#হার্পিসের হোমিওপ্যাথি চিকিৎসা
#রাসটক্স:- নানা রকম চর্ম পীড়ার উপর রাসটক্স এর কার্যকারিতা দেখে মুগ্ধ হতে হয়। তেমনি ভাবে হার্পিসের জন্য রাসটক্স একটি কার্যকরী ঔষধ । রসপূ্র্ন বা রসশূর্ন এই উভয় প্রকার উদ্ভেদই ইহার দ্বারা আরোগ্য হয়। মুখে একজিমা বা সমগ্র শরীরে একজিমা সেইসঙ্গে বেদনা ,জ্বালা, চুলকানি ও ঝিনঝিন থাকে, তাহা হইলে রাসটক্স নির্দেশ করা যায় । শিশুদের মাথায় অ্যাকজিমা, বিস্তার শীল হারপিস, রসপূর্ণ উদ্বেদ, পুঁচ পূর্ণ বিসর্গ ইত্যাদি চর্ম রোগের ক্ষেত্রে এটি কার্যকরী । চর্মরোগে শরীরে লাল লাল দাগড়া-দাগড়া ঘা ও তাহা ক্রমশ ফুসকা বা পুড়িয়া ঝলসিয়া যাইবার মত হইলে রাসটক্স উপকারী । ইহার রোগী শীতকাতর, সেজন্য সামান্যতম ঠান্ডা সহ্য করতে পারেনা । মাত্রা – ৩০-১এম ।
যে কোন রোগের ক্ষেত্রে রাসটক্স ব্যবহার করার জন্য চারটি কথা স্মরণ রাখা একান্ত প্রয়োজন-
১) প্রথম সঞ্চালন বৃদ্ধি অথচ শারীরিক অস্থিরতাজনিত অবিরত নড়াচড়ার ইচ্ছা ও তাতে উপশম।
২) রাত্রিকালে ও ঠান্ডায় বিশেষ করিয়া বর্ষায় ভিজে ঠাণ্ডায় বৃদ্ধি।
৩) উত্তাপে উপশম ও রাতে বৃদ্ধি ।
৪) জিহ্বার অগ্রভাগ ত্রিভুজাকার লাল বর্ণ ।
#আর্সেনিক এলবাম :-শুস্ক হারপিস, হার্পিসের চর্মের উপর শক্ত টিবলীর মত ফুলিয়া থাকে ।হার্পিসে প্রায়ই দুর্গন্ধ থাকে, মাথা হইতে কপাল পর্যন্ত প্রায়ই এই একজিমা মত চর্মপীড়া বিস্তৃত হইতে দেখা যায়। চুলকানোর পর অসহ্য জ্বালা থাকে ।
শীতল জলে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু গরমে চুলকানির উপসম ঘটে।
আক্রান্ত পার্শ্বে শয়ন করিলে, বেলা ১ টা হইতে ২ টার মধ্যে, রাত্রি দ্বিতীয় প্রহরের পরে, ঠান্ডায় এবং শীতল বস্তু পানাহারে হার্পিসের চুলকানি বৃদ্ধি পায়। মাত্রা – ৩০-১০এম
যে কোন রোগের ক্ষেত্রে যে বিশেষ লক্ষণের উপর ভিত্তি করে আর্সেনিক এল্বাম প্রয়োগ করা যেতে পারে-
১) মৃত্যুভয় ।
২) ছটফটানি ও এপাশ ওপাশ করা।
৩) সর্ব্বাঙ্গে আগুনে ফোড়ার মত জ্বালা কিন্তু গরমে উপসম।
৪)মধ্যরাতে ও মধ্য দিবা রোগের বৃদ্ধি( Mid night and mid day) ।
৫) নাসিকা দিয়া জলের মত গরম সর্দ্দি।
৬) চিৎ হইয়া শুইতে অক্ষমতা ।
৭) সন্ধেহ প্ররায়ন ।
৮)সবল পিপাসা থাকা সত্ত্বেও ক্ষণে ক্ষণে স্বল্প জলপান ।
৯) জলপান করা মাত্রই বমি ও কখনও পাতলা পায়খানা ।
#ক্যালেন্ডুলা বা বাউচি ওয়েল Q :- ১ ড্রাম অলিভ অয়েলের সাথে ১০ থেকে ২০ ফোটা মাদার টিংচার মিশ্রন করিয়া আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারে । ইহাতে ভালো ফল পাওয়া যায়।
অন্যান্য হোমিওপ্যাথি ঔষধ সমুহ :- ভেরিওলিনাম ,মার্ক সল, সিলিসিয়া, এসিড নাইট, এপিস মেল , সিপিয়া , থুজা , নেট্রাম মিউর, ইত্যাদি। 01721418696 dr