চেম্বারে রোগীর জন্য ঔষধ প্রস্তুতের কিছু নিয়ম:
১। ঔষধের রুমটি হবে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাসযুক্ত, শুষ্ক, খোলামেলা।
২। যিনি ঔষধ তৈরি করবেন তিনি ব্যতীত অন্য কেহ সেই রুমে যাতায়াত না করা।
৩। ঔষধ গুলি কাঠের বক্সে বা রেকে ইংরেজি বর্ণমালা ক্রমে সুন্দরভাবে সাজিয়ে রাখা।
৪। রোগীর জন্য যে রুমে ঔষধ তৈরি করা হয়, সেই রুমে ঔষধের শক্তি পরিবর্তন না করাই ভালো, অন্যরুমে করা উচিত।
৫। পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ঔষধ ব্যবহারের ক্ষেত্রে বিশুদ্ধ পানি তথা পরিশ্রুত পানি ব্যবহার করতে হবে।
৬। যে সকল শিশি, বোতল, ক্যাপ, ওয়াসা ব্যবহার করবেন সকল কিছু হতে হবে জীবাণুমুক্ত ও পরিষ্কার।
৭। রোগীদের ফেরত আনা শিশি ইচ্ছে করলে পরিষ্কার করে ভালোভাবে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে ব্যবহার করতে পারেন। পুরাতন শিশি ব্যবহার না করলে আরো ভালো।
৮। শিশি গুলি পরিষ্কার করে ব্যবহার করতে পারেন। তবে রোগীর ফেরত আনা ক্যাপ, ওয়াসা ব্যবহার করবেন না।
৯। পঞ্চাশ সহস্রতমিক ঔষধ এর ক্ষেত্রে কখনো প্লাস্টিকের বোতল ব্যবহার করবেন না।
১০। রোগীর জন্য ঔষধ চিকিৎসক প্রস্তুত করে দিতে পারলে ভালো। যদি চিকিৎসক সময় না পান সে ক্ষেত্রে সহকারি চিকিৎসক ঔষধ প্রস্তুতের পূর্বে ঔষধের শিশি চিকিৎসককে দেখিয়ে নিবেন।
১১। ঔষধ প্রস্তুতের সময় অন্যের সঙ্গে কথোপকথন বা ফোনে কথা বলতে থাকা বা কোন প্রকার গান-বাজনায় মনোযোগ দিতে পারবেন না।
১২। ঔষধ প্রস্তুতের রুমে কখনো রোগীকে প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ এই প্যাথির শক্তি সম্পর্কে রোগী অবগত নন।
এমনকি অনেক চিকিৎসক ও রয়েছেন যারা দশমিক ও শততমিক পদ্ধতিতে ঔষধ ব্যবহার করেন। তারা অনেকে পঞ্চাশ সহস্রতমিক শক্তি নিয়ে প্রশ্ন তোলেন, তাই রোগীরাও ওষুধের শক্তি সম্পর্কে না জেনে এমন প্রশ্নকরাটা স্বাভাবিক, তাই রোগীর সামনে ঔষধ প্রস্তুত করা যাবে না।
www.amarhomoeo.com
Page AmarHomeo
Youtube.amarhomoeo
সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
ডাঃআরিফুল ইসলাম আদনান সামি হোমিওপ্যাথি
রেজিস্টার্ড ডাক্তার।