[:en]
হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরেই অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ও তাদের ঔষধ কোম্পানি গুলোর মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে। এর কারন মূলত ব্যবসায়িক। কিন্তু তাদের সিস্টেমের অন্যতম স্তম্ভ অ্যান্টিবায়োটিক যে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে সেদিকে তাদের কোন নজরই নেই। যে পরিমানে সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ (Antibiotic resistant cases) কেসের সংখ্যা বাড়ছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই আর মানুষের চিকিৎসা করার মত কোন অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া যাবে না। তাই অ্যালোপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথির বিরুদ্ধে অপপ্রচার করা বন্ধ করে আগে নিজেদের সিস্টেমটাকে বাঁচানোর চেষ্টা করুক, কাজে দেবে। হোমিওপ্যাথি আগেও কার্যকর ছিল, বর্তমানেও আছে আর ভবিষ্যতেও চিরকাল সমান কার্যকর থাকবে।
[:de]
হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরেই অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ও তাদের ঔষধ কোম্পানি গুলোর মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে। এর কারন মূলত ব্যবসায়িক। কিন্তু তাদের সিস্টেমের অন্যতম স্তম্ভ অ্যান্টিবায়োটিক যে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে সেদিকে তাদের কোন নজরই নেই। যে পরিমানে সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ (Antibiotic resistant cases) কেসের সংখ্যা বাড়ছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই আর মানুষের চিকিৎসা করার মত কোন অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া যাবে না। তাই অ্যালোপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথির বিরুদ্ধে অপপ্রচার করা বন্ধ করে আগে নিজেদের সিস্টেমটাকে বাঁচানোর চেষ্টা করুক, কাজে দেবে। হোমিওপ্যাথি আগেও কার্যকর ছিল, বর্তমানেও আছে আর ভবিষ্যতেও চিরকাল সমান কার্যকর থাকবে।
[:]