Covid-19 করোনা ভাইরাস
মাথার চুল পড়া থেকে যৌন অক্ষমতা- এমন কিছু নেই যেটা করোণা সংক্রমণ থেকে ভাল হয়ে যাবার পরও কেউ ভুগতে পারে না।সুস্থ হওয়ার পরও লম্বা সময় ধরে অনেকে ভুগে বলে Long COVID নামের নতুন এক পরিভাষার জন্ম হয়েছে। যন্ত্রণা পাবার এই “long” সময়টুকু কার জন্য কতদিন/মাস/বছর সেটা স্পষ্ট করে বলার মতো কোন পদ্ধতি এখনও বের হয়নি।সবার এমনটি হবে তা কিন্তু নয়। আর যার Long COVID হবে তার কোন সমস্যা(গুলি) হবে বা সেটা কেন হবে তাও অজানানীচে কোভিড থেকে সুস্থ হবার পরেও কি কি Symptom একজন মানুষকে ভোগাতে পারে তার লিস্ট দেয়া হল।১. স্নায়ুতন্ত্র===-খিচুনি-শরীরে কাপুনি-দেহের অভ্যন্তরে ভাইব্রেশন সেন্স-হাতে-পায়ে ঝাকি মারা-রাতে রহস্যময় ভয়ানুভূতি-মস্তিষ্কে ধোঁয়াশা-বিভ্রান্তি বা কনফিউশন-ভুলে যাওয়ার প্রবণতা-হাত-পা আঙ্গুলে অবশতা, শক্তিহীনতা-অত্যধিক দুর্বলতা, জীবন্ত লাশের মতো অনুভূতি২. চর্ম (Skin)===-চুলকানি-খসখসে আশ-লাল লাল ফুসকুড়ি-শুষ্কতা-লাবণ্য কমে যাওয়া-চামড়ায় গুটি বা দানা৩. হার্ট===-বুক ধড়ফড়-বুক বরাবর ছুরি মারার মতো ঘাই,-হাঁপিয়ে ওঠা-প্রেসার কমে যাওয়া-প্রেসার বেড়ে যাওয়া-বসা থেকে দাঁড়ালে বা একটু হাঁটলে হার্টরেট অনেক বেড়ে যাওয়া৪. অনুভূতি (Sensation)===-ঘ্রাণহীনতা বা অন্যরকম ঘ্রাণ পাওয়া-ভুতুরে ঘ্রাণ-স্বাদহীনতা-হাত পা জ্বালাপোড়া-রাতে অদ্ভুতেরো শব্দ শোনা-চোখে আলোর ঝলকানি-কানে ঝিনঝিন বা ভো ভো করা-জ্বর ছাড়াই জ্বর জ্বর অনুভূতি-জ্বর আসা যাওয়া-যৌনানুভূতিতে সমস্যা৫. Menstruation==-অনিয়মিত স্রাব-মাসিক বন্ধ থাকা৬. ফুসফুস (Respiratory)===-শ্বাসকষ্ট-কাশি (শুতে গেলে বেড়ে যাওয়া)-বুকে চাপ চাপ লাগা-অ্যাজমার সমস্যা বেড়ে যাওয়া-কাশির সাথে শ্লেষ্মা-ঘুমের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন কমে যাওয়া-অক্সিজেনের উপর নির্ভরশীলতা৭. মানসিক===-বিষন্নতা-দুশ্চিন্তা-হতাশা-বিচ্ছিন্নতাবোধ-একাকীত্ব বোধ-কষ্টগুলি অনেকে বিশ্বাস করছে না এ নিয়ে দুঃখবোধ-অস্তিত্বহীন কিছু দেখা বা শোনা৮. ঘুম===-অনিদ্রা-অযথা ঘুম ভেঙ্গে যাওয়া-বসে ঘুমানো প্রবণতা৯. পেট===-ডায়রিয়া-ঢেকুর-পেট ফাঁপা ভাব-খাদ্যনালীতে খাদ্য আটকে যাচ্ছে এরকম অনুভূতি-মলের রং পরিবর্তন-মলত্যাগের ওপর নিয়ন্ত্রণহীনতা-প্রস্রাবের উপর নিয়ন্ত্রণহীনতা-পেটে কামড় বা মোচড়-ক্ষুধা মন্দা১০. মাথা, ঘাড় ও মুখ===-চুল পড়া-চোয়ালে ব্যথা-সাইনাসের সমস্যা-গ্ল্যান্ড ফুলে যাওয়া- লালা গ্রন্থি (Parotid gland) ফুলে যাওয়া-সাময়িক মুখ বাঁকা হয়ে যাওয়া-মাথাব্যথা-কথা বলায় জড়তা-মুখে ঝিনঝিন শিনশিন-মাড়িতে ব্যথা১১. চোখ===-চোখে ঘোলা দেখা-চোখের সামনে কিছু ভাসতে দেখা-স্ক্রিন বা আলোতে ঝাপসা দেখা-হঠাৎ হঠাৎ কুয়াশাচ্ছন্ন দৃষ্টি১২. ব্যথা==-মাংসে ব্যাথা-পিঠে ব্যথা-ঘাড়ে ব্যথা-কাঁধে ব্যথা-পেশিতে cramp-গলা ব্যথা-মাথা ব্যথা১৩. হরমোন==-ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা-থাইরয়েডের সমস্যা দেখা দেওয়া-পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়াএর বাইরে আপনার অথবা আপনার স্বজন বা রোগীর Post Covid / Long COVID (কোভিড সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার পরবর্তী) অন্য কোন দীর্ঘমেয়াদী যন্ত্রণার অভিজ্ঞতা থাকলে দয়াকরে কমেন্টের ঘরে লিখুন।
আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Amarhomo
ডাঃআরিফুল ইসলাম আদনান সামি ইলেক্ট্রা হোমিওপ্যাথি
সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
01721418696