চুলপড়া রোধে হোমিওপ্যাথিক চিকিৎসা।dr adnan sami |
চুলপড়া রোগের বিবরণঃ
চুল মানুষের সৌন্দর্যর প্রতিক।তাই সবাই চুলের যন্তে ব্যস্ত।কারো মাথার তালুর চুল উঠিয়া মাথায় টাক পড়ে।কারো মাথার সম্মুখের চুল উঠিয়া কপাল প্রশস্ত হইতে থাকে।আবার কাহারও মাথায় গোল গোল টাক পড়ে।চুল বিহীন টাকের স্হানগুলো তেল তেলে বা খসখসে দেখা যায়।সুশ্রী চেহারা বিশ্রী করিয়া ফেলে।
চুলপড়ার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক বর্ণনাঃ
*ব্যারাইটা কার্ব :-বোকা বুদ্ধিহীন বেটে বামন,স্মরণ শক্তি কম,ভীতু শীত কাতর, এই ধাতুর রোগীদের মাথার চুল উঠিয়া টাক পরিতে থাকিলে ব্যারাইটা কার্ব উপকারী।
*লাইকোপোডিয়াম :-হিংসুক লোভী কৃপন ও ভীরু,গরমে কাতর এই ধাতুর রোগীর অল্প বয়সে মাথার চুল উঠিয়া তালুতে টাক পরিতে থাকিলে লাইকোপোডিয়াম উপকার হয়।
*আর্সেনিক এলব :-অত্যান্ত শীতে কাতর,সৌখিন ব্যক্তিদের মাথার স্হানে গোল গোল টাক পড়ে।এই টাকের স্হানগুলো শুস্ক খস খসে মাথার সম্মুখ দিকের চুল উঠিয়া কপাল প্রশস্ত হইতে থাকিলে আর্সেনিক এলব অব্যর্থ।
*টেলিউরিয়ম :-মাথায় গোল গোল টাক,টাকের স্হান গুলোর মাঝে মাঝে চুলকায় ও চর্মরোগসহ টাক রোগে এই ঔষধ ব্যবহার করিয়া বহু রোগী আরোগ্য হইয়াছে।
সিলেনিয়াম :-হস্তমৈথুন,সপ্নদোষ কিংবা বাহ্যে প্রস্রাবের পর অসাড়ে শুক্রপাত হইয়া ক্রমশ জীর্ণ দুর্বল রোগীদের মাথার স্হানে স্হানে রিংগের মত গোলাকার টাক পড়ে অথবা কারো চুল উঠিয়া মাথার চাদিতে টাক পড়ায় ইহা অব্যর্থ। ভ্রু,গোফ,দাড়ী বা লিঙ্গস্হানের চুল উঠিয়া গেলেও সেলিনিয়ম উপকারী।
কেশপতনের হোমিওপ্যাথিক একক ঔষধ নির্বাচন রেপার্টরির সাহায্যেঃ
REPERTORYby Oscar E. BOERICKE, M.D.
Presented by Médi-T
HEAD
HairFalling out (alopecia) — Alum., Ant. c., Ars., Arundo, Aur., Bac., Bar. c., Calc. c., Calc. iod., Carbo v., Chrysar., Fluor. ac., Graph., Hyper., Kali c., Lyc., Mancin., Mez., Nat. m., Nit. ac., Petrol., Phos. ac., Phos., Pix liq., Selen., Sep., Sil., Strych. ars., Syph., Thallium, Thuya, Thyr., Sphingur., Vinca, Zinc. m.
*চুলপড়ার বাইওকেমিক চিকিৎসাঃ
ক্যালকেরিয়া ফস :-রক্ত শুন্য দুর্বল,ফেকাশে রোগীদের মাথায় চুল উঠিয়া টাক পড়ায় ইহা উপকারী।লক্ষণ অনুসারে হোমিও ঔষধ ব্যবহারের মাঝে মাঝে ক্যালকেরিয়া ফস সেবন করিলে আরো শীঘ্র উপকার পাওয়া যায়।
*পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্হাঃ
জ্যাবোরান্ডি এক ভাগ নয় ভাগ নারিকেল তৈলের সহিত মিশাইয়া টাকের স্হানে প্রত্যাহ দুইবার বাহিক ব্যবহারে টাকের স্হানের চুল গজায়।সাবান ব্যবহার করা নিষেধ।লঘু পুষ্টিকর আহার ব্যবস্হেয়।চুল ছোট রাখিবে,শীতল জলে প্রতেহ্য গোসল করা ভাল।