সোরিয়াসিস(Psoriasis)
*
Chemical Analysis & Application of Plants Medicinr-এর গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় সোরিয়াসিস(Psoriasis) রোগের কারণসমূহ অনুসন্ধানের ভিত্তিতে নিরাময়ে উদ্ভিদজাত ঔষধের প্রায়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
ত্বকে অস্বাভাবিক পরিমান কোষের বৃদ্ধি হওয়ার ফলে যে জটিল ও দীর্ঘস্থায়ী বিপর্যয় সৃষ্টি করে, তাকে সোরিয়াসিস বলে।অস্বাভাবিক হারে কোষের বৃদ্ধির ফলে আক্রান্ত স্থানে লাল চাকা চাকা দাগ সৃষ্টি হয় ও ফুলে যায়।লাল চাকা চাকা দাগগুলো ক্ষত তৈরী হয় যা পুঁজ যুক্ত হতে পারে। মাছের ত্বকের (রূপালী আঁশ) মতো আঁশ দিয়ে ঢাকা থাকে। এই আঁশ হচ্ছে ত্বকের (ডার্মিস) মৃত কোষ।আক্রান্ত স্থানে প্রচন্ড চুলকোনা হয়।ঘাড়,কনুই,হাটু,করোটি,চামড়ার ভাঁজ এবং আঙুলের ডগায় বেশি দেখা যায়। এ ছাড়া শরীরের যে কোন স্থানে সোরিয়াসিস দেখা দিতে পারে। সোরিয়াসিস আক্রান্ত স্থানের রং ধীরে ধীরে পরিবর্তন ঘটে। কখনও লালচে আবার কখনও কালচে ছোপের মতো হয়। ত্বকের সবচেয়ে গভীর স্তরে থাকে কেরাটিনোসাইট কোষ। এই কোষ রোগ সৃষ্টিকারী প্যাথোজেন বা ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যারাসাইট, ভাইরাস প্রভৃতির বিরুদ্ধে প্রতিরক্ষার কাজ করে থাকে। স্বাভাবিক সময়ে নুতন কেরাটিনোসাইট কোষ উপরে স্তরে আসতে সময় লাগে ২৮ দিন। এই ক্ষেত্রে আাসতে সময় লাগে ৫ থেকে ৭ দিন।
#আক্রান্ত স্থান ও লক্ষণসমূহের উপর ভিত্তি করে সোরিয়াসিস বিভিন্ন প্রকারে হয়ে থাকেঃ-
(১) প্লাক সোরিয়াসিসঃ এই সোরিয়াসিস চর্মের যে কোন জায়গায় হতে পারে।
(২) গাটেট সোরিয়াসিঃপ্রধানতঃ শিশু ও কিশোর /কিশোরীদের গলায়,মাথা ও বুকে হতে পারে।
(৩) ইনভার্স সোরিয়াসিসঃপ্রধানতঃ চামড়ার ভাঁজে হয়ে থাকে।
(৪) পাস্টুলার সোরিয়াসিসঃ দেহের বড় অংশ জুড়ে ছোট ছেট পুঁজ যুক্ত উদ্ভেদ সৃষ্টি হয়।
√সোরিয়াসিসের বৃদ্ধির সহায়ক কারণসমূহঃ
(১) মানসিক চাপ।
(২) ধুমপান।
(৩) চর্মে ভাইরাস,ফাংগাল ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ হলে।
(৪) চর্মে বিভিন্ন প্রকার আঘাত প্রাপ্ত হওয়া।
(৫) ভিটামিন “ডি”-এর অভাব।
(৬) অ্যালকোহল বা মদ্যপান।
(৭) উচ্চ রক্তচাপ,ম্যালেরিয়ার ঔষধ সেবনজনিত।
(৮) দীর্ঘস্থায়ী মুখগহ্বর ও টনসিলের সংক্রমণ।
(৯) হরমোনের পরিবর্তন।
(১০)দীর্ঘ সময় প্রখর রোদে থাকা।
#সোরিয়াসিসের তীব্রতা বাড়াতে পারে এমন কিছু খাবারসমূহঃ
(১) দুগ্ধজাত খাবার।
(২) চিনিযুক্ত সিরিয়াল।
(৩) অতিরিক্ত ঝাল।
(৪) টমেটো: কিছু ফল ও সবজিকে নাইটশেড পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিবারের কিছু সদস্য হচ্ছে টমেটো, মরিচ, বেগুন ও সাদা আলু।
(৫) গ্লুটেনযুক্ত খাবার।
(৬) মাংস।
√বেশি লবণের খাবার।
#সোরিয়াসিসের রোগের প্রধান লক্ষণসমূহঃ
(১) লাল বর্নের ফুসকুড়ি রূপালী বর্নের মামড়ী দ্বারা আবৃত থাকে।
(২) মামড়ী যুক্ত ছোট ছোট উদ্ভেদ।
(৩) চর্ম শুস্ক ও ফাটা।এর থেকে রক্ত নিঃসরণ ঘটে।
(৪) নখের সম্মুখ ভাগে মোটা ও ভাঁজ যা মাংশ থেকে আলাদা হয়ে যায়।
(৫) শরীরে সন্ধিসমূহ ফুলে যায় এবং ব্যথা হয়।
#সোরিয়াসিস থেকে যে সব জটিল রোগ হতে পারে তাহলঃ
(১) উচ্চ রক্তচাপ।
(২) স্থূলতা।
(৩) ডায়াবেটিস টাইপ-২
(৪) বিভিন্ন প্রকার মূত্রগ্রন্থির রোগ।
(৫) চোখের বিভিন্ন প্রকার রোগ।
(৬) আর্থ্রাইটিস।
#সোরিয়াসিস রোগ নিরাময়ে করণীয়ঃ
(১) বিপর্যয় সৃষ্টিকারী ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধি করা
(২) মানসিক চাপ নিয়ন্ত্রণ করা।
(৩) সোরিয়াসিস বৃদ্ধির সহায়ক কারণসমূহ দ্বারা সৃষ্ট টক্সিন নিস্ক্রিয় করা।
#সোরিয়াসিস নিরাময়ে করণীয় বাস্তবায়নে প্রায়োগিক উদ্ভিদজাত ঔষধসমূহঃ
(১) বিপর্যয় সৃষ্টিকারী ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধিসহ জীবাণু ধ্বংস ও টক্সিন নিস্ক্রিয়করণে-
(১)HYDRASTIS CANADENSIS
(হাইড্রাসটিস ক্যানাডেন্সিস)
#Botanical Name:Hydrastis Canadensis
#Common Name: Goldenseal,Yellow Root, Eye Root, Wild Curcuma,Ground Raspbery,Yellow Puccon,Turmeric Root,
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Isoquinolin Alkoid Including Hydrastine (1.5-5%), Berberine(0.5-6%), Canadine (Tetrahydroberberine 0.5-1.0%), √Resin
√Cholorogenic Acid
√Fatty Acid.
√Minarels:Iron,Copper,
Pnosphorus,Zinc,Potassium,
Magnesium,Manganese, Calcium,Cobalt. √Vitamins:-A,C,R,B Complex, E,B1,B2,B3,F,Beta Carotine.
(২)ECHINACEA ANGUSTIFOLIA
(ইচিনেসিয়া অ্যাঙ্গাষ্টিফোলিয়া)
#Botanical Name: Echinacea Angustifolia.
#Common Name: Echinacea Purple Conflower.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Polysaccharides: Constituent Groups Includes-Inulin,and Other high Molecular weight Polysaccharides such as Heteroxylan, Arabinogalactan and Fucogalactoxyloglucan.
√Glycoprotein.
√Alkylamides:Echinacein and several Isobutylamides
√Caffeic Acid Derivatives: Echinacoside and
√Other Derivatives Include Cichroric, Chlorogenic Acids and Cynarin.
√Phenolic Acids, (P-Coumaric, P-Hydroxybezoic,and Protocatechuic Acids)
√Essential Oils Components: Include Humulene,Echinolone, Vanillin,Germacrene,and Borneol.
√Flavonoids(Quercetin , Kampferol,Isorhamnetin, Patuletin-3-Rutinoside),
Anthocyanins.
(৩)ASHWAGANDHA (অশ্বগন্ধা)
(Withania Somnifera)
#Botanical Name:Withania Somnifera
#Common Name : Clustered Winter Cherry, Indian Ginseng, Strychnos, Winter Cherry, Peyette, Asgandha, Poison gooseberry.
#অশ্বগন্ধার গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
#সক্রিয় রাসায়নিক উপাদানসমূহের যৌগ হল Withanolides. এর রাসায়নিক উপাদানসমূহ হল- √Alkaloids(Isopeetierine, Anaferine, Cuseohygrine, Anahygrine,Etc)
√Steroidal Lactones (Withanolides,Withaferins).
√Saponins,
√Sitoindosides & Acylsterylglucosides.
√Triterpenoid.
√Flavonoid.
√Glycosides.
√Sterol
√Tannin.
√Phenols.
√ Resins.
√ Amino Acid.
√ Tryptophan.
√Minerals: Iron, Calcium, Sulpher.
√Vitamins : A, E
★অধিক মাত্রায় আছে- Iron
(২)কোলাজেন ও কেরাটিনোসাইট কোষের কার্যকর শক্তি বৃদ্ধিসহ চর্মের কৈশিকজালিকায় রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধিতে-
(১)HYDROCOTYLE ASIATICA
হাইড্রোকোটাইল এসিয়াটিকা)
# Botanical Name :
Centella Asiatica(L)
#Cmmon Name :
Gotu Kola,Indian Pennywort,Brahmi.
——————————————–
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√ Asiaticoside.
√ Asiatic Acid.
√ Betulinic Acid.
√ Brahminoside.
√ Kaempferol.
√ Essential Oil (Camphor)
√Triterpenoid.
√ Carotenoid
√ Flavonoid.
√ Glycosides.
√ Polysaccharides.
√ Alkaloids.Hydrocotyline.
√ Phenolic Acid.
√ Saponin.
√ Polyphenols.
√ Amino Acid
√ Fat.
√ Protein.
√ Sugar.
√Collagen
√ Minerals : Aluminum,Iron, Magnesium, Phosphorus,
Sodium,Selenium,Zinc, Calcium,Manganes,Silicon,
Potassium.
√ Vitamins: Vitamin A,B, B2, B3,B6,B12,C,K,Niacun, Riboflavin.
(২)BERBERIS AQUIFOLIUM
(বার্বেরিস একুইফোলিয়াম)
# Botanical Name :
Mahoni Aquifolium
#Common Name :
Oregon Grape, Berberis Nervosa,Holly Mahonia, Mountain Grape,Oregon Mountain,Wild Oregon Grape.
****************************
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ √Isoquinolin Alkaloids: (Berberine, Berbamine, Oxyacathine, Herbamine)
√ Tannins
√ Minerals : Copper, Sodium,Silicon,Zinc.
√ Vitamin,: Vitamin C.
(৩)ZINGIBER OFFICINALI
(জিন্জিবার অফিসিনালি)
#Botanical Name :
Zingiber Officinalis.
#Common Name :
Ginger,Sheng Jiang, Gan Jiang.
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Volatile Oils
√ Gingerol Contain Various Substances (3 – Methoxy – 4-Hydroxyphenyl).বিভিন্ন কার্যকরী বিভাগ হল – Gingerols,Shogaols, Paradols,Zingerones, Gingerdiones,
√ Phenolic Compound
√ Phytoestrogen
√ Testosterone.
√ Choline
√ Diarylheptanoids.
√ Variety of Amino Acids
( Glutamate,Aspartic Acid, Serine,Glycine,Threonine, Alanine,Cystine,Valine, Methionine,Isoleucine, Leucine,Tyrosine, Phenylalanine,Lysine, Histidine,Arginine,Proline, Tryptophan.)
√ Sugars.
√Polysaccharides.
√ Organic Acids Contain – Oxalic Acid,Tartaric Acid, Lactic Acid,Acetic Acid,Citric Acid,Succinic Acid,Formic Acid,Malonic Acid.
√ Minerals:-Potassium, Magnesium,Manganes, Phosphorus,Aluminum, Zinc,Iron.Selenium
√ Vitamins : Vitamin – A, B2, B3,B6,B12,Folate,C,E.
সমস্যা আছে ? সমাধানের পথও আছে। “হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।******* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471 Syed homoeo Hall forest rode,madrasha market,Sherpur,bogura. WWW.Amarhomoeo.com/01721418696,01934981471 Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat