জীবন একটাই – এই কথা সব সময়ে মনে করুন
নিজেকে হারিয়ে ফেলবেন না
মানুষ একবারই পৃথিবীতে আসে। জন্ম নেয়া এবং বেঁচে থাকাটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগ। সময় ও জীবনকে একবার হারিয়ে ফেললে কোনওকিছুর বিনিময়েই আর ফিরে পাওয়া যায়না।
এই কথাটা যদি ভালোভাবে উপলব্ধি করতে পারেন – তবে নিজেকে হারিয়ে ফেলার প্রবণতা অনেকটাই কমে আসবে। জীবনে যা-ই ঘটুক না কেন – আপনি যদি থেমে থাকেন – তবে তা আপনার ক্ষতি।
তাই কিছু না করে বসে থাকার চেয়ে সব সময়ে কিছু একটা করার চেষ্টা করুন। এবং সব সময়ে প্রশ্ন করুন – ”আমি যে কাজটি করছি, জীবনের শেষে কি এটা আমাকে প্রশান্তি দেবে?” , অথবা নিজের জীবনের শেষ মূহুর্ত কল্পনা করুন, এবং সেই অবস্থান থেকে বোঝার চেষ্টা করুন, কি হিসেবে আপনি পৃথিবী থেকে বিদায় নিতে চান? – কেমন মানুষ হিসেবে অন্যরা মৃত্যুর পর আপনাকে মনে রাখলে আপনি সবচেয়ে সুখী হবেন?
হয়তো একদিনে এই প্রশ্নের উত্তর পাবেন না। তাই যতক্ষণ না পাচ্ছেন, উত্তর খোঁজার চেষ্টা করুন। এবং একবার এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পর আর থেমে থাকবেন না। দিনের প্রতিটি মূহুর্ত সেই মানুষটি হয়ে ওঠার পেছনে কাজে লাগান।
এটা যদি করতে পারেন – তবে আর কোনওদিন নিজেকে হারিয়ে ফেলবেন না।