“অর্বুদ বা টিউমার ”
লক্ষনঃ-
(১) শরীরের চামড়ার উপরে বা ভিতরে উচু হয় থাকে।
(২)নরম তুলতুলে টিউমার।
(৩)পাথরের মত শক্ত টিউমার।
(৪)শিশুদের মাথার নরম তুলতুলে টিউমার।
(৫)টিউমার ব্যথা থাকতে ও পারে,আবার নাও পারে।
★টিউমারের শ্রেষ্ঠ ঔষধঃ-
(১)থুজা টিউমারের শ্রেষ্ঠ ঔষধ।
(২)শিশুদের মাথার নরম টিউমারের ঔষধ ব্যারাইটা কার্ব।
(৩)ক্যাল্কেরিয়া ফসে ও শিশুদের মাথার নরম টিউমার যায়।
(৪)কোনিয়াম ম্যাক ২০০ বা উচ্চ শক্তি আঘাতের কারনে সৃষ্টি ব্যথা যুক্ত টিউমারের প্রধান ঔষধ।
(৫)হেক্লা লাভা ২০০ বা উচ্চ শক্তি ঘাড়ের বা গ্লান্ডের টিউমারের অমোঘ ঔষধ।
(৬)ক্যাল্কেরিয়া ফ্লোর ২০০ বা ১০০০ শক্তি, পাথরের মত শক্ত টিউমারের ক্ষেত্রে খুবই কার্যকরী ঔষধ।
(৭)কেলি ফস ২০০ বিষাক্ত টিউমারের শ্রেষ্ঠ ঔষধ।
★বায়োকেমিক মতেঃ-
(১)ক্যাল্কেরিয়া ফ্লোর ১২ এক্স।
(২)ক্যাল্কেরিয়া ফস ৩০ এক্স হতে ২০০ এক্স।
★টিউমারের ক্ষেত্রে ২০০ শক্তি থেকে উচ্চক্রমে শক্তি পরিবর্তন করে দিতে হয়।
★৫০ সহস্রতমিক শক্তি, এম/২ হতে উচ্চক্রম।
★হোমিও চিকিৎসকের পরমর্শ নিন।
হোমিও ঔষধ সেবন করুন,সুস্থ জীবন যাপন করুন।
–ডাঃআরিফুল ইসলাম আদনান সামি
01721418696