– নখের ১০টি লক্ষণ(#Top10)দেখে দেহের সমস্যা(রোগ) নির্ণয় ও নখ সম্পর্কে ধারণা
এবং নখ দেখে ঔষধ নির্নয়ঃ
দেহের অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ নখ। নখ দেখে দেহের স্বাস্থ্যগত নানা সমস্যা নির্ণয় করা যায়। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি সমস্যা বিষয়ে তথ্য।
১. ছোট ছোট ঢেউ:
নখে ছোট ছোট ঢেউ বা উঁচু নিচু থাকলে তা একটি রোগের লক্ষণ। এ রোগের নাম সোরিয়াসিস।
২. হলুদ, পুরু বা ভঙ্গুর নখ:
ফাংগাস ইনফেকশনের কারণে হলুদ, পুরু বা ভঙ্গুর নখ দেখা যেতে পারে।
৩. ফ্যাকাসে নখ:
আপনার নখ যদি ফ্যাকাসে বা সাদা রঙের হয় তাহলে তা অ্যানেমিয়া রোগের লক্ষণ। এটি অকাল ডায়াবেটিস বা লিভারের সমস্যারও লক্ষণ।
৪. কালো লাইন:
নখে যদি কালো কোনো লাইন দেখা যায়, যা গোড়া থেকে উৎপন্ন তাহলে তা মেলানোমা রোগের লক্ষণ।
৫. নীল নখ:
আপনার নখ যদি নীল বা হালকা নীল হয় তাহলে বুঝতে হবে দেহের অক্সিজেনের অভাব রয়েছে। এক্ষেত্রে ফুসফুস সংক্রমণ বা হৃৎযন্ত্রের সমস্যার বিষয়টিও পরীক্ষা করতে হবে।
৬. ক্লাবড নখ:
ক্লাবড নখ বলতে সাধারণ নখের তুলনায় বড়, ভারি ও আঙুলের প্রান্তের দিকে কিছুটা বাঁকা হয়ে আসা নখকে বোঝায়। এটি একবারে হয় না, কয়েক বছর নিয়ে ধীরে ধীরে হয়। দেহের অক্সিজেন সরবরাহে কোনো সমস্যা হলে এটি হতে পারে।
৭. ভঙ্গুর ও শুষ্ক নখ:
আপনার নখ যদি ভঙ্গুর ও শুক্ষ হয় তাহলে বুঝতে হবে কোনো শক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে প্রায়ই আসে আপনার নখ।
৮. সাদা লাইন:
নখে যদি সাদা স্ট্রাইপ বা লাইন দেখা যায় তাহলে তাকে অবহেলা করবেন না। একে কিডনি রোগের লক্ষণ বলা হয়। এছাড়া প্রোটিন কিংবা দেহের অন্য কোনো সমস্যার কারণেই এমন হতে পারে।
৯. ছোট লাল লাইন:
পুরোপুরি লাল না হলেও বাদামি বা লাল দাগ দেখা যেতে পারে নখে। এটি অনেকটা শুকনো রক্তের মতো দেখতে। হৃৎযন্ত্রের কোনো সমস্যা বা আঘাতের কারণে এমনটা হতে পারে।
১০. স্পুন নখ ও নখে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত:
কারো নখ যদি স্বাভাবিকের তুলনায় নরম হয় তাহলে তাকে স্পুন নখ বলা হয়। এটি আয়রন সমস্যা কিংবা লিভার সমস্যার লক্ষণ।
নখে খুব ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত অনেক সময়েই চোখে পড়ে না। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে ধরা পড়বে আপনার নখের এই ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত। নখের এই ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সরেইসিস, বিষণ্ণতা ও ত্বকের অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের লক্ষণ।
নখ কিঃ
নখ হল আমাদের ত্বকের একটা বর্ধিত অংশ। ‘কেরাটিন’ নামক এক ধরনের প্রোটিন দিয়ে আমাদের নখ তৈরি। নখের অরিজিন রং স্বচ্ছ সাদা। ‘নেলবেড’ এর গোলাপি রং ‘নেলপ্লেট’এর উপর দিয়ে দেখা যায় বলে নখের রং গোলাপি দেখায়। নেলপ্লেটে কোন রকম নার্ভ বা বলাড ভেসেল থাকে না । এর তলায় রয়েছে নেইল রুট, আর তার সাথেই যুক্ত আছে ‘ম্যাট্রিক্স’। এই ম্যাট্রিক্স থেকেই তৈরি হয় সেল এবং তা শক্ত হয়ে তৈরী হয় নখ। নখের গোড়ায় একটা সাদা অংশ (অর্ধচাঁদের মত) দেখতে পাওয়া যায় যাকে বলে ‘লুনুলা’। নখের চারপাশে সরুশক্ত স্কিন থাকে, যাকে বলা হয় কিউটিক্যাল। আমাদের হাতের তুলনায় পায়ের নখ অনেকটা মোটা হয়। মানুষের চেহেরা যেমন নানান রকমের হয় তেমনি করে নখেরও নানান রকম ‘শেপ’ হয়। এর উপর ভিত্তি করে বিভিন্ন নামকরণও করা হয়েছে। যেমন, কনকেভ, স্কোয়ার, অ্যাঙ্গুলার, ন্যারো, ফ্যান, অলিভ, আর্চড, টিউবুলার ইত্যাদি।
নখ দেখে #100ঔষধ নির্নয়ঃ
1. Acid-Floric
প্রকৃতি- বিকৃত নখ, নখগুলি ঢেউ খেলান, দ্রুত বৃদ্ধি পায়।
ভঙ্গুর- হাতের নখগুলি।
রোগ- পায়ের নখে ক্ষত।
একক লক্ষণ- দ্রুত বৃদ্ধি পায়।
2. Acid-Muriaticum
বর্ণ- নীলচে।
3. Acid-Niticum
প্রকৃতি- হাতের আঙ্গুলের নখ বক্র।
বর্ণ- নীলচে, বর্ণ বিকৃতি, সাদা, হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- পায়ের নখে ক্ষত।
4. Acid-Oxalicum
বর্ণ- নীলচে, কালচে, কৃষ্ণনীলবর্ণ।
5. Acid-Phosphoricum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
দাগ- নখ দাগ দাগযুক্ত।
6. Acid-Sulphuricum
বর্ণ- কৃষ্ণনীলবর্ণ।
রোগ- হাতের নখে ক্ষত।
7. Aconitum Napellus
বর্ণ- নীলচে।
8. Aesculus Hippocastanum
বর্ণ- নীলচে।
9. Agaricus Muscarius
বর্ণ- নীলচে।
10. Alumina
প্রকৃতি- বিকৃত নখ, পুরু নখ, পুরু হাতের আঙ্গুলের নখ।
বর্ণ- সাদা।
ভঙ্গুর- হাতের নখগুলি।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
11. Ambra grisea
বর্ণ- হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি।
12. Ammonium-carbonicum
বর্ণ- হলুদ।
13. Anacardium Orientale
প্রকৃতি- বিকৃত নখ, পায়ের নখ বিকৃত।
14. Antimonium-crudum
প্রকৃতি- বিকৃত নখ, বাড়তে চায় না, পুরু নখ, নখে ফাড়া।
বর্ণ- বর্ণ বিকৃতি।
ভঙ্গুর- হাতের নখগুলি।
ফাটা- হাতের নখ।
রোগ- পায়ের নখে ক্ষত।
একক লক্ষণ- বাড়তে চায় না।
15. Apis-Mellifica
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, বেগুনি।
রোগ- নখের নিচে রক্ত জমে।
একক লক্ষণ- নখের নিচে রক্ত জমে।
16. Apocy-cannabinum
বর্ণ- নীলচে।
17. Argentum-Nitricum
বর্ণ- নীলচে, নীলচে ঋতুস্্রাব কালে।
18. Arnica-Montana
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
19. Arsenicum-album
প্রকৃতি- পক্ষীর নখের ন্যায় বক্র, নখগুলি ঢেউ খেলান, নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলান।
বর্ণ- কালো, নীলচে, নীলচে শীতাবস্থায়, বর্ণ বিকৃতি, কৃষ্ণনীলবর্ণ, বেগুনি, লাল, লাল ও কালো, সাদা।
ভঙ্গুর- হাতের নখগুলি, টুকরা টুকরা হয়ে ভেঙ্গে পড়ে।
ফাটা- হাতের নখ।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- পায়ের নখে ক্ষত।
একক লক্ষণ- নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ, খেলান, পক্ষীর নখের ন্যায় বক্র, লাল ও কালো।
20. Asafoetida
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
21. Aurum-metallicum
বর্ণ- নীলচে, হলুদ।
রোগ- পায়ের নখে ক্ষত।
22. Baryta Carbonica
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
23. Belladona
বর্ণ- হলুদ।
24. Borax
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
25. Bovista
রোগ- পায়ের নখে ক্ষত।
26. Bryonia Alb
বর্ণ- হলুদ।
27. Cactus Grandi
বর্ণ- নীলচে।
28. Calc- carbonica
প্রকৃতি- বিকৃত নখ, পুরু নখ।
ভঙ্গুর- হাতের নখগুলি।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত।
29. Camp-officinalis
বর্ণ- নীলচে।
30. Cantharis Versicatoria
বর্ণ- হলুদ।
31. Carboneum-Sulpuratum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
32. Carboneum—Vegetabilis
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, হলুদ।
33. Castor-eque
ভঙ্গুর- হাতের নখগুলি, পায়ের নখগুলি।
34. Causticum
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
35. Chamomilla
বর্ণ- হলুদ।
36. Chelidonium majus
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
37. China
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, হলুদ।
38. Chininum arsenicosum
বর্ণ- নীলচে।
39. Chininum sulphuricum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
40. Cicuta virosa
বর্ণ- নীলচে।
41. Cocculus Indica
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
42. Colchicum Autumnale
বর্ণ- নীলচে, কৃষ্ণনীলবর্ণ।
43. Conium maculatum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, হলুদ।
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
44. Crotalus-horridus
রোগ- রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের নখ হতে, পায়ের নখে ক্ষত।
একক লক্ষণ- রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের নখ হতে।
45. Cuprum Metallicum
বর্ণ- নীলচে, সাদা।
46. Digitalis purpurea
বর্ণ- নীলচে।
47. Diosma lincaris
ভঙ্গুর- হাতের নখগুলি।
48. Drosera Rotundifolia
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
49. Eupatorium purpureum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
50. Ferrum-arsenicosum
বর্ণ- নীলচে।
51. Ferrum Metalicum
বর্ণ- নীলচে, হলুদ।
52. Ferrum-phosporicum
বর্ণ- নীলচে।
53. Gelsemium sempervirens
বর্ণ- নীলচে।
54. Ginseng
বর্ণ- নীলচে।
55. Graphites
প্রকৃতি- বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, পুরু নখ, পুরু হাতের আঙ্গুলের নখ, পুরু পায়ের আঙ্গুলের নখ।
বর্ণ- কালো, নীলচে, বর্ণ বিকৃতি।
ভঙ্গুর- হাতের নখগুলি।
রোগ- পায়ের নখে ক্ষত।
56. Hepar-sulphuris
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
57. Iodium
রোগ- হাতের নখে ক্ষত।
58. Ipecac
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
59. Kali-arsenicosum
বর্ণ- নীলচে শীতাবস্থায়।
60. Kali-Carbonicum
রোগ- হাতের নখে ক্ষত।
61. Lachesis
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
62. Leptandra Virginica
বর্ণ- কালো।
63. Lithum-carbonicum
বর্ণ- লাল।
64. Lycopodium
বর্ণ- হলুদ।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
65. Mancinella Venenata
বর্ণ- নীলচে।
66. Medorrhinum
প্রকৃতি- ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র।
67. Merc-corrosivus
বর্ণ- ধূসর বর্ণ।
68. Mercurius vivus
প্রকৃতি- বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, পুরু নখ।
বর্ণ- নীলচে, হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
69. Merc-sulphuricus
বর্ণ- নীলচে।
70. Mezereum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
71. Morphinum salts
বর্ণ- কালচে।
72. Natrum-muriaticum
বর্ণ- কালো, নখের চারদিকে কালো, নীলচে, নীলচে শীতাবস্থায়।
ফাটা- নখের চারধারের চর্ম ফাটা বা অমসৃণ, হাতের নখ।
শুষ্কতা- হাতের নখের চারিদিকে।
রোগ- নখকুনি, হাতের নখে ক্ষত।
একক লক্ষণ- নখের চারধারে কালো বর্ণের, নখের চারধারে চর্মে ফাটা বা অমসৃন।
73. Nux-Vomica
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, হলুদ।
74. Opium
বর্ণ- নীলচে, কৃষ্ণনীলবর্ণ, বেগুনি, হলুদ।
রোগ- রক্ত চুয়ে পড়ে হাতের নখ হতে।
একক লক্ষণ- রক্ত চুয়ে পড়ে হাতের নখ হতে।
75. Petroleum
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
76. Phosphorus
বর্ণ- নীলচে।
77. Platinum metalicum
রোগ- হাতের নখে ক্ষত।
78. Psorinum
ভঙ্গুর- হাতের নখগুলি।
79. Pulsatilla nigricans
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
80. Ranunculus bulbosus
রোগ- পায়ের নখে ক্ষত।
81. Rhus-tox
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
রোগ- নখকুনি।
82. Sabadilla officinalis
প্রকৃতি- বিকৃত নখ, নখগুলি ঢেউ খেলান, পুরু নখ, পুরু হাতের আঙ্গুলের নখ।
রোগ- নখকুনি।
83. Sambucus nigra
বর্ণ-বেগুনি।
84. Sangunaria-canadensis
বর্ণ- নীলচে।
রোগ- পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
85. Sarsaparilla officinalis
বর্ণ- নীলচে।
86. Secale cornutum
প্রকৃতি- পুরু পায়ের আঙ্গুলের নখ।
বর্ণ-বেগুনি।
রোগ- পায়ের নখে ক্ষত।
87. Sepia officinalis
প্রকৃতি- বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, পুরু নখ।
বর্ণ- নীলচে, সাদা, হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি, টুকরা টুকরা হয়ে ভেঙ্গে পড়ে।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
88. Silicea Terra
প্রকৃতি- বিকৃত নখ, নখগুলি ঢেউ খেলান, পুরু নখ, নখে ফাড়া।
বর্ণ- নীলচে, ধূসর বর্ণ, সাদা, হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি, পায়ের নখগুলি, টুকরা টুকরা হয়ে ভেঙ্গে পড়ে।
ফাটা- হাতের নখ।
শুষ্কতা- হাতের নখের চারিদিকে, পায়ের নখে।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
89. Spigelia Anthelmia
বর্ণ- হলুদ।
90. Squila hispania or Scilla
প্রকৃতি- নখে ফাড়া।
ভঙ্গুর- হাতের নখগুলি।
রোগ- পায়ের নখে ক্ষত।
91. Stannum met
রোগ- নখকুনি।
92. Stramonium
বর্ণ-বেগুনি।
93. Sulphur
প্রকৃতি- বিকৃত নখ, পুরু নখ।
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, সাদা, হলুদ।
ভঙ্গুর- হাতের নখগুলি।
দাগ- নখ দাগ দাগযুক্ত, সাদা দাগ।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
94. Sumbulus moschata
বর্ণ- নীলচে।
95. Tarentula hispanica
বর্ণ- নীলচে।
96. Thuja
প্রকৃতি- বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, নখগুলি ঢেউ খেলান।
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়, নীলচে ঋতুস্্রাব কালে, বর্ণ বিকৃতি।
ভঙ্গুর- হাতের নখগুলি, পায়ের নখগুলি, টুকরা টুকরা হয়ে ভেঙ্গে পড়ে।
শুষ্কতা- পায়ের নখে।
রোগ- নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত।
97. Tuberculinum Bovinum
প্রকৃতি- ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র।
দাগ- নখ দাগ দাগযুক্ত।
98. Ustilago Maydis
প্রকৃতি- পুরু নখ।
99. Veratrum Album
বর্ণ- নীলচে, নীলচে শীতাবস্থায়।
100. Zincum metallicum
বর্ণ- সাদা।
দাগ- সাদা দাগ।
ডাঃ আরিফুল ইসলাম আদনান সামি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
01721418696.
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমার হোমিও