ডিম্বাশয়ে বহু সংখ্যক পানি পূর্ণ থলি বিশেষ
(Polycystic Ovarian Syndrome)
********************************************
(১) K.S (২) SIL (৩)C.P (৪)N.S
ডিম্বাশয়ে বহুধা পানি বা জল পূর্ণ থলি বিশেষ-যা দেখা যায় তাই হল সিস্ট। ডিম্বাশয়ে বিভিন্ন ধরনের সিস্ট পরিলক্ষিত হয়ঃ-
(১)Functional Cyst-এরা হলঃ
(ক) Follicle Cysts.(খ) Curpus Luteum Cysts.
এই দুই ধরনের সিস্ট মাসিক চক্রের সাথে সম্পর্ক যুক্ত।এই দুই ধরনের সিস্ট অধিকাংশ নারীদের ডিম্বাশয়ে দেখা যায়।
(২)অন্য ধরনের সিস্ট হলঃ
(ক)Dermoid Cysts.(খ)Cystadenomas Cysts (গ)Endometriomas Cysts.
√ডিম্বাশয়ে বহুসংখ্যক সিস্টের কারনসমূহঃ (১)জন্মগত।(২)হরমোনের ভারসাম্যহীনতা।পূর্বেই FSH ও LH হরমোনের মান বৃদ্ধি বা আনুপাতিক হারের বিপর্যয় হলে এবং এর সাথে সাথে ইস্ট্রোজেনের মান বৃদ্ধি হলে ডিম্বাশয়ে বহুসংখ্যক সিস্টের উদ্ভব ঘটতে পারে।
√Polycystic Ovarian Syndrome যে সব সাধারন লক্ষনসমূহ সৃষ্টি করে তা হল: (১)অনিয়মিত মাসিক স্রাব।(২)মুখমন্ডল,পেটে,বুকে এবং পিঠের দিকে লোম দেখা যায়।যাকে Hirsutisum বলে।
(৩)অতিরিক্ত মাসিক স্রাব।(৪)মুখমন্ডলে ব্রণ দেখা দেয়।
(৫)ঘাড়ে, স্তনের নীচের দিকে,কটি সন্ধিতে কালো বর্নের দাগ দেখা দেয়। (৬)ক্লান্তি,হতাশা ও উদ্বিগ্নতা দেখা দেয়। (৭)তৈলাক্ত চর্ম ও মাথায় খুস্কি দেখা দেয়। (৮)যৌন ক্ষমতা কমে যায়।(৯)পেলভিক অন্চলে বেদনা পরিলক্ষিত হয়।(১০)মাথার চুল পড়ে যেতে থাকে।
√Polycystic Ovarian Syndrome শরীরবৃত্তে অন্যান্য যেসব প্রভাব ফেলে তাহল:
(১)বন্ধ্যাত্ব।(২)বিপাকীয় প্রক্রিয়ার বিপর্যয় দেখা দেয় এর ফলে (৩)LDLকোলেস্টেরলের মান বৃদ্ধি পায়। (৪)HDLএর মান কমে যায়।(৫)ফ্যাটে মান বৃদ্ধি পায়।
(১) K.S=ডিম্বাশয়ের এপিথেলিয়াল কোষের কার্যকর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(২) SIL =ডিম্বাশয়ের এপিথেলিয়াল কোষের শক্তি ও সামর্থতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(৩)C.P =ডিম্বাশয়ের এপিথেলিয়াল কোষের পুনর্গঠনে সাহায্য করে থাকে।
(৪)N.S=ডিম্বাশয়ের এপিথেলিয়াল কোষে অপ্রয়োজনীয় জল বা ফ্লুইড অপসারণে সাহায্য করে থাকে।
সমস্যা আছে ? সমাধানের পথও আছে। “হটলাইন AMARHOMOEO.COM” আপনাদের সাথে নিয়ে খুঁজবে সমাধানের পথ।******* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471 Syed homoeo Hall forest rode,madrasha market,Sherpur,bogura. WWW.Amarhomoeo.com/01721418696,01934981471 Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat