নাকে পলিপাস (নাকের ভিতর অর্বুদ)
Dec 27, 2020.
রোগ বিবরন : এই রোগ এক বা উভয় নাকের ভিতর জন্মিতে দেখা যায়। প্রথমে ইহা মটর কলাই এর মত হয়। আস্তে আস্তে বড় হইয়া নাসিকার ছিদ্র বন্ধ হইয়া যায়। মাঝে মাঝে পলিপাস হইতে রক্ত স্রাব হইতে দেখা যায়।
চিকিৎসা
লেমনা মাইনর (Lamna Minor) : নাকের ভিতর পলিপাস অর্বুদ শ্বাস প্রশ্বাসে কষ্ট। নাক দিয়া সর্দি ঝরে। মাঝে মাঝে দুর্গন্ধ বাহির হয়।
থুজা (Thuja) : নাকের ভিতর পলিপাসের একটি উৎকৃষ্ট ঔষধ।
স্যাঙ্গুনেরিয়া নাইট (Sanguniaria Nit) : নাসিকার পলিপাসে এই ঔষধ পেটেন্ট বলিলেও অত্যুক্তি হয় না। এই ঔষধ ব্যবহারে বহু রোগী আরোগ্য হইয়াছে।
ফসফরাস (PhosPhorus) : পলিপাস হইতে মাঝে মাঝে রক্তস্রাব হইলে অর্থাৎ রক্তস্রাবীয় পলিপাসে এই ঔষধ বিফলে যায় না। অভিঙ্গতা।
টিউক্রিয়ম (Tuberculium) : নাক দিয়া দুর্গন্ধ সর্দি ঝরে, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ। রোগী কোন কিছুর গন্ধ পায় না, এ এই সমস্ত রোগীদের নাকের ভিতর পলিপাসে ইহা অব্যর্থ।
টিউবারকিউলিনাম (Tuberculinum) : নাসা রোগের উৎকৃষ্ট ঔষধ। নাসিকায় পলিপাসের জন্য রোগীর মাথা ধরা, নাক দিয়া সর্দি ঝরে। অন্যন্যা ঔষধ বিফল হইলে ইহা এক বার পরীক্ষা করিবেন। আমি ঔষধিটি প্রয়োগ করিয়া কয়েকটি রোগী আরোগ্য হইতে দেখিয়াছি।
এলিয়াম সিপা (Allium Cepa) : ঘন ঘন সর্ধি নাক চোখ দিয়ে জল পরে। অদম্য হাঁচি ইত্যাদি লক্ষনে এক বা উভয় নাকের পলিপাসে ইহা উপকারী।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
গরুর মাংস, হাসের মাংস , টক পিয়াজ খাওয়া নিষিদ্ধ। দুদ্ধ, ঘৃত, মাখন ইত্যাদি সুপথ্য।