনুশোচনা-Remorse
২২. অনুভূতিহীন-Unfeeling
২৩. অঙ্গভঙ্গী করে-Gestures, make
২৪. অপরকে ঠাট্টা করোর বাতিক-Redicule maria to
২৫. অনুসন্ধিৎসু-Inquisitive
২৬. অন্তদর্শন -Introspection
২৭. অপরাধ গ্রহন করে সহজেই-Offended easily
২৮. অপরিনামদর্শিতা-Imprudence
২৯. অপরিচিত মনে হয় লোকটিকে-Stranger, sensation as if one were a
৩০. অপ্রবোধনীয়-Inconsolable
৩১. অপ্রসন্ন-Sulky
৩২. অবজ্ঞারর সঙ্গে ছিটকায় প্রত্যেকের প্রতি-Sneers at everyone
৩৩. অবাধ্যতা-Disobedience
৩৪. অবাধ্যতা-Pertinacity
৩৫. অবাস্তব, সবকিছুকে মনে করে-Unreal every things seems
৩৬. অবসাদ-Dejection
৩৭. অব্যবস্থিত চিত্ততা / অস্থির সংকল্পতা-Irresolution
৩৮. অবিবেচনা-Indiscretion
৩৯. অবিরত গনণা করে-Counting continually
৪০. অবিশ্বাসযুক্ত-Distrustful
৪১. অভিনিবিষ্ট চিন্তা সমাহিত-Absorbed, burjed in thought
৪২. অভিসাম্পাত দেয়-Cursing
৪৩. অভিনিবেশ-Attention
৪৪. অভিভূত-Stunned
৪৫. অমনোযোগী-Listless
৪৬. অমনোযোগী-Headless
৪৭. অমঙ্গল আশঙ্কা পীড়া থেকে-Anticiption complaints from
৪৮. অমঙ্গল সম্বন্ধে পূর্বাভাষযুক্ত-Forebodings
৪৯. অমানষিকতা-Inhumanity
৫০. অমিতব্যয়িতা-Extravagance
৫১. অযোগ্য, বস্তু সমূহকে মনে করে-Unworthy. obyect seem.
৫২. অশ্লীল-Obscene
৫৩. অশ্লীল ব্যবহার-Lewdness
৫৪. অসতর্ক-Careless
৫৫. অসহায় ভাবের অনুভূতি-Henplessness feeling of
৫৬. অশিষ্ট-Impertinence
৫৭. অশিষ্ট ব্যবহার-Rudeness
৫৮. অসত্যবাদীতা-Urtruthful
৫৯. অসন্তোস প্রকাশ করে-Grumbling
৬০. অসন্তষ্ট, অসুখী, অতৃপ্ত প্রভূতি-Discontented, displeased disatisfied etc
৬১. অসাড়ভাব-Benumbed
৬২. অস্থির-Fidgty
৬৩. অস্থিরতা, স্নায়বিক-Restlessness, nervousness
৬৪. অসুখী-Displeased
৬৫. অহমিকা-Egotism
৬৬. আকাঙ্খা -Apprehensions
৬৭. আকার সম্বন্ধে ভুল ধারণা-size incorrect judge
৬৮. আকর্ষণ যোগ্য নহে সব কিছু মনে হয়-Unattaractive things seem
৬৯. আক্ষেপ করে-bemoaning
৭০. আঁকড়ে ধরে ব্যক্তি অথবা আসবাবপত্রকে -clingin to person or furniture
৭১. আগুন লাগাতে চায় জিনিসপত্রে -Fair want’s to set things on
৭২. আঘাত করে -striking
৭৩. আঘাত করা, একা থাকতে ভয়, পাছে নিজেকে কেউ আঘাত করে বসে-injure fears to be left alonge lest he should him self
৭৪. আঁচড়ায় হাত দিয়ে -scratches with hand
৭৫. আচ্ছন্ন নিদ্রা -stupor
৭৬. আতঙ্ক -Dread
৭৭. আত্মবিশ্বসের অভাব -confidence, went of self
৭৮. আত্মহত্যার প্রবৃত্তি -surcidal disposition
৭৯. আর্তনাদ করে -Groaning
৮০. আর্তনাদ করে -Howling
৮১. আনন্দ -pleasure
৮২. আনন্দভাব, উল্লাস, প্রসন্নতা ইত্যাদি-Mirth, hilarty,k livelins etc
৮৩. আনন্দ অত্যাধিক অসুস্থতার ফলে-Joy ailments from exces’ve
৮৪. আনন্দভাব-exaltation
৮৫. আন্তরিকতা -Eamestress
৮৬. আনুন্দিত, সুখী, খুসি-Cheerful, gayhappy
৮৭. আবেগ প্রবণ -Emotional
৮৮. আবেগ প্রবণ-Impulsive
৮৯. আবেগ-Impulse to distroy himself
৯০. আমোদ, প্রমোদ, বিনোদন -Intertanment
৯১. আমোদ-প্রমোদে উপশম-Diversion, amel
৯২. আমুদে বীতস্পৃহ-Anwsement, aristo
৯৩. আরোগ্য সন্দেহপূর্ণ-Doubtful recovery of
৯৪. আলস্য -Indolence
৯৫. আলাপ আলোচনায় বৃদ্ধি -Conversation agg
৯৬. আলোক পাইতে চায় -light desire for
৯৭. আলিঙ্গন করে সঙ্গীগনকে-Embraces, companions
৯৮. আশাযুক্ত-Hopeful
৯৯. আশাশূন্য-Hopeless
১০০. আহার করতে অস্বীকার করে-Eat, refuses to
১০১. ইচ্ছা শক্তি প্রতিবাদ করে -Well, contradictionof
১০২. ইচ্ছা করে -Desirs
১০৩. ইন্দ্রেয় শক্তির মন্থরতা -torpor
১০৪. উগ্রস্বভাব-Headstrong
১০৫. উচ্চ চিৎকার করে -Shrieking
১০৬. উচ্চাকাঙ্খা লুপ্ত-Ambition loss of
১০৭. উচুস্থানে বৃদ্ধি -High place agg
১০৮. উজ্জল বস্তু দেখলে বৃদ্ধি -shining object agg
১০৯. উত্তর দেয় আকস্মাতে সংক্ষেপে রুঢ়ভাবে-Answer, abruptly, shortly, cartly
১১০. উত্তেজনা, উত্তেজনা প্রবণতা-excitement excitable
১১১. উত্তেজনা প্রবণতা-treritability
১১২. উত্তেজনা পূর্ণ গল্পে বৃদ্ধি-stories exciting agg
১১৩. উত্তেজিত করে অপরকে -tnciting others
১১৪. উদ্ধত-Insolent
১১৫. উদ্ধত প্রকৃতির -Haughty
১১৬. উদ্বিগ্ন-Discocerted
১১৭. উন্মাদ, পাগলামী-Insanity
১১৮. উন্মাদ মদ্যোপানজনিত-Mamia a potu
১১৯. উলঙ্গ হতে চায়-Naked wants to be
১২০. উল্লাস -Helarity
১২১. উল্লাস-Exhilaration
১২২. উপহাস যোগ্য কাজকর্ম -Radiculous action
১২৩. উৎকণ্ঠা-Anxiety
১২৪. উৎসাহহীনতা-Apathy
১২৫. উৎকট ভাবভঙ্গী করে-Artics
১২৬. একাকীত্ববোধ করে-Loneliness
১২৭. একগুয়ে -obstinate
১২৮. ঔদ্ধত্য -Arrogance
১২৯. উৎসাহহীনতা ইত্যাদি-Indifference , apathy etc
১৩০. কটুভাষী-Abusive
১৩১. কঠিন হৃদয়-Hardhearted
১৩২. কথা বলা গড় গড় করে -spech babbling
১৩৩. কথা বলে আপন মনে-Talk to himself
১৩৪. কথা বলতে ইচ্ছা করে কারো সঙ্গে-Talk, disire to to some one
১৩৫. কথা বলা উহাতে লক্ষণসমূহ বৃদ্ধি-Talking, complaints all agg
১৩৬. কবিতা রচনা করে -verses make
১৩৭. কর্মগ্রহণ করে কিন্তু কর্মের উপযুক্ত ইচ্ছা শক্তির অভাব-
undertakes lack will power to undertake
১৩৮. কর্মশীলতা ইচ্ছা করে -Activity desires
১৩৯. কপটতা-Duplicity
১৪০. কর্মব্যস্ততায় উপশম-occupation ,amel
১৪১. করুণা প্রকাশ করে নিজের প্রতি-pities herself
১৪২. কল্পনা বিলাস-theorizing
১৪৩. কল্পনায় ডুবে থাকে-fancies, absorbed in
১৪৪. কলহ প্রিয় -Quarrelsome
১৪৫. ক্ষুদ্রতর জিনিসপত্রকে দেখায়-Smaller, things fappear
১৪৬. ক্ষমতা প্রিয়তা -Love of power
১৪৭. কাতরতা প্রকাশ করে আর্তনাদ করে-Moaning groaring
১৪৮. কামনা করে, জিনিসপত্র উহা দিতে গেলে ফেলে দেয়-Longing for things which are rejected when offered
১৪৯. কামুকতা ভোগকামনা যুক্ত -Lasciviousness, luiful
১৫০. কাল্পনিক বস্তু খোজে -chases imaginary object
১৫১. কার্য, মানসিক কার্যে বিতৃষ্ণা -work aversion to mental
১৫২. কালো এবং অন্ধকার সব কিছুর প্রতি বিতৃষ্ণা -Black and sobre, everything that is , aversion to
১৫৩. কিছুই লক্ষ করে না -unobserving
১৫৪. কুকুরের ন্যায়-Barking
১৫৫. কুকুরের ন্যায় বিকট শব্দ করে-Growling like a dog
১৫৬. কুসংস্কারাচ্ছন্ন-Superstitions
১৫৭. কুৎসা করার প্রবৃত্তি-Slader disposition to
১৫৮. কৃতিনিশ্চয়তা -positiveness
১৫৯. কৃতকার্য হয় না কখনওই -succeeds never
১৬০. কৃত্রিম ব্যবহার -Facetousness
১৬১. কৃপন -Miserly
১৬২. কেউ তার সঙ্গে কথা বলুক তা চায না -spoken avers to being
১৬৩. কোঁ কোঁ শব্দ করে-croaking
১৬৪. কোন এক বিষয়ে পাগলামী-monomania
১৬৫. কোপন স্বভাব -Irescibility
১৬৬. ক্লান্তিভাবযুক্ত -wearisome
১৬৭. কোলে উঠে বেড়াতে চায়-Carried desire to be
১৬৮. ক্রীড়াশীল -playful
১৬৯. ক্লেশ পূর্ণ প্রত্যেককে তার রোগের কথা বলে-torments everyone with his compliants
১৭০. ক্লান্ত ভাব-Ennui Ennui
১৭১. ক্রন্দন করে অশ্রæপূর্ণ ভাব ইত্যাদি-Weeping tearful mood etc
১৭২. ক্রোধ খিটখিটে ভাব-Anger irasbility
১৭৩. খামখেয়ালী-Whimsical
১৭৪. খামখেয়ালী ভাব-Capviciousness
১৭৫. খামখেয়ালী মনোভাব-Eceentricity
১৭৬. খিটখিটে-petulant
১৭৭. খুতখুতে -scrupulous
১৭৮. খুতখুতে-Fastidious
১৭৯. খুন করার প্রবৃত্তি-Murders desire to
১৮০. খেয়ালী-fitful
১৮১. খেয়ালী মত চিন্তা করে -Reveries
১৮২. খোঁজ করে মেঝের উপর-Searchging on floor
১৮৩. গতি ভঙ্গি-Motions
১৮৪. গান করে -singing
১৮৫. গম্ভীর-solemn
১৮৬. গর্ব-Pride
১৮৭. গরম পোশাক গ্রীষ্মকালে পরে থাকে -Fur, wrps up in summer
১৮৮. গড়াগড়ি দেয় মেঝের উপর -Rolling on the floor
১৮৯. গাম্ভীর্য-Gravity
১৯০. গালাগাল করে Scolding
১৯১. গাড়ি ঘোড়ায় চড়তে অনিচ্ছুক-Riding ina carriage averse to
১৯২. গুম হয়ে চিন্তা করে -Brooding
১৯৩. গৃহকাতর -Home sickness
১৯৪. গোঁ গোঁ করে -Bellowing
১৯৫. গোপন কথা বলে ফেলে-Secrets , divulges
১৯৬. গোলমালে বৃদ্ধি-Noise avers to
১৯৭. ঘিনঘিন করে-Whining
১৯৮. ঘুরে বেড়াতে চায়-wander desire to
১৯৯. ঘুরে বেড়ায় উলঙ্গ হয়ে -Roving about naked
২০০. ঘৃণা-Hatred
২০১. ঘৃণা করে -Despises
২০২. ঘৃণা মিশ্রিত ক্রোধ-Indignation
২০৩. ঘৃণা পরায়ণ-conterptous
২০৪. ঘৃণা ক্রোধ হতে-scorn ailments from
২০৫. ঘোঁৎ ঘোঁৎ করে-Grunting
২০৬. চক্ষু মুদ্রিত করলে উপশম-closing eye amel
২০৭. চমকে উঠে হঠাৎ চকিৎ হয়-starting startled
২০৮. চন্দ্রালোকে-moonlight
২০৯. চঞ্চল-Fickle
২১০. চায় কোন কিছু জানতে কিন্তু সে যে কী চায় তা সে জানে না –
wants something he knos not what
২১১. চায়না কিছুই-Ask for nothing
২১২. চিন্তা করে অতীতের অসূখকর ঘটনা সম্বন্ধে-Dwells on past disagreable occurrences
২১৩. চিন্তা করতে অনিচ্ছা-thinking, aversion to
২১৪. চিন্তা গোপন করে-sectretive
২১৫. চিন্তা মৃত্যু সম্বন্ধে-Thoughts of death
২১৬. চিনতে পারেনা নিজের আত্মীয়গনকে-Recognize dosenot his relatives
২১৭. চিত্তবিক্ষেপ-Distraction
২১৮. চিৎকার করে-scream
২১৯. চিৎকার-exclamation
২২০. চিৎকার করে কাঁদে-wailing
২২১. চুম্বক স্পৃষ্ট হতে চায়-magnetize, desire to be
২২২. চুম্বুন করে প্রত্যেককেই-kisses every one
২২৩. চুরি করার অদম্য প্রবৃত্তি-kleptomania
২২৪. ছুটে বেড়ায়-Runs about
২২৫. ছুড়ে ফেলে জিনিসপত্র-Throws things away
২২৬. ছিদ্রান্বেষী দোষদর্শী-Censorious airtical
২২৭. জলাতঙ্ক-Hydrophobia
২২৮. জড়ভাবাপন্ন-phlegmatic
২২৯. জিদ করেনা কোন বিষয়েই -persista in nothing
২৩০. জিনিসপত্র টেনে ছিড়ে-Tears things
২৩১. জিনিসপত্র ভাঙ্গতে ইচ্ছা করে -Break things desire to
২৩২. জীবনে বিতৃষ্ণা-weary of life
২৩৩. জেদী-stubborn
২৩৪. ঝড় বজ্র পূর্বে বৃদ্ধি-thunder strom before
২৩৫. টেনে ধরতে চায় লোকের চুল-Pull, desire to pull ones hari
২৩৬. তর্ক পরায়ণ-contenti
২৩৭. তরান্বিতভাব-Hastiness
২৩৮. তার দিকে তাকানো সহ্য করতে পারে না -Looked at cannot bear to be
২৩৯. তাড়াতাড়ি-Hurry
২৪০. তীক্ষ্ণ বুদ্ধি-Acuteness
২৪১. তেজস্বী-High spirited
২৪২. তোষামোদ চায় -Flattery desire
২৪৩. দংশন প্রবৃত্তি-Biting
২৪৪. দানশীলতা-Benevolence
২৪৫. দ্বিধাভাব-Vacillation
২৪৬. দ্বিধাভাব -veneration
২৪৭. দিব্য দৃষ্টি -Clairvo yance
২৪৮. দীর্ঘশ্বাস ফেলে-sighing
২৪৯. দীর্ঘসূত্রতা-sluggishness
২৫০. দুর্দান্তভাব-wildness
২৫১. দুর্বলতা-weakness
২৫২. দুর্ভাগা নিজেকে মনে করে -unfortunate feels
২৫৩. দুষ্ট মতলব -wicked disposition
২৫৪. দুঃখ করে-complaining
২৫৫. দুঃসংবাদ হতে পীড়া-Badnews ailments form
২৫৬. দুশ্চিন্তা পূর্ণ-cares
২৫৭. দ্রæত চলে উৎকণ্ঠা হতে-walking rapidly from anxiety
২৫৮. দ্রæত ক্রিয়াশীল-Impetuous
২৫৯. দৃঢ় সংকল্প-Resolute
২৬০. দৈহিক পরিশ্রমে মানসিক লক্ষণের উপশম-Exercize, mental sympotoms amel by physical
২৬১. দোল খেলে উপশম-rocking amel
২৬২. দোষ ধরার প্রবৃত্তি যুক্ত -Faultfinding
২৬৩. ধনলিপ্সা -Avarice
২৬৪. ধ্বংস প্রবৃত্তি -distructiveness
২৬৫. ধর্মানুরাগ-Religius affections
২৬৬. ধর্মভাব রাত্রিকালীন -piety, nocturnal
২৬৭. ধর্মোন্মাদ -Fanaticsm
২৬৮. ধারণা বদলায়না-fixed notious
২৬৯. ধীরতা -slowness
২৭০. ধৃষ্টতা -Audacity
২৭১. নম্রতা-Mildness
২৭২. নতুন মনে হয় বস্তু সমূহ-New object seem
২৭৩. নাস্তিক ধর্মভাবের অভাব-Godless want of religious feeling
২৭৪. ন্যাক্কারজনক মনোভাব -Repulsive moode
২৭৫. নিচুমনা-Low minded
২৭৬. নিজের অঙ্গচ্ছেদ করতে চায়-mutilating his body
২৭৭. নিজ মতে দৃঢ় বিশ্বাসী-dogmatic
২৭৮. নিজের লক্ষণ বর্ণনা কালে বৃদ্ধি-Narrating her symptoms agg
২৭৯. নিজেকে নিঃসঙ্গ মনে করে -Abandoned
২৮০. নির্জনতা-Solitude
২৮১. নির্বাক-silent
২৮২. নির্বুদ্ধিতা-idiocy
২৮৩. নির্বোধ -Silly
২৮৪. নিরানন্দ-joyless
২৮৫. নিরুৎসাহ-Discouraged
২৮৬. নিশ্চিত বিশ্বাসী -Presumptuous
২৮৭. নিষ্ঠুরতা -Cruelty
২৮৮. নিহত হওয়ার ইচ্ছা -killed desir to be
২৮৯. নৃত্য করে -Dancing
২৯০. নৈতিক বোধের অভাব-Moral feeling, wants of
২৯১. নৈরাশ্য-Despair
২৯২. পরামর্শ গ্রহণ করেনা -saggestion will not receive
২৯৩. পরিবর্তনশীর -Changeable
২৯৪. পরিশ্রমী-Industrius
২৯৫. পরিত্যক্ত বোধ করে -forsaken feeling
২৯৬. পরিত্যাগ করে নিজের সন্তানকে-forsakes his own childreen
২৯৭. পলায়ন করতে চেষ্টা করে-Escape attempts to
২৯৮. পড়তে অনিচ্ছা-Reading avers to
২৯৯. পূর্ণ বিশ্বাস করার প্রবৃত্তি -confiding
৩০০. প্রকাশ করে দেয গোপন কথা-Reveal secrets
৩০১. প্রকাশ্যভাবে অবাধ্য-Defiants
৩০২. প্রগাঢ় চিন্তা-Meditation
৩০৩. প্রচÐ ক্রোধ-Fory
৩০৪. প্রচÐ ক্রোধ-Ruge fury
৩০৫. প্রচÐতা অতিশয় আবেগযুক্ত ইত্যাদি-violent vehement etc
৩০৬. প্রত্যাখ্যান করে যা চেয়েছিল-Refuses things asked for
৩০৭. প্রতারনা পরায়ণ -Deceitful
৩০৮. প্রতিকুল আচারী-contrary
৩০৯. প্রতিবাদ করার প্রবৃত্তিযুক্ত-contradict disposition
৩১০. প্রতিবাদ সহ্য করতে পারে না-contradiction is intolerent of
৩১১. প্রতিহিংসা পরায়ণ-Revengeful
৩১২. প্রতিহিংসা পরায়ণ-vindictive
৩১৩. প্রানবন্ত-lively
৩১৪. প্রভূত্ব ব্যঞ্জক-Dictatorial
৩১৫. প্রলাপ-delirium
৩১৬. প্রশ্ন, কথা বলার সময অবিরত -Questions, speaks continually in
৩১৭. প্রশান্ত-serene
৩১৮. প্রশান্তি-Tranquility
৩১৯. প্রসন্নভাব-Good humor
৩২০. প্রার্থনাশীল-Praying
৩২১. প্রাণবন্ত -vivacious
৩২২. প্রেম হতাশ প্রেম হতে পীড়া -Love aliments From disappointed
৩২৩. ফোঁপাই ফোঁপাইয়া কাঁদে-sobbing
৩২৪. বধিরতার বান -deafness pretended
৩২৫. বন্ধুজনোচিত নহে এরুপ মেজাজ -unfriendly humor
৩২৬. বন্ধু পরিত্যক্ত -Deserted
৩২৭. বর্ণসমূহের উপর বিরূপভাব লাল,-color, aversion to red, yellow,
৩২৮. সবুজ, হলুদ এবং কালো-green and black
৩২৯. বসে থাকা অনিচ্ছা -sitting aversion to
৩৩০. বসে থাকার প্রবৃত্তি-sit inclinationto
৩৩১. বসে থাকে শক্ত হয়ে-sits quite stiff
৩৩২. ব্যঙ্গ করে,-macking
৩৩৩. বাকরোধ-Aphasis
৩৩৪. বাঁচালতা-Talkiative
৩৩৫. বাঁচালতা-Loquacity
৩৩৬. বাঁচালতা প্রকাশ করে-Gossiping
৩৩৭. বাতিক পাগলামী-Mamia maness
৩৩৮. বিচ্ছিুন্ন সে যেন পরিবার হতে-Estroged, family from her
৩৩৯. বাহিরে যেতে বিতৃষ্ণা -going out aversions to
৩৪০. বিদ্বেষভাব-Resentment
৩৪১. বিদ্বেষ পরায়ণ -spiteful
৩৪২. বাড়ী যেতে চায়-Home desire to go
৩৪৩. বিবাহ, উহার কল্পনা অসহ্য -Marrige, the idea seemed urendurable
৩৪৪. বিভ্রান্ত করে বস্তু ও ধারণাসমূহ -confounding object and ideas
৩৪৫. বিমূঢ়ভাব, অলসভাব চিন্তা অনুধাবন করতে কষ্ট-dullness, sluggishness difficulty to thinking and comprehending
৩৪৬. বিরক্তি-vexation
৩৪৭. বিতৃষ্ণা-disgust
৩৪৮. বিব্রত-Embarrassed
৩৪৯. বিরক্তিকর-Irksome
৩৫০. বিরক্তিকর বিরুপ ভাব, কেউ কাছে এল-Aversion approached to being
৩৫১. বিরোধভাব নিজের প্রতি-Antagonism, with herself
৩৫২. বিলাপ করে চিৎকার করে কাতরতা প্রকাশ করে প্রভৃতি।-Lamenting bemoaning wailing etc
৩৫৩. বিশ্ব নাগরিক -cosmopolitan
৩৫৪. বিশ্রাম করতে পারে না সব কিছু ঠিক স্থানে না থাকলে
Rest can not when things are not in proper place
৩৫৫. বিশৃঙ্খলা-chaotic
৩৫৬. বিষন্ন-Gloomy
৩৫৭. বিষন্নতা, মানসিক অবসাদ –sadness menta depression
৩৫৮. বিষম ভয় -Horror
৩৫৯. বিষয় কর্মে বিতৃষ্ণা-Business avers to
৩৬০. বিষাদ-Melanchoty
৩৬১. বিষাদ-Grife
৩৬২. বিষাদ বায়ুগ্রস্থ-Hypochondriacal humor
৩৬৩. বিষাদিত-sorrowful
৩৬৪. বিষাদিত-morose
৩৬৫. বিস্মিত হয়, আনন্দে আদরের পরে-surprise pleasant affection after
৩৬৬. বিস্মৃতি পরায়ণ / ভুলে যায়-Forgetful
৩৬৭. বিকৃত বুদ্ধি-crazy
৩৬৮. বিহবল-Bewildered
৩৬৯. বিড়বিড় করে-Muttering
৩৭০. বুদ্ধিহীনতা -stupidity
৩৭১. বোকার ন্যায় ব্যবহার -Foolish behavior
৩৭২. ভগ্নোৎসাহ-Low sprits
৩৭৩. ভন্ডামী-Hypocrisy
৩৭৪. ভবিষ্যৎ বাণী-Prophesying
৩৭৫. ভয় -Fear
৩৭৬. ভয় দেখায়-threatening
৩৭৭. ভয়ংকর ব্যপার, দুখের কাহিনী গভীরভাবে বিচলিত করে।
Horrible things Sad stories affect her profoundly
৩৭৮. ভয় পায় সহজেই -frightened easily
৩৭৯. ভয় হতে পীড়া-fright compaints from
৩৮০. ভর্ৎসনা করে, রোগের পরে-Reproaches ailments after
৩৮১. ভর্ৎসনায় লক্ষণ সমূহ বৃদ্ধিপায়-Admonition agg
৩৮২. ভান করে -figning sick
৩৮৩. ভাবগম্ভীর -serious
৩৮৪. ভাবপ্রবণ-sentimental
৩৮৫. ভাল আছে বলে যখন সে কুব অসুস্ত -well says her when very sick
৩৮৬. ভাড়ের ন্যায় ব্যবহার করে -buffoonery
৩৮৭. ভিন্নমত যুক্ত -disagreeable
৩৮৮. ভীরুতা-Cowardice
৩৮৯. ভীরুতা-timidity
৩৯০. ভুল করেছে, যেন কিছু সবসময়েই -Forgotten something feels constantly as he had
৩৯১. ভুল করে-Mistake
৩৯২. ভ্রকুষ্টি করার প্রবণতা যুক্ত-Frown disposed to
৩৯৩. ভ্রমন প্রবৃত্তি-Travel desire to
৩৯৪. ভ্রান্তবিশ্বাস কল্পনা, ভ্রান্ত দর্শন বিভ্রম-Delusions imaginations hellucinations illusions
৩৯৫. মতলব করে বহু-plans make mery
৩৯৬. মদ্যপান করে-Drinking
৩৯৭. মনস্তাপ-Anguish
৩৯৮. মনঃকষ্ট রোগের পরবর্তী-Mortification, ailments after
৩৯৯. মনুষ্য বিদ্বেষ-Misanthropy
৪০০. মনুষ্যভীতি-men dread of
৪০১. মনুষ্যভীতি-Anthropophobia
৪০২. মনে করে সে যেন বড় কিছু করতে সক্ষম-Deeds feel as he could do great
৪০৩. মনের ছায়াচ্ছন্ন অবস্থা-cloudiness confusion
৪০৪. মনের বিশৃঙ্খল অবস্থা-confusion of mind
৪০৫. মনের বিক্ষিপ্ত ভাব-Abstraction
৪০৬. মনোভাব সুন্দর-Mood agreeable
৪০৭. মর্মবেদনা -chagrin
৪০৮. মনোসংযোগ ক্রিয়াশীল-Concentration active
৪০৯. মল,মেঝের উপরে ত্যাগকরে-feces passed on the floor
৪১০. মাতালের মত মনে হয়-Drunken seems as if
৪১১. মাতলামি-Intoxication
৪১২. মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি-wild feeling in head
৪১৩. মানসিক পরিশ্রমে বৃদ্ধি-Exertion agg from mental
৪১৪. মানসিক অবসাদ-Prostration of mind
৪১৫. মানসিক আলোড়ন-Agitation
৪১৬. মানসিক দুর্বলতা-imbecility
৪১৭. মানসিক পরিশ্রম সহ্য করতে পারে না -Mental effortys inability to sustain
৪১৮. মানসিক ধারণা প্রচুর পরিমাণে পরিচ্ছুন্নতা -ideas abundant clearness of mind
৪১৯. মিথ্যাচার কখনও সত্য বলে না কীবলে তা নিজেই জানে না-Lie neaver speak the truth does not know she is saying
৪২০. মিথ্যা দোষারোপ করা -calumniate, desire to
৪২১. মুখ, চেপে হাসে -Giggling
৪২২. মুখ ভঙ্গী করে -Grimaces
৪২৩. মুখ সকল দেখে-Face, see
৪২৪. মুত্যু ইচ্ছা করে -Death, desire
৪২৫. যথেষ্ট শাসনেচ্ছা-Dominering
৪২৬. যুদ্ধ করতে চায়-fight, wants to
৪২৭. যুদ্ধ সম্বন্ধে কথা বলে-Battles talk about
৪২৮. রক্ত বা ছুরির দিকে তাকাতে পারেনা-Blood cannot lookat or a knife
৪২৯. রসিক-witty
৪৩০. রসিকতা-Humors
৪৩১. রসিকতাপ্রিয়-Humorus/
৪৩২. রহস্যপ্রিয়-Jesting
৪৩৩. রোগের ভান-Affclation
৪৩৪. রুষ্ট স্বভাব-sullen
৪৩৫. লঘুচেতা -frivolous
৪৩৬. লজ্জাহীনতা-shameless
৪৩৭. লাজুক-shy
৪৩৮. লাজুক-Bashful
৪৩৯. লাফ দেয়-jumping
৪৪০. লাথি মারে-kicks
৪৪১. লিখতে অনিচ্ছা-writing
৪৪২. লুকাবার ইচ্ছা -hide desire to
৪৪৩. লুকায় , জিনিসপত্র -Hides things
৪৪৪. লোকসঙ্গে বিতৃষ্ণা-company aversion to
৪৪৫. লোভী/ লোলুপ-covetous
৪৪৬. শপথ করে -sweaing
৪৪৭. শয্যা খোঁটে-picking
৪৪৮. শয্যাবস্ত্র খোটে-craphologia
৪৪৯. শয্যার প্রতি বিতৃষ্ণা (উহা ত্যাগ করে)-Bed aversion to (shuns)
৪৫০. শান্ত মেজাজ -quiet disposition
৪৫১. শান্তভাব-calmness
৪৫২. শান্তভাব-Gentleness
৪৫৩. শিশুদের প্রতি বিতৃষ্ণা -Cheldren aversion to
৪৫৪. শিশুসুলভ ব্যবহার -childish
৪৫৫. শিষ্টাচার ভঙ্গের প্রবৃত্তি -livertinism
৪৫৬. শিষ দেয়-whistling
৪৫৭. শূন্যেপ্রসাদ নির্মাণ-Air castles
৪৫৮. সঙ্গীতে বিতৃষ্ণা-Music aversion to
৪৫৯. সঙ্গী বিচ্যুত থাকার অনুভূতি-Isolation sensation of
৪৬০. স্তম্ভিত ভাব -Stupefaction
৪৬১. সতর্ক-cautious
৪৬২. সতর্কতা-carefulness
৪৬৩. সতকর্ততার অভাব-cirumspec lack of
৪৬৪. সন্তুষ্ট-contented
৪৬৫. স্থান সম্বন্ধে ভুর করে -locality
৪৬৬. সন্দেহ যুক্ত-suspicious
৪৬৭. সদা ব্যস্ত-Busy
৪৬৮. স্পর্শ করার প্রবৃত্তি সকল বস্তকে-Touching impelled to
৪৬৯. স্পর্শ তাকে কেউ করুক তা ইচ্ছা করে না -Touched aversion to being
৪৭০. স্বার্থপরতা-selfishness
৪৭১. সব বিষয়ে বিতৃষ্ণা সাধারণ ভাবে-loathing general
৪৭২. সময় যেন উড়ে চলে যায় -Time fritters away his
৪৭৩. সমাজ-Society
৪৭৪. সম্মানে আঘাত লাগার ফল -Honor affects of wounded
৪৭৫. সমোমাহিত-Mesmerized
৪৭৬. সমালোচনা প্রবণ-critical
৪৭৭. স্বপ্ন-somnambulism
৪৭৮. স্বপ্নাচ্ছন্নবৎ-Dream as if in a
৪৭৯. স্বল্পে পেমে আসক্ত হয়-Amorous
৪৮০. সম্ভ্রমবোধ, চতুর্দিকস্থ ব্যক্তি গনের প্রতি-Reverenge for those around him
৪৮১. স্মৃতি ক্রিয়াশীল-memory active
৪৮২. স্মৃতি শক্তির দুর্বলতা-Memory weakness
৪৮৩. স্ফর্তি-Gaiety
৪৮৪. স্বপ্নদর্শন-vision
৪৮৫. সহানুভূতিশীল-sympathitic
৪৮৬. সহানুভূতিশূন্য-Unsympathitic
৪৮৭. সহসা তরান্বিত হয়-abrupt
৪৮৮. সংজ্ঞা তীব্র-senses acute
৪৮৯. সংজ্ঞাহীনতা-Insensibility
৪৯০. সংযতবাক-Reserved
৪৯১. সামান্য ব্যাপার মূল্যবান মনে করে-Trifles seem importent
৪৯২. সান্তনা দিলে বৃদ্ধি-consolation agg
৪৯৩. স্বামীর প্রতি বিতৃষ্ণা-Husband aversion to
৪৯৪. সাহস -Boldness
৪৯৫. সাহসি -Courageaous
৪৯৬. স্ত্রীগনের উন্মাদ-nymphomania
৪৯৭. সাহায্য প্রার্থনা করে অনুনয় করে-Begging, entreating
৪৯৮. স্ত্রী লোকের প্রতি বিতৃষ্ণা -women aversion to
৪৯৯. সুখী-Happy
৫০০. ¯েœহশীল-affectionate
৫০১. হঠকারিতা-Rashness
৫০২. হত্যাকরার প্রবৃত্তি-kill desire to
৫০৩. হর্সোচ্ছাস-Ecstasty
৫০৪. হস্তকৃত কাজ সুন্দর করে-Manual work fine work
৫০৫. হাটুগেড়ে বসে এবং প্রার্থনা করে -kneeling and praying
৫০৬. হাত ধোয় অবিরত-washing her hand
৫০৭. হতাশভাব-Despondency
৫০৮. হাতড়াতে থাকে যেন সে অন্ধকারের মধ্যে -Groping as if inh the dark
৫০৯. হামাগুড়ি দিয়ে চলে মেঝের উপরে -crawlijng on floor
৫১০. হাসে-laughing
৫১১. সাহ্রকর বস্তু সমূহ মনে হয়-ludicrous thing seem
৫১২. হিস্টিরিয়া -Hysteria
৫১৩. হিংসা-jealousy
৫১৪. হিংসা -Envy
৫১৫. হিংসুক-Malicious