বাতজনিত প্রদাহের রোগী। দুই সপ্তাহ ধরে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকার পরও রোগীর ব্যথা কমাতে পারি নি।
ব্যথা এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে চলাচল করে।
রোগীকে Pulsatilla দেয়া হয়। কিন্তু সেটা রোগ সারাতে পুরোই ব্যর্থ।
এরপর লক্ষ্য করে দেখলাম, ব্যথা শুধু এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে চলাচলই শুধু করে না, সেটা আড়াআড়ি ভাবে (crosswise) চলাচল করে; একদিন ডান হাটুতে ব্যথা করে আরেকদিন বাম হাটুতে ব্যথা করে।
এরপর আবার ডান হাটুতে ফিরে আসে।
Lac can রোগীকে দ্রুত আরোগ্য করে।
[EB Nash; Leaders in Homoeopathic Therapeutics with Grouping and Classification]
—————
বাতব্যথায় পালসেটিলা ও ল্যাক কেন এর পার্থক্য নিরূপণ –
– উভয়ে ওষুধের ব্যথা স্থান পরিবর্তন করে।
– উভয়ের ব্যথা গরম প্রয়োগে বাড়ে।
– উভয়ের ব্যথা ঠাণ্ডা প্রয়োগে কমে।
– উভয়ে গোসল করলে ভাল বোধ করে।
তবে প্রধান পার্থক্য –
ল্যাক কেনের ব্যথা সঞ্চালনে বৃদ্ধি পায় কিন্তু পালসেটিলায় সঞ্চালনে কমে।
এছাড়া অনেক সার্বদৈহিক (Mind & General) লক্ষণ আছে যা দিয়ে পার্থক্য করা যায়।