জরায়ুর ফাইব্রয়েড টিউমার(UTERINE FIBROIDS)
********************************************
(১) C.F (২) SIL
জরায়ুর পেশী কলা অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে যে টিউমার হতে দেখা যায় তাহলো ফাইব্রয়েড।৩০-৪০ বছরের বয়সের ২০℅ মহিলাদের মধ্যে এই রোগ আক্রান্তের হার বেশী। জরায়ুর এই টিউমার ইউটারিন মায়োমা,ফাইব্রো মায়োমা ও লাইওমায়োমা নামে পরিচিত। টিউমার সময়ের সংগে ছোট বা বড় হতে পারে। আবার কখন ও মিলিয়ে যেতে পারে। যে সব স্থানে ফাইব্রয়েড টিউমার হয়ে থাকে তাহল জরায়ুর পেশীতে ও ভিতরের ত্বকে,ডিম্বনালীর মুখে, ব্রডলিগামেন্ট ও ডিম্বাশয়ের পাশে।
√জরায়ুর যে স্থানে জন্মায় তার উপর ভিত্তি করে ফাইব্রয়েডকে তিন ভাগে বিভাক্ত করা হয়েছেঃ ★Submucosal Fibroids (সাবমিউকোসাল ফাইব্রয়েড) জরায়ুর গহ্বরের মধ্য পেশীতে বৃদ্ধি পায়। ★Intramural Fibroids (ইন্ট্রামুরল ফাইব্রয়েডস) জরায়ুর পেশীর ভিতরের দেওয়ালে বৃদ্ধি পায়। ★Subserosal Fibroids (সাবসেরোসাল ফাইব্রয়েড) জরায়ুর বাহিরের দেওয়ালে উৎপন্ন হয়।
√Uterine Fibroid বৃদ্ধির কারনসমূহঃ
(১) ডিম্বাশয় থেকে নিঃসৃত Estrogen ও Progestrone Hormoneএর মান বৃদ্ধি।(২)বংশগত।(৩) গর্ভাবস্থায় Estrogn ও Progestrone হর্মোনের মান বৃদ্ধি পেলে (৪)স্থুলতা।
√UterineFibroids এর লক্ষণসমূহঃ
(১) সাবমিউকোসাল ফাইব্রয়েড জরায়ুর মাসিক রক্তপাতকে নিয়ন্ত্রন ক্ষমতাকে পরিবর্তিত করে যার ফলে
(ক) মাসিকের সময় দীর্ঘায়িত হবে এবং প্রচুর রক্তপাত হবে।
(খ) বন্ধ্যাত্ব বা গর্ভপাতের সমস্যা হতে পারে।
(২) ইন্ট্রামোরাল এবং সাবসেরোল ফাইব্রয়েডে ক্ষেত্রে মাসিক রক্তপাত বেশী হয় না।তবে অন্ত্র ও মূত্রাশয়ের উপর ক্রমাগত চাপ পড়ে এর ফলেঃ-(ক) ঘন ঘন প্রস্রাব হয়(খ) মল নির্গমনে (কোষ্ঠকাঠিন্য) সমস্যা হয়।(৩)পেলভিক অঞ্চল এবং কোমরে ব্যাথা।(৪) দুই ঋতুর মাঝখানে ঋতুস্রাব হওয়া।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১) C.F= জরায়ুর পেশীর স্থিতিস্থাপকতা বৃদ্ধির প্রক্রিয়ায় জরায়ুর ফাইব্রয়েড টিউমার নিরাময়ে সাহায্য করে থাকে।
(২) SIL=জরায়ুর পেশীর শক্তি ও সামর্থতা বৃদ্ধির প্রক্রিয়ায় জরায়ুর ফাইব্রয়েড টিউমার নিরাময়ে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.