চুল পড়াসহ অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া বা বংশগত চুল পড়ায় হোমিও চিকিৎসাঃ
চুল ত্বকের অংশ।চুলের পুষ্টি আসে হেয়ার বালবের শিরা-উপশিরা থেকে।তাই চুলের পুষ্টি সঞ্চাল করতে হলে হেয়ার ফলিকের নিচে,ত্বকে গভীরে হেয়ার বাল্বে রক্ত সঞ্চাল বাড়াতে হবে। মাথার চুল পড়ে দিন দিন টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে এমন লোকে সংখ্যা অনেক। প্রতি দিন ১০০টির বেশী চুল পড়লে মাথা ফাকা হতে শুরু করে।
★কেন চুল পড়েঃ
*মানসিক অশান্তি, দুর্শ্চিন্তা, বিষাদগ্রস্ততা, অপুষ্টি ও অবৈজ্ঞানিক উপায়ে ডায়েটিং চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ।
*জ্বর, লিভার, কিডনির অসুখ, কেমোথেরাপি নেয়ার পর, যৌন সমস্যা, রক্তস্বল্পতা, কিছু এ্যলোপ্যাথিক ঔষধ যেমন ইনডোমেথাসিন,জেন্টামাইসিনের কারনেও চুল অতিমাত্রায় পড়ে যেতে পারে।
*খুশকি,উকুন,শুষ্ক ও চটচটে মাথার স্ক্যাল্পও চুলের জন্য শত্রু।
★চিকিৎসাঃ চিকিৎসক রোগীভেদে মুখে খাওয়ার ঔষধ, প্রয়োজনে লোসন, শ্যাম্পো ব্যবহার প্রেসক্রিাইব করেন।
হোমিওপ্যাথি অকাল চুল পড়াসহ অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া বা বংশগত টাকেও একটি কার্যকরী চিকিৎসা। ব্যক্তিস্বাতন্ত্র ও সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।রোগীর সার্বদৈহিক রোগীলিপি প্রস্তুুত করত কনসট্রিটিউশনাল চিকিৎসা দিতে পারলে রোগী পূর্বের ন্যায় সুস্হ্যতা ফিরে পাবে। চুলের চিকিৎসা দীর্ঘমেয়াদে নিতে হয়।তাই ধৈর্য প্রয়োজন এবং লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিবর্তন কাম্য। চুল পড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার
সতেজ ও সুন্দর চুল আমরা সবাই চাই। নানা রকম দুষণ,
মানসিকচাপ, অনিয়মিত খাদ্যগ্রহণ এবং অনিয়ন্ত্রিত জীবন
যাপন, নানারকম অসুখ কিংবা ব্যক্তিগত কারনে বর্তমানে
অনেক অনাবয়সীরই চুল ঝরে যাচ্ছে। চুল
ঝরে যাচ্ছে কিংবা টাক সমস্যায় ভূগছেন? প্রতিদিন
বাইরে বেরোলেই রোদে পুড়ে আর
ধূলোবালি লেগে চুল হয়ে যায় রুক্ষ। তাছাড়া
বাতাসে আর্দ্রতার অভাবেও চুলের চকচকে ভাব
নষ্ট হয়ে যায়। চুল হয়ে যায় শুষ্ক। এতে দেখা
যায় চুল পড়া সহ নানা রকম সমস্যা। মাথার চুল পড়ে যাওয়া
এক অস্বস্তিকর অভিজ্ঞতা। দিন দিন মাথার চুল পাতলা
হয়ে যাচ্ছে অর্থাৎ ঝরে যাচ্ছে বা টাক পড়ে
যাচ্ছে এমন ব্যক্তির সংখ্যা অনেক। মাথার চুলের
আনুমানিক সংখ্যা প্রায় ১ লাখ, এর মধ্যে ৭০ থেকে
১০০টি চুল প্রতিদিন ঝরে যায়। অর্থাৎ প্রতিদিন ১০০টি
চুল পড়া স্বাভাবিক। কিন্তু যখন এই ১০০টির বেশি চুল
পড়ে তখনই মাথার তালু খালি হয়ে যেতে
থাকে।
চুল পড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার
চুল ঝরে যাওয়া কারণ:
চুলে টান লাগাঃ
প্রচলিত একটি ধারণা আছে, রাতে শোয়ার আগে
টান টান করে বেণী বেঁধে ঘুমালে চুল
তাড়াতাড়ি লম্বা হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। চুল কতটুকু লম্বা
হবে তা নির্ভর করে জেনেটিক, হরমোন ও
পুষ্টির ওপর। বরং উল্টো ক্ষতিই হয়ে থাকে। যে
চুলগুলো আরো কিছু দিন মাথায় থেকে তারপর
ঝরে যাওয়ার কথা, তা আগেই ঝরে যায় অতিরিক্ত
টান লাগার কারণে।
প্রসব পরবর্তীঃ
সন্তান প্রসবের দুই থেকে পাঁচ মাস পর হঠাৎ চুল
পড়ে যেতে থাকে। মাথা প্রায় খালিই হয়ে যায়।
২ থেকে ৬ মাস ধরে এ প্রক্রিয়া চলতে
থাকে। তবে আশার বিষয়, এ চুল আবার সম্পূর্ণ
গজিয়ে থাকে।
নবজাতক অবস্থায়ঃ
নবজাতকের মাথার চুল জন্মের পর থেকে ৪
মাসের ভেতর অনেকটা ঝরে যায়। এতে মা-
বাবা ভয় পেয়ে যান, আমার সন্তানের মাথার চুল কি
কম হবে? না, এতে ঘাবড়ানোর কিছু নেই। ৬ মাস
বয়সের সময় আবার চুল গজায়। কখনো কখনো
পুষ্টিহীনতার কারণে চুল গজাতে একটু দেরি
হতে পারে।
জ্বরের পরঃ
কঠিন কোনো জ্বর যেমন নিউমোনিয়া,
টাইফয়েড হওয়ার ২ থেকে ৪ মাস পর হঠাৎ চুল
ঝরতে শুরু করে এবং প্রায় পাতলা হয়ে যায়। কিন্তু
কিছু দিন পর এ চুল আবার গজিয়ে থাকে।
মানসিক কারণেঃ
মানসিক রোগ বা দুশ্চিন্তা যদি বেশি থাকে তবে চুল
পড়ে যায়।
ঔষধেঃ
কিছু কিছু ঔষধে যেমন ক্যান্সারের ঔষধ, যে
চুলগুলো মাত্র গজাচ্ছে, সেগুলোও ঝরিয়ে
দেয়।
অনাহারঃ
ওজন বা মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ
খাওয়া-দাওয়া, একেবারেই ছেড়ে দেয়। এই হঠাৎ
খাওয়া কমানো চুল পড়ার কারণ হতে পারে, যেমনটি
হয় অপুষ্টিজনিত কারণে।
অ্যানড্রোজেন হরমোনঃ
পুরুষ হরমোনের প্রভাবে ২০ থেকে ৩০ বছর
বয়সে পুরুষের কপালের দুই দিকে এবং মাথার মধ্য
অংশে টাক পড়ে। যাকে বংশগত টাকও বলা হয়।
Homeopathic treatment for hair fallঃ
Sulphur:
চর্মরোগের কারণে চুল পড়তে থাকলে
Sulphur 200 শক্তি একমাত্রা সকালে খেতে
পারেন।
Arnica Mont:
চুলের গোরা নরম থাকলে বা হাতে ধরলে
চুল উঠে গেলে Arnica Mont 200 শক্তি
১ফোটা করে সকাল বিকাল দুই’দিন খেতে
পারেন।
Amloki Q:
খাবারে রুচি কম সাথে চুল পড়ে যায় Amloki Q
শক্তি ১০ ফোটা করে সকালবিকাল দুইবার একমাস
খেতে পারেন।
Jaborandi:
চুল পড়ার জন্য Jaborandi Q শক্তি ১০ ফোটা করে
সকালবিকাল দুইবার একমাস খেতে পারেন।
Selenium:
বল ক্ষয়কারী রোগ ভোগের পর বা অতিরিক্ত
ইন্দ্রিয়সেবা জনিত কারনে যেকোন স্থানের
চুল উঠে গেলে Selenium 3x/30 দীর্ঘদিন
খেতে পারেন।
Sepea:
সন্তান প্রসবের পর মাথার চুল উঠে গেলে
Sepea 30 শক্তি তিনবেলা করে ৩দিন খেতে
পারেন।
Calcium Phos:
চুল পড়ার বন্ধের জন্য যেকোন হোমিও
ঔষধের সাথে Calcium Phos 6x ট্যাবলেট চারটি
করে দুইবেলা খেতে পারেন।
ব্যবহারঃ
Arnica Mont Q এবং Jaborandi Q ১ ড্রাম করে ২৫০
গ্রাম নারিকেল তেলের সাথে মিশিয়ে প্রতিদিন
মাথায় ব্যবহার করুন।
পরামর্শঃ
চুলের সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল পড়ে যায়।
খুব সাধারণ নিয়মে চুলের কিছু যত্ন করলে চুল
ভালো থাকে। ১ দিন অন্তর চুল পরিস্কার করা
প্রয়োজন। ভেজা চুল আচড়ানো ঠিক নয়।
অতিরিক্ত আচড়ানোও ঠিক নয়। খাদ্যভাস এখানে একটি
বড় ব্যাপার ফল, শাক সবজি, ডিম, দুধ নিয়মিত খাওয়া
প্রয়োজন।নিয়মিত এবং সঠিক পরিচর্যার ফলে চুল পড়া
রোধ করা সম্ভব। তাই অবহেলা না করে এখনই
চুলের প্রতি যত্নশীল হোন।
.
®নিম্নলিখিত ঔষধগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক সহায়ক:
#Thuja – সাদা আঁশযুক্ত খুশকির কারণে চুল পতনশীল।
#Phosphorous – গুচ্ছাকারে চুলের পতন. এখানে -সেখানে চুল উঠে দাগ পড়ে যায়।
#Vinca Minor – মাথায় টাক দাগের সাথে ত্বকের চুলকানি ,আর্দ্রতা ও অনুজ্জল থাকে। মাথা চুলকাতেই হবে এমন লক্ষণ থাকবে।
#Ammon Mur – চোখের ভ্রু থেকে চুলের পতন।
#Mercurius – সিফিলিসের কারণে চুলের পতন হবে।
#Sulphur – খুব রুক্ষ চুলের সাথে যদি মাথার চুলকানি বিদ্যমান থাকে যা সমুদ্রের কাছে বাস করলে ভাল থাকে।
#Sepia – মেনোপজ বা রজঃনিবৃতি কালে এবং গর্ভাবস্থায় চুলের পতন। মাথা ব্যাথার কারণে চুল পড়ে যায়।
#Acid Phos – বিষাদের কারণে চোখের ভ্রু থেকে, মাথা থেকে এবং যৌনাঙ্গ থেকে চুল পড়ে যেতে পারে।
#Selenium – মাথার খুলি মসৃণ এবং কেশহীন রেখে পুরো মাথার চুল পড়ে যায়। ভ্রু থেকে চুল পড়ে এবং একটি অদ্ভুত চেহারা প্রদর্শিত হতে পারে।
#Alumina – ব্যাপক হারে মাথার খুলির চুল পড়তে পারে।
#Acid Fluor – সিফিলিসের কারণে চুল পড়ে। চুলগুলো শুষ্ক ও অনুজ্জ্বল হয়, ফেটে যায় এবং পরিশেষে ভেঙে যায়। চুল ছিন্ন বা এলোমেলো হয়ে দিপ্তিহীন বা সৌন্দর্যহীন হয়ে পড়ে।
#Natrum Mur – গর্ভাবস্থায় চুলের পতন। দীর্ঘস্থায়ী মাথা ব্যাথা, ক্লান্তিকর সমস্যার কারণে চুল পাকে ও পরে চুল পড়ে যায়।
#Lachesis – গর্ভাবস্থায় চুলের পতন।
#Borax – চুল রুক্ষ এবং ঝুঁটি বেঁধে যায় যা মসৃণভাবে আচঁড়ানো যায় না। এমনভাবে ঝুঁটি হয় শিং এর মত লাগে এবং যা গুচ্ছাকারে পড়ে।
#Pulsatilla – এটি চুল পড়া রোধে চমৎকার।
#Nitric Acid – মাথার তালু থেকে অনেক চুল পড়ে এর সাথে ফুস্কুরিও থাকতে পারে। এটা সিফিলিস, স্নায়বিক মাথাব্যথা, শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। এতে মাথার খুলি
খুব সংবেদনশীল থাকে।
এই তৈল এ আছে,, ব্যস্ত জীবনে চুলের যত্ন | সকল সমস্যার সমাধান হবে তেলেই!
লিখেছেন – dr adnan sami
doctor hair oil
আজকাল সবাই ব্যস্ত। কেউ আর ঘরে বসে থাকে না। প্রতিটা দিনই নতুন করে জীবন যুদ্ধ করতে হয়। এত কিছুর মাঝে নিজের যত্ন নেবার কথা কার মনে থাকে বলুন! খাবার খাওয়াই ঠিক সময়ে হয়ে ওঠে না আর অনেকটা সময় নিয়ে চুলের যত্ন এক প্রকার বিলাসিতা বলা চলে। অথচ আপনার ব্যস্ত জীবনে অযত্ন ও অবহেলায় চুলতো ক্রমেই শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে সব ঝরে পড়ছে! দিন দিন টেকো মাথার লোকদের মতন চুপসে যাচ্ছেন আপনিও? নিজের মাঝে আগের মত কনফিডেন্সও আর দেখতে পান না! চুল তো বাঁচাতেই হবে! শত ব্যস্ততায়ও নিজেকে হারানো যাবে না কোনভাবেই! ভাবছেন এত ব্যস্ত জীবনে চুলের যত্ন কিভাবে একটু সহজ উপায়ে নেয়া যায়? পানির মতই সহজ সমাধান দিচ্ছি! দেখে নিন তাহলে!
doctor hair oil
ব্যস্ত জীবনে চুলের যত্ন নিতে সব জানুন ধাপে ধাপে
১) ব্যস্ত জীবনে চুলের যত সমস্যা
চুলের যত্ন নেবার আগে আমাদের উচিত আগে চুলের সমস্যা খুঁজে বের করা। তারপর সে অনুযায়ী যত্ন নেয়া। কিন্তু আমাদের একটা কমন ভুল হলো সমস্যা না জেনেই এলোপাথাড়ি যত্ন নিতে শুরু করি। এতে আরও হিতে বিপরীত হয়। আসুন জেনে নেই কমন কী কী চুলের সমস্যা আমরা ফেইস করে থাকি-
রুক্ষতা
চুলের আগা ফেটে যাওয়া
অকালে চুল পাকা
চুল পড়ে যাওয়া
মুখ মলিন হয়ে গেল বুঝি? এই সকল সমস্যার কারও একটি, কারো দুটি আবার কারোও বা সবগুলো সমস্যাই আছে। তাহলে কি আলাদা আলাদা হেয়ার কেয়ার করতে হবে? ভয় পাবেন না। একটি সহজ ও আমার সিক্রেট সল্যুশন বলছি!
২) চুলের সব সমস্যার এক সমাধান!
আগের দিনে মা-নানীদের চুল এত কেন সুন্দর থাকত বলুন তো? জানেন, তবুও বলে দেই। তাদের চুলে হাসি খেলত তেলের যাদুতে। শুধুই তেল? উহু! তাদের চুলের যত্ন হতো তেলের সাথে নানান আয়ুর্বেদিক উপাদানে! আমাদের এই শহুরে ব্যস্ত জীবনে চুলের যত্ন নিতে এইসব আয়ুর্বেদিক উপাদান কোথায় পাওয়া যায় তাই ভাবছেন নিশ্চয়ই? হুম! এটাইতো আমার সিক্রেট! আমি আমার ব্যস্ত জীবনে চুলের সব সমস্যার সমাধান হিসেবে খুঁজে নিয়েছি doctor hair oil!
ব্যস্ত জীবনে চুলের যত্ন নিতে dr adnan sami sir ar doctor hair oil
কী কী আছে এতে জানেন? দূর্লভ কিছু আয়ুর্বেদিক উপাদান যা চুলকে মজবুত, ঘন ও কালো করে। আর অকাল পক্কতা থেকেও দূরে রাখে। চুলে পর্যাপ্ত পুষ্টি যুগিয়ে চুলের আগা ফাটাও রোধ করে! আহা! বলে দিলাম আমার সিক্রেট! থাক, আমি সকলের সুন্দর চুলের হাসিতেই মুগ্ধ হতে চাই। ওহ, যা বলছিলাম, 35 rokom ar harbs -এ আছে সাদা থাইম, জবা ফুল, কিজরি বা মালাকাঙ্গনি বীজ আর কালো গোল মরিচের গুঁড়া! এই উপাদানগুলো চুল পাকা রোধ করে, চুলের রুক্ষতা দুর করে এমনকি কালো গোল মরিচ স্ক্যাল্প-কে করে দূষণমুক্ত! সাদা থাইম আর মালাকঙ্গনি বীজ হেয়ার ফলিকল উদ্দীপিত করে নতুন চুলও গজায়!
৩) তেল দিয়ে কি কোনো ইজি হেয়ার প্যাক বানানো যাবে?
শুধু মাত্র doctor hair অয়েল ইউজ করলেই উপকার হবে। তবে খুব দ্রুত উপকার পেতে হলে আপনি কালোজিরার হেয়ার প্যাক ইউজ করতে পারেন। সত্যি বলছি! ব্যস্ত জীবনে চুলের যত্ন নিতে অনেক অনেক ,
ব্যস্ততায় চুলের যত্নে doctor hair oil বিশ্বাস করুন, ক্ষতি নেই একটুও! কালোজিরায় রয়েছে থাইমোকুইনোন, ডিথাইমোকুইনোন, থাইমল ও থাইমোহাইড্রোকুইনোন যা চুলের যত্নে যাদুর মত কাজ করে। চুলের যত্নে কালোজিরার উপকারিতাগুলো বললেই বুঝবেন। বলছি তবে-
কালোজিরা চুলের গোড়া মজবুত করে
মাথার ত্বকে হেয়ার ফলিকল উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে
চুল পাকা রোধ করে
চুল পড়া রোধ করে
তো মাথা থেকে সব চিন্তা ঝেরে ফেলুন! কারণ এই হেয়ার oilআপনি অফডে-তে, মানে সপ্তাহে মাত্র একদিন ইউজ করলেই
উপকরণঃ-যা লন্ডনে র ডা সহ বাংলাদেশের আরো ৫ জন ডাঃ দের পরামর্শ অনুযায়ী,
১.জাফরান
২.কালো কেশুর
৩.নাগদানা
৪.আলোকলতা
৫.দূর্বা
৬.বটের ঝুড়ি
৭.থানকুনি
৮.তেলাকুচা
৯.মেথী
১০.আমলকি
১১.হরতকি
১২.বহেড়া
১৩.জবা
১৪.পেঁয়াজ
১৫.রসুন
১৬.আদা
১৭.লেবু
১৮.তিলের তৈল
১৯.নারিকেল তৈল
২০.প্যারাফিন অয়েল
২১.ভিটামিন ই
২২.ভিটামিন সি
২৩.ম্যানথল অয়েল
২৪.থাইমল অয়েল
২৫.অশবগনধা
২৬.কুচ
২৭.গোলাপ ফুল
২৮.ক্যাসটর অয়েল
২৯.ঘৃত কানচন
৩০.কালোজিরা তৈল
৩১.লাউ
৩২.কুমড়ো
৩৩.আঙ্গুর
৩৪.লং
৩৫.পুই পাতা
৩৬.পারফিউম, বকুল,হাসনা হেনা, রজনীগন্ধা,জুই,বেলী।
ডক্টর হেয়ার অয়েল এর উপকারীতাঃ
*চুল ঝড়া বন্ধ করে
*চুল ঘন কালো উজ্জ্বল করে
*নতুন চুল গজায়
*চুলকে কোমলও মসৃণ করে
*চুল শক্ত ও মজবুত করে
*চুল আঠা হয়না
*চুলের আগা ফাটা রোধ করে
*চুলের গোড়া মজবুত করে
*সুনিদ্রা আনয়ন করে
*মাথা ২৪ ঘন্টা ঠান্ডা করে
*প্রসার নিয়ন্ত্রণ করে
*মেধাও স্মরন শক্তি বৃদ্ধি করে
*মাথা ব্যাথা দূর করে
*দুশ্চিন্তা রোধ করে
এই তৈল যদি আপনার ব্যবহার করার পর উপকারে না আসে তাহলে ছাইয়ের গাদায় ফেলে দিন আর আপনার পরিচিত ১০ জনকে এই তৈল না কেনার পরামর্শ দিবেন।
★
আর যদি উপকার পান তাহলে কিকি উপকার পাইছেন তার একটা ভিডিও করে ডক্টর হেয়ার অয়েল এর পেজ এ ছাড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠুন লক্ষ পতি,আর শেয়ার লাইক ভিডিও তে যদি সবচেয়ে আপনি এগিয়ে থাকেন,,
বাংলাদেশে আমরাই একমাত্র ১০০% ন্যাচারাল হাবস দিয়ে তৈল তৈরী করে থাকি,
students দের অগ্রাধিকার থানা ডিলার শীপ নিতে, কোম্পানি ০১৬২৩১৭১৭১৭,০৯৬০২১১১১৪.
* জরুরী বিজ্ঞপ্তি ******হোমিওপ্যাথিক চিকিৎসা সহজ সরল,পার্শপ্রতিক্রিয়াহীন ও প্রাকৃতিক।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।সুস্হ্য থাকুন। *******dr ai adnan sami //dr Razmina Akter Rakhi01934981471Syed homoeo Hallforest rode,madrasha market,Sherpur,bogura.WWW.Amarhomoeo.com/01721418696,01934981471
Send Message / বার্তা পাঠান / ম্যাসেজ / Chat এ আপনার সমস্যার কথা লিখে পাঠান । তা হলে আপনার সমস্যার কথা অন্য কেউ দেখতে বা পড়তে পারবে না । শুধু মাত্র amarhomoeo এর ডাক্তার আপনার সমস্যার কথা পড়তে বা দেখতে পারবে । এতে গোপনীয়তা বজায় থাকবে । নির্ভয়ে খুলে বলুন সমস্যার কথা ।#গোপন_সমস্যার_স্থায়ী_সমাধান; দয়া করে আগে সবটুকু পড়ুন : অতিরিক্ত হস্ত মৈথুন বা অন্য যেকোন কারণে যাদের স্বাভাবিক যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছেন, বীর্য পাতলা হয়ে গেছে, লিঙ্গের স্বাভাবিকতা নষ্ট হয়ে, ছোট, বাঁকা, আগা মোটা ও গোড়া চিকন হয়ে গেছে, উত্তেজনার সময় পর্যাপ্ত শক্ত না হওয়া, মিলনে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এবং দেহ ও মনে যারা অবসাদগ্রস্থ তাদের জন্য Dr adnan sami homoeopathy treetment হতে পারে আশার আলো।ইহা সেক্স হরমোন ব্যালেন্সের মাধ্যমে বীর্যকে অত্যন্ত ঘাঢ় করে এবং লিঙ্গকে করে সর্বোচ্চ দৃঢ়। homoeo pathi দেহে মেটাবলিজম বাড়ায়, ফলে দেহ ও মনের সকল অবসাদ দূর করে ইহা আপনাকে দিবে অফুরন্ত তারুন্যের প্রাণশক্তি।ভেজালের এই যুগে ৯০% সেক্সুয়াল প্রডাক্টই “সিলডেনাফিল সাইট্রেট” নামক অত্যন্ত ক্ষতিকারক কেমিকেল দ্বারা তৈরী, যা আপনার প্রাকৃতিক যৌন উত্তেজনাকে চিরতরে নষ্ট করে দেয়, আপনার কিডনী ও লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এমনকি ব্রেইনষ্ট্রোকের ও কারণ হয়ে দাঁড়ায় “সিলডেনাফিল সাইট্রেট” সমৃদ্ধ সকল ধরনের ওষুধ।homoeoপৃথিবীতে ২০০০ বছর ধরে সর্বাধিক ব্যবহৃত তারুন্য ও যৌবন ধরে রাখার আদিম রিপু.সম্পুরক।ইহা দেহের সক্ষমতা বাড়াতে আদিম যুগ থেকে সেবন করে আসছে এই homoeo। দয়া করে গুগুলে এ ব্যপার একটু সার্চ করে এর সত্যতা যাচাই করে নিন।পৃথিবীর যেকোন অঞ্চলের মানুষদের থেকে german গড় আয়ু বেশি, কারণ তারা সাড়া জীবন homoeo খায়। সুতরাং dr adnan sami homoeopathy online service homoeopathiখেলে যে আপনার শুধুমাত্র সেক্সুয়াল সমস্যা দূর হবে তাই নয়, এটি আপনার দেহের সার্বিক রোগ প্রতিরেধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাই প্রকারান্তরে homoeo pathy ডায়বেটিকস ও হ্রাস করবে।স্পার্ম কাউন্ট কম থাকার কারনে যাদের বাচ্চা হয়না Homeopathyখেলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।পুরুষাঙ্গ নিয়ে আপনার ভুল ধরনা। পুরুষাঙ্গ কত লম্বা প্রয়োজন ?বাঙ্গালীদের পুরুষাঙ্গ সাধারণত ৫-৬” লাম্বা হয়।কিন্তু প্রত্যেকেই তার পুরুষাঙ্গ নিয়ে বেশ চিন্তায় থাকে।কিভাবে আরো বড় করা যায়।তাদের জন্য এই আর্টিকেল।
একজন মহিলার যৌন সেশনকে বেশী মাত্রায় পরিতৃপ্ত করতে তার পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের আকার – আকৃতি বা পরিমান- পরিমিতি প্রভাবিত করে না৷ এর পরিমিতি মহিলার যৌন চাহিদা পরিতৃপ্ত করতে পারে না৷ যখন সাইজের প্রশ্ন আসে তখন সবার জন্য এক রকম সাইজ কার্যকরী হয় না৷ তাই যৌন কার্যে এটি একটি আপেক্ষিক বিষয়৷
বেশী বড় পুরুষ যৌনাঙ্গ কখনই মহিলাদের খুব বেশী Stimulate করতে পারে না৷ যৌন কার্যকালে গর্ভাশয়ের আগে পর্যন্ত পুরুষ যৌনাঙ্গ পৌঁছলেই তা পরিতৃপ্তির কারণ হয়৷ তা না হলে সঙ্গমকালীন যৌন পরিতৃপ্তি তেমন সুখকর হয়ে ওঠে না৷ এই পরিস্থিতিতে ক্ষেত্রে মহিলারা Satisfied হয় না৷
লিঙ্গ প্রাকিৃতিক ভাবে ছোট বা বড় হয়ে যায়না। এটি শুধু উত্তেজনার সময় পর্যাপ্ত রক্ত সঞ্চালনের মাধ্যমে আকার পরিবর্তন করে। যৌন তৃপ্তির জন্য আকার মুল বিষয় নয়। প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মিলনে এবং সিঙারে আপনার কারুময়তা। আপনি যত বেশি সৃষ্টিশীল পদ্ধতিতে নারীকে “অন” করবেন সে তত বেশি আপনার পার্সোনলিটির প্রতি আবেগী হবে।
লিঙ্গ বড় করে আপনার লাভ কি আপনি কখনো শুনেছেন কোন নারী বড় লিঙ্গে পরিতৃপ্তি পেয়েছে বা বারতি আনন্দ উপভোগ করছে ? আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। অনেক পুরুষ কিংবা নারী পর্ন ফিল্ম দেখে লিঙ্গের আকার এবং মিলেনের সময় নিয়ে নিজের মধ্যে একপ্রকার নেগেটিভ ধারনা করে রাখে। তাঁদের সব কিছুই পরিকল্পিত হয়ে থাকে কারণ এক একটি পর্ন ফিল্ম অনেক দিন ধরে শুটিং করে থাকে তাই ফিল্ম এর সাথে নিজের বাস্তবতা মিলাতে যাবেন না।
আপনার লিঙ্গের আকার আপনার বংশ বা জাতির উপর নির্ভর করবে। তাই এটা নিয়ে চিন্তার কোন কারণ নাই।
আপনার যৌন সমস্যায় ইনবক্সে আমাদের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহন করুন।
যৌন শিক্ষা – জীবনের জন্য শিক্ষা। like/comment/share করতে সাহসী হউন – নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানায় সহায়তা করুন। যৌনতা ছাড়া জীবন অচল – তাই সংসারে সুখের জন্য যৌন শিক্ষা নিন।আপনি এর সত্যতা যাচাই করে নিন google সার্চ করুন “amar homoeo Dr adnan sami 01721418696.01934981471 homoeopathy লিখে /আপনি homoeo treetment amar homoeo online serviceনিতে চাইলে আমাদের নম্বরে কল করুন।আমরা সাড়া দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন সিষ্টেমে homoeo pathy treetment করে থাকি। শুধু মাত্র অনলাইনে, butঅর্ডার করতে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জ 150= টাকা বিকাশে অগ্রীম পাঠাতে হবে। আপনার এলাকার কুরিয়ার অফিসে জমা দিয়ে কোন রকম ঝুঁকি ছাড়াই ও গোপনীয়তা বজায় রেখে আপনি homoeo pathi medicine গ্রহন করতে পারবেন।#বিঃ_দ্রঃ_ দেশে ও দেশের বাহিরে চলছে, আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন !!
👉 * অনলাইনে রোগী দেখে কুরিয়ারে ঔষধ পাঠানো হয় । সমস্যা মনে হলে chambar a থেকে চিকিৎসা নিতে পারেন । ধন্যবাদ
👉 * অমাদের থেকে ঔষধ কিনলে ঔষধের সাথে খাবার নিয়ম লিখে দেওয়া হয় । ওয়েব সাইট থেকে ঔষধ ক্রয় করতে ভিজিট করুন —> www.AmarHomoeo.com
👉 * Money Security – আপনার টাকার নিরাপত্তা কি ? বিস্তারিত জানতে ভিজিট করুন ——> www.amarhomoeo.com
👉 * ওয়েব সাইট থেকে কোন ঔষধ ক্রয় করতে কি ভাবে বিল পরিশোধকরবেন তা জানতে ভিজিট করুন —> www.AmarHOmoeo.com
👉 * আমাদের সরাসরি রোগী দেখার ব্যবস্থা ।
ফোন : 01721418696,01934981471.01797152527( বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা )dr adnan sami
👉* আমাদের ফ্রী প্রেসক্রিপশন সেবা শুধু ছাত্র এবংগরীব মানুষদের জন্য ।সে ক্ষেএে ছোট যে কোন সমস্যায় ফ্রী প্রেসক্রিপশন সেবা দেওয়া হয় । *,, শর্ত প্রযোজ্য www.Amarhomoeo.com
🛑🛑🛑***তবে, সেক্সের সমস্যায় ফ্রী প্রেসক্রিপশন বা টাকার বিনিময়ে প্রেসক্রিপশন সেবা দেওয়া হয় না। টাকার দিয়ে চিকিৎসা নিতে হয় । সমস্যা অনুযায়ী ঔষধ দেওয়া হয় ।
* শর্ত প্রযোজ্য – condition applywww.AmarHomoeo.com
®চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।