Homeopathic treatment of Acne or Pimples. |
বয়ঃব্রুণ কি ?
যৌবনে ছেলে মেয়েদের মুখমন্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক হয়,ইহাকে ব্রণ বা বয়ঃব্রণ বলে।সেবাসিয়াস গ্রন্থি সেবাম নামে একপ্রকার তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে যা ত্বককে মসৃণ রাখে।কোনো কারণে সেবাসিয়াস গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণের বাধার সৃষ্টি হয় এবং তা ভেতরে জমে ফুলে উঠে যা ব্রণ(acne)নামে পরিচিত।ব্রণ তৈরি হওয়ার পর্যায়ে এর মুখ বন্ধ থাকায় সাদাটে দেখায়।বন্ধ নালির মুখে জমাকৃত কোষগুলি আস্ত আস্তে কালো হয়ে গেলে তাকে কালো ফোঁটা বলে।প্রায়ই ব্রণের চারপাশে প্রদাহ শুরু হয় এবং এর রং লাল দেখায়।এর উপর জীবাণু সংক্রমণ ঘটলে পুঁজ তৈরি হয়।বাইরে থেকে এদের ছোট দেখালেও এরা বেশ গভীর হতে পারে।এজন্য ব্রণে সংক্রমণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে।তেরো বছর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত শতকরা নব্বই জনের এ রোগটি কমবেশি হয়ে থাকে।বিশ বছর বয়সের পর থেকে নিজে থেকেই এ রোগটি ভাল হয়ে যেতে থাকে।তবে এর ব্যতিক্রম যে হয় না তা নয়।কখনও কখনও বিশ থেকে তিরিশ বছর বয়সেও এটি দেখা দিতে পারে এবং অনেক বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে।
ব্রণের করণ:
ব্রণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত না হলেও সাধারণত দেখা যায় হজমের গোলমাল,সুরাপান,বয়ঃসন্ধিকালে কিংবা অন্যান্য কারণে অনেকের মুখে ব্রণ হয়।আবার অনেকেই বিশেষজ্ঞ মনে করেন,ব্রনের অনেকগূলো কারণের ভিতর বংশগত কারণ একটি অন্যতম কারণ।প্রোপাইনি ব্যাকটেরিয়াম একনিস নামক এক ধরনের জীবাণু স্বাভাবিকভাবেই লোমের গোড়াতে থাকে। এন্ড্রোজেন হরমনের প্রভাবে সেবাম-এর নিঃসরণ (মাথা, মুখ,ইত্যাদি জায়গায় তেলতেলে ভাব)বেরে যায় এবং লোমের গোড়াতে উপস্থিত জীবাণু সেবাম থেকে ফ্রী ফ্যাটি অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের কারণে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এবং লোমের গোড়ায় কেরাটিন জমা হতে থাকে।ব্রণের প্রকারভেদঃ ১) প্রিমিন্সট্রুয়াল একনি কোনো কোনো মহিলার মাসিকের সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়।২) ট্রপিক্যাল একনিঃঅতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে।৩) একনি কসমেটিকাঃকোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে।৪) একনি ডিটারজিনেকসঃমুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও(দৈনিক ১/২ বারের বেশি)ব্রণের পরিমাণ বেড়ে যায়।৫) স্টেরয়েড একনিঃস্টেরয়েড ঔষধ সেবনে হঠাৎ করে ব্রণ দেখা দেয়।মুখে স্টেরয়েড,যেমন-বেটানোবেট ডার্মোভেট জাতীয়।ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমান বেড়ে যায়।
ব্রণ থেকে মুক্তির উপায়:কিছু নিয়ম অবলম্বন করলেই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেকের ধারণা, কোনো বিশেষ খাবার খেলেই ব্রণ হয়ে থাকে। আসলে এটি ঠিক নয়। কোনো খাবার খেলে যদি ব্রণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তবে সে খাবারটি বাদ দিতে হবে। তবে প্রচুর ফলমূল ও পানি খেতে হবে। মুখে বেশি ব্রণ থাকলে রাসায়নিক কোনো উপাদান বা কসমেটিক ব্যবহার করা ঠিক নয়।বয়ঃব্রণের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহ ঃএন্টিমক্রুড,আর্সেনিকএলবম,বেলেডোনা,ক্যালকেরিয়াকার্ব,বোরাক্স,হাইড্রোকোটাইল,ডলকামারা,থুজা,সালফার,সালফারআইয়োড,বার্বারিসএকুইফোলিনাম,সোরিনাম,বোভিষ্টা,ক্যালকেরিয়াফস,ক্যালকেরিয়াকার্ব,সিপিয়া,কষ্টিকাম,ক্যালকেরিয়াপিক্রেটা,কেলিব্রোম,এসিডপিক্রেটা,রেডিয়ামব্রোমাইড ইত্যাদি।ব্রণের চিকিৎিসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষেধের পার্থক্য বিচার ঃ
ক্যালকেরিয়া পিক্রেটা ঃযৌবনে ছেলেমেয়েদের মুখে বয়ঃব্রণের উৎকৃষ্ট ঔষধ।নিয়মিত সেবনে ব্রণ দুর হয়।
ক্যালি ব্রোম ঃযৌবনে মুখে,বুকে,শরীরের বিভিন্ন স্হানে ছোট ছোট ব্রণে ক্যালি ব্রোম উৎকৃষ্ট ঔষধ।
সালফারঃনোংরা,অপরিস্কার,গোছলের অনিচ্ছা ইত্যাদি সালফারের বিশিষ্ট লক্ষণ সমষ্টি বিশিষ্ট রোগীর ব্রণে সালফার উপযোগী।
সালফার আইয়োড ঃযৌবকোলে ছেলেসেয়েদের মুখে ও শরীরে বিভিন্ন অঙ্গে বড় বড় ব্রণ যাতে পুজ হয় বেদনা হয় এবং সালফারের পরে সালফার আইয়োগ প্রয়োগেে উৎকৃষ্ট ফলদায়ক ঔষধ।
বোভিষ্টাঃ কসমেটিক ব্যবহারের কারণে মুখে ব্রণ হলে বোবিষ্টা উৎকৃষ্ট ঔষধ।
রেডিয়াম ব্রোমাইড ঃএই ঔষধটি কসমেটিক ব্যবহারের কারণে মুখে ব্রণ হলে উপযোগী ঔষধ।
বার্বারিস একুই ঃছেলে সেয়েদের মুখে বয়ঃব্রণের উৎকৃষ্ট ঔষধ।সেবন ও ঔষধটি একভাগ মাদার ও নয় ভাগ ভ্যাসেলিন অথবা নারিকেল তেলের সাথে বাহ্য প্রয়োগ ব্রণের চিকিৎসায় সুনামের সাথে প্রয়োগ হচ্ছে।
এসিড পিক্রিম ঃমুখ মন্ডলের ব্রণে এসিড পিক্রিম একটি উৎকৃষ্ট ঔষধ।যে রোগীর মাঝে এসিড পিক্রিমের বিশিষ্ট লক্ষণ অতিশয় ইন্দ্রিয় চালনা,কামুক রোগীর জন্য উপযোগী।
কেন্ট রেপার্টরির সাহায্যে বয়ব্রণের সদৃশ ঔষধ নির্বাচনঃ
++ pimples : Acon., Act-r., agar., aloe., alum., am-c., am-m., ambr., anac., Ant-c., ant-t., aran., arg-m., arn., ars-i., Ars., aster., aur., bar-c., bar-m., bell., berb., bov., brom., bry., bufo-r., calad., calc-p., calc-s.,calc., canth., caps., carb-an., carb-s., carb-v., Caust., cham., chel., chin-a., chin., cina., cist., clem., coc-c., cocc., con., crot-h., crot-t., cub., cupr., cycl., dros., dulc., euphr., fl-ac., gamb., gels., graph., hell., hep., iod., kali-ar., kali-br., kali-c., kali-chl., kali-n., kali-p., kali-s., kreos., lach., led., lyc., mag-c., mag-m., mang., meph., merc-c., Merc.,mez., mosch., mur-ac., nat-a., nat-c., Nat-m., nat-p., nat-s., Nit-ac.,nux-v., pall., par., petr., Ph-ac., Phos., plb., Puls., Rhus-t., ruta., sabad., sars., Scil., sel., seneg., Sep., sil., spig., spong., stann., staph.,stront., sul-ac., Sulph., tab., tarax., tarent., tell., thu., til., valer., verat., viol-t., Zinc.
++ black : Carb-v., spig.++ bleeding : Cist., par., rhus-t., stront., thu.++ burning : Agar., Ars., bov., canth., caust., graph., kali-c., mag-m., merc., nat-s., ph-ac., rhus-t., Scil., staph., stront., sulph., til.++ close together : Cham., staph., thu., verat.++ confluent : Cic., mur-ac., ph-ac., tarent., valer.++ copper-colored : Kali-i.++ crusts, with : Calc., merc., Scil.++ green : Calc.++ drunkard, in : Kreos., lach., led.++ gnawing, itching : Ant-c., ant-t., caust., mang., nit-ac.++ hard : Agar., bov., nit-ac., rhus-t., sabin., valer., verat.++ inflamed : Agar., berb., bry., chel., nit-ac., petr., stann., sulph.++ itching : Acon., ambr., ammc., ant-c., apis., ars., bar-c., bov., bry., calc., carb-an., carb-s., caust., cham., cocc., con., dulc., Graph., hep., kali-c., laur., lyc., mag-m., merc., mur-ac., nat-c., nat-m., nat-s., nit-ac., ph-ac., psor., puls., sep., sil., staph., stront., sulph., Tell., til., zinc.++ when warm : Caust., sars., tell., til.++ moist : Calc., graph., kali-c., nat-s., ol-an., puls., sil., sulph., thu., zinc.++ painful : Ant-c., apis., arg-m., arn., cist., cocc., con., dulc., graph., kali-c., kali-chl., kali-i., lach., mur-ac., nat-c., nit-ac., nux-v., phos., plb., puls., Scil., seneg., spong., staph., sulph., verat.বোরিকের রেপার্টরির সাহায্যে বয়ঃব্রুনের সদৃশ ঔষধ নির্বাচনঃ
ROSACEA — Agar., Ars., Ars. br., Ars. iod., Bell., Carbo an., Caust., Chrysar., Eug. j., Hydrocot., Kali br., Kali iod., Kreos., Nux v., Oophor., Petrol., Psor., Radium, Rhus r., Rhus t., Sep., Sul., Sul iod., Sulphurous ac.
ACNE SIMPLEX — Ant. c., Ant. s. a., Ant. t., Ars., Ars. br., Ars. iod., Ars. sul. rub., Asimina, Aster., Bell., Bellis, Berb. aq., Bov., Calc. picr., Calc. sil., Calc. s., Carb. ac., Carbo an., Carbo v., Cic., Cim., Cob., Echin., Eug. j., Granat., Graph., Hep., Hydrocot., Jugl c., Jugl. r., Kali br., Kali bich., Kali iod., Kali m., Lappa, Led., Lyc., Nabul. s., Nat. br., Nat. m., Nit. ac., Nux v., Oleand., Phos. ac., Psor., Puls., Radium, Selen., Sep., Sil., Staph., Sul., Sul. iod., Sumb., Thuya.Abuse of KI [from] — Aur.
Abuse of mercury [from] — Kali iod., Mez., Nit. ac.
Cheese [from] — Nux v.
Cosmetics [from] — Bov.
Syphilis [from] (See Male Sexual System.) — Aur., Kali iod., Merc. s., Nit. ac.
Anćmic girls at puberty [in], with vertex headache, flatulent dyspepsia, better by eating — Calc. p.
Drunkards [in] — Ant. c., Bar. c., Led., Nux v., Rhus t.
Fleshy young people [in], with coarse habits; bluish red, pustules on face, chest, shoulders — Kali br.
Scrofulous [in] — Bar. c., Brom., Calc. c., Calc. p., Con., Iod., Merc. s., Mez., Sil., Sul.Tubercular children [In] — Tub.
Cachexia [with] — Ars., Carbo v., Nat. m., Sil.
Gastric derangements [with] — Ant. c., Carbo v., Cim., Lyc., Nux v., Puls., Robin.
Glandular swellings [with] — Brom., Calc. s., Merc. s.
Indurated papules [with] — Agar., Arn., Ars. iod., Berb. v., Bov., Brom., Carbo an., Cob., Con., Eug. j., Iod., Kali br., Kali iod., Nat. br., Nit. ac., Robin., Sul., Thuya.
Menstrual irregularities [with] — Aur. m. n., Bell., Bellis, Berb. aq., Berb. v., Calc. c., Cim., Con., Eug. j., Graph., Kali br., Kali c., Kreos., Nat. m., Psor., Puls., Sang., Sars., Thuya, Ver. a.
Pregnancy [with] — Bell., Sab., Sars., Sep.
Rheumatism [with] — Led., Rhus t.
Sexual excesses [with] — Aur., Calc. c., Kali br., Phos. ac., Rhus t., Sep., Thuya.
Scars unsightly [with] — Carbo an., Kali br.
Symmetrical distribution [with] — Arn.
ব্রনের চিকিৎসায় ব্যবহৃত বাইয়োকেমিক ঔষধ সমুহ ঃ
ক্যালকেরিয়া ফস ঃদুর্বল মেয়েদের মুখের ব্রণে ক্যালকেরিয়া ফস উপযোগী।
ক্যালি মিউর ঃযুবক ছেলেমেয়েদের মুখের ব্রণ হতে সাদা ভাতের মত পদার্থ বাহির হলে,কোষ্ঠবদ্ধ ধাতুর রোগীর জন্য উপযোগী।
ব্রণের রোগীর অবশ্যপালনীয় উপদেশ ঃ
* দিনে দুই-তিনবার হালকা সাবান বা ফ্রেসওয়াশ দিয়ে মুখ ধোবেন।* ব্রণে হাত লাগাবেন না।* তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন। * মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন। * পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের জন্য আলাদা তোয়ালে রাখুন।* রাতে ঠিক মতো ঘুমানোর চেষ্টা করুন।* মানসিক চাপ পরিহার করুন।* প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন।* কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করুন।* ঝাল-মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। * পুষ্টিহীনতায় ভুগলে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।* রোদে বেরুবেন না,রৌদ্র এড়িয়ে চলুন। * তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না। * ব্রণে হাত লাগাবেন না।ব্রণ খুঁটবেন না। * চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়।* ব্রণ হলে একেবারেই আচার খাবেন না।* বেশি পরিমাণে নিরামিষ খাবার খান।আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন।* ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়।এ কারণেই পনির,দুধ এবং দই কম খান।*অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য বর্জন করুন।