Coronavirusফাইব্রয়েড টিউমার
Fibroid Tumor
🔵 ♀ 🔵
👇👇👇👇
সংজ্ঞা প্রকার কারন লক্ষন চিহ্ন পরিক্ষা – নিরীক্ষা ব্যবস্হাপনা ও চিকিৎসা।
⭕ সংজ্ঞা :
Fibroid :- Uterus এর Myometrium থেকে উৎপন্ন বা সৃষ্ট বিনাইন টিউমারকে Fibroid বলে। ইহা ফাইব্রাস টিস্যু দ্বারা গঠিত।
⭕ প্রকার / type 👇
১. Intramural
২. Submucous
৩.Subserous
Intramural : – Muscle Leyer এর ভিতরে সৃষ্ট হয়ে Muscle Leyer এ থেকে যায়।
Submucous :-Muscle Leyer এর ভিতরে সৃষ্ট হয়ে Mucous এর ভিতরে চলে যায়।
Subserous :-Muscle Leyer এর ভিতরে সৃষ্ট হয়ে Serus এর বাহিরের দিকে চলে যায়।
⭕ কারন / Cases 👇
✔ বয়স জনিত কারন :- ৩৫ – ৪৫ ✔ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনাএবং ২০ বছরের মধ্যে ও সচরাচর হয়ে থাকে।
✔ গর্ভধারণ : – সন্তান হয় না যাদের তাদের সম্ভাবনা বেশি
✔ জাতি : – নিগ্রদের হওয়ার সম্ভাবনা বেশি।
✔ হরমোনাল : – অতিরিক্ত Oestrogen Hormone নির্গত হলে।
✔ জরায়ুর কিছু রোগের কারণে যেমন : – Endometrial Hyperplasia Endometrial ca. Follicular cyst etcবংশগত কারনে।
⭕ লক্ষন :👇
=লক্ষনহীন থাকতে পারে।
=পিরিয়ড সংক্রান্ত লক্ষন –
* Menorrhagia ( পিরিয়ডের রক্তক্ষরন বেশি হবে )*Polymenorrhoea ( পিরিয়ড ঘন ঘন হবে।)
*Dysmenorrhora ( ব্যথাযুক্ত পিরিয়ড )
= লিউকোরিয়া
=তলপেটে চাকা(mass) যেতে পারে।চাকার করনে আরো কিছু বিশেষ লক্ষন
পাওয়া যায় – – ঘন ঘন প্রস্রাব হবে- পুনঃপুনঃ প্রসাব হবে এবং প্রস্রাবে কষ্ট হবে – পায়খানা করতে কষ্ট হবে এবং কোষ্ঠকাঠিন্য
= সাধারন লক্ষন : -রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, অসুস্থাবোধ
⭕ চিহ্ন 👇
= এবডোমিন পরীক্ষা করলে নিম্নলিখিত লক্ষন পাওয়া যাবে –
* এবডোমিনে হাত দিলে একটা চাকা অনুভব হবে
* সাধারনত এবডোমিনের মাঝখানে অর্থাৎ Hypogastic region এ পাওয়া যাবে
* কিছু শক্ত অনুভব হবে
* মসৃন
* চাকাটা পাশাপাশি নড়বে
= পালস : – দ্রুত
=বি পি : – বৃদ্ধি পায়
= তাপমাত্রা : – বৃদ্ধি পায়
= পায়ে শোথ দেখা দেয়
= ভেরিকোসিটি
= রক্তস্বল্পতা
⭕ ⭕ পরীক্ষা – নিরিক্ষা👇
=P/v পরিক্ষা : — সাধারণত বাম হাত এবডোমিনের উপর এবং ডান হাত থাকবে rectrem (1 finger) / vagina (2 finger) পথে ডুকিয়ে দিতে হবে।- প্রথমে vagina পাওয়া যাবে।vagina এর সাথে uterus থাকবে এবং uterus নড়বে।যদি tumour নড়ে তাহলে সেটা uterus এর সাথে জড়িত। – cervix নড়লে যদি tumour নড়ে তাহলে fibroid এবং cervix নড়লে যদি tumour না নড়ে তাহলে ovarian tumour
⭕ Investigation 👇
— U S G of lower abdomine / pelvic organ / uterus / ovary
⭕ জটিলতা 👇
= ক্লিনিক্যাল জটিলতা : –
– Degeneration
– Malignancey ( Carcinoma ) – Tonsion (Sub serous )
– Capsular Haemorrhage – Infection
= স্পেশাল জটিলতা :
– ( র্গভকালিন সময়ে )
– Abortion
– Abnormal Presentation – Abstructed Labor
– A P H & P P Hএ ছাড়াও অতিরিক্ত রক্তপাত রক্তহীনতা মেনোরেজিয়া etc. দেখা দিতে পারে।
⭕ ⭕ ব্যবস্হাপনা এবং চিকিৎসা :👇
* No symptoms No treatment
* প্রোটিন ও আয়রনযুক্ত খাবার খেতে হবে।
* পূর্ণ বিশ্রামে থাকতে হবে
* যদি ফাইব্রয়েডের লক্ষন থাকে তবে লক্ষনভিক্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে হবে ( থুজা কার্সিনোমা আর্স ক্রিয়োজোট ক্যালকেরিয়া কার্ব etc. )যদি রোগীর অবস্থা খারাপ হয় এবং ওষুধ ব্যর্থ হয় তবে সার্জিক্যাল চিকিৎসা দিতে হবে।
* র্সাজিক্যাল চিকিৎসা : – – Myomectomy ( টিউমার কেটে ফেলে দেওয়া )- Hystrectomy ( টিউমারসহ uterus কেটে ফেলে দেওয়া )
Myomectomy :- বয়স অল্প,ফেমিলি complete হয়নি, যদি একটি মাত্র ফাইব্রয়েড থাকে।
Hystrectomy :- বয়স ৪০ এর বেশি,ফেমিলি complete, মেলিগন্যান্ট হলে, যদি অনেক গুলো ফাইব্রয়েড থাকলে।
📍📍📍📍📍📍📍📍📍📍
Definition Type Cause Symptoms Examination – Audit Management Treatment.
⭕ Fibroid:
– A benign tumor that originates from the myometrium of the uterus is called a fibroid. It is made up of fibrous tissue.
⭕ Type👇
1. Intramural
2. Submucous
3.Subserous
Intramural: – Created inside the Muscle Layer and remains in the Muscle Layer.
Submucous: -Muscle is created inside the layer and goes inside the mucous.
Subserous: -Muscle is created inside the layer and goes outside the serus.
⭕ Cases👇
✔ Reasons for age: – 35 – 45 years between the probability and within 20 years and usually.
Pregnancy: – Those who do not have children are more likely
✔ Race: – Negroes are more likely to be.
✔ Hormonal: – Excess estrogen hormone is released.
Due to some diseases of the uterus such as: – Endometrial Hyperplasia Endometrial ca. Follicular cyst etc Hereditary reasons.
⭕ Symptoms:👇
= May be asymptomatic.
= Period Symptoms –
* Menorrhagia (period bleeding will be more)
* Polymenorrhoea (period will be frequent.)
* Dysmenorrhora (painful period)
= Leukorrhea
= The wheel (mass) can go in the lower abdomen. Some more special signs of wheeling
Available – – Will urinate frequently – Will urinate repeatedly and will have difficulty urinating – It will be difficult to defecate and constipation
= Common symptoms: – Anemia, Weight loss, Feeling sick
⭕ Mark👇
= Abdominal tests can show the following symptoms – * If you touch the abdomen, you will feel a wheel * Usually found in the middle of the abdomen, ie in the hypogastic region
* Some will feel stiff
* Smooth
* The wheel will move sideways
= Pulse: – Fast
= BP: – Increases
= Temperature: – Increases
= Swellin
হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
01721418696
01797152527
01934981471
1 thought on “টিউমার/Cyst/overy Cyst/polip cyst”