[:en]
Amarhomoeo.com__যিনার শাস্তিঃ —————
————–
– রাসুলুল্লাহ সা. বলেছেনঃ “আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল, ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো। আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো, সর্বদা তাদের এ অবস্থা চলছিলো। আমি জিবরাঈল (আঃ) কে জিজ্ঞেস করলামঃ এরা কারা…? জিবরাঈল (আঃ) বললেনঃ তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ। “(বুখারী)
.
.যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে। সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানি দেওয়া হবে। তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের এই শয়তানি সম্পর্ক চিহ্নিত করা।
.
কারন,হাশরের ময়দানে এইসব শয়তানী সম্পর্ক থাকবে না। থাকবে শুধুই আগুন।
.
সেদিন কেউ কাউকে চিনবেও না আর বলবে,হায় আফসোস! আমি যদি রাসুলের দেখানো পথে চলতাম. (সুরা ফুরকান:আয়াত ২৭)
.
ﻭَﻳَﻮﻡَ ﻳَﻌَﺾُّ ﺍﻟﻈّﺎﻟِﻢ ُ ﻋَﻠﻰٰ ﻳَﺪَﻳﻪِ ﻳَﻘﻮﻝُ ﻳٰﻠَﻴﺘَﻨِﻰ ﺍﺗَّﺨَﺬﺕُ ﻣَﻊَ ﺍﻟﺮَّﺳﻮﻝِ ﺳَﺒﻴﻠًﺎ
.
জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম। , অমুক বন্ধুর ডাকে সাড়া না দিতাম তাহলে আজ আমার এ দশা হতো না।
.
” “যদি কেও না জেনে এই অপরাধ করে থাকে এবং খাস দিলে আল্লাহর কাছে তাওবা করে তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। “(সুরা ফুরকান আয়াতঃ ৬৮-৭০)
.
আমরা অনেকে যানিনা এই সব বিষয় তাই যে ভাবে পারেন মুসলিম ভাই/বোন দের কাছে পৌঁছে দিন।
.
হে……..আল্লাহ এমন গুনাহ্ থেকে আমাদের সকলকে হেফাযত করুক…..।amarhomoeo.com
Amarhomoeo.com__যিনার শাস্তিঃ —————
————–
– রাসুলুল্লাহ সা. বলেছেনঃ “আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল, ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো। আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো, সর্বদা তাদের এ অবস্থা চলছিলো। আমি জিবরাঈল (আঃ) কে জিজ্ঞেস করলামঃ এরা কারা…? জিবরাঈল (আঃ) বললেনঃ তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ। “(বুখারী)
.
.যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে। সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানি দেওয়া হবে। তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের এই শয়তানি সম্পর্ক চিহ্নিত করা।
.
কারন,হাশরের ময়দানে এইসব শয়তানী সম্পর্ক থাকবে না। থাকবে শুধুই আগুন।
.
সেদিন কেউ কাউকে চিনবেও না আর বলবে,হায় আফসোস! আমি যদি রাসুলের দেখানো পথে চলতাম. (সুরা ফুরকান:আয়াত ২৭)
.
ﻭَﻳَﻮﻡَ ﻳَﻌَﺾُّ ﺍﻟﻈّﺎﻟِﻢ ُ ﻋَﻠﻰٰ ﻳَﺪَﻳﻪِ ﻳَﻘﻮﻝُ ﻳٰﻠَﻴﺘَﻨِﻰ ﺍﺗَّﺨَﺬﺕُ ﻣَﻊَ ﺍﻟﺮَّﺳﻮﻝِ ﺳَﺒﻴﻠًﺎ
.
জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম। , অমুক বন্ধুর ডাকে সাড়া না দিতাম তাহলে আজ আমার এ দশা হতো না।
.
” “যদি কেও না জেনে এই অপরাধ করে থাকে এবং খাস দিলে আল্লাহর কাছে তাওবা করে তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। “(সুরা ফুরকান আয়াতঃ ৬৮-৭০)
.
আমরা অনেকে যানিনা এই সব বিষয় তাই যে ভাবে পারেন মুসলিম ভাই/বোন দের কাছে পৌঁছে দিন।
.
হে……..আল্লাহ এমন গুনাহ্ থেকে আমাদের সকলকে হেফাযত করুক…..।amarhomoeo.com
















