01721418696
MACROCYTIC MAGALOBLASTIC ANEMIA ( ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক এনিমিয়া)
Chemical Analysis of Plants Medicine এর গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় ম্যাক্রোসাইটিক ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া নিরাময়ে কারণসমূহ অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
অস্থি মজ্জায় ভিটামিন বি ১২ এবং ফোলিক এসিডের অভাব হলে লোহিত কণিকা বড় হয়ে যাওয়াকে ম্যাক্রোসাইটি বলা হয়। রক্তশূন্যতার স্তর হল
ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক এনিমিয়া।
ভিটামিন বি১২ এর কাজসমূহঃ
(১) অস্থি মজ্জাতে লোহিত কনিকা গঠনে ও পুষ্টিতে সাহায্য করে।
(২) দেহের প্রয়োজনে কতকগুলি প্রয়োজনীয় ব্যাক্টেরিয়া বৃদ্ধি করে।
(৩) দৈহিক বৃদ্ধি ও পুষ্টির জন্য।
(৪) স্নায়ুর উন্নয়নে কাজ করে।
# ভিটামিন বি১২ কমে যাওয়ার কারণসমূহঃ
(১) পাকস্থলী ক্রমিক ক্ষয় প্রাপ্তির জন্য পাকস্থলীর প্রদাহপূর্ণ রোগ।
(২) পাকস্থলীর ক্ষত।
(৩) পাকস্থলী ও অন্ত্র পচারে কিছু অংশ কেটে ফেলা।
(৪)Crohn’s Disease.
(৫)Coeliae Disease.
(৬) পার্নিসাস এনিমিয়ার জন্য প্রোটিনের অভাবজনিত কারণে ভিটামিন বি১২ শোষন না হাওয়া।
(৭) খাদ্যে ভিটামিন বি১২ গ্ৰহন না করা।
(৮) Addison’s Disease
(৯) Vittiligo.
ভিটামিন বি১২ এর অভাবজনিত লক্ষণ ও
চিহ্নসমূহ ঃ
(১) ক্লান্তি বা পরিশ্রান্ত।
(২) মাংশ পেশীর দূর্বলতা।
(৩)ক্ষুধাহীনতা।
(৪) ওজন কমে যাওয়া
(৫) ডায়রিয়া।
(৬)বমি ভাব।
(৭)Fast Heart Beat.
(৮)Tender Tongue
(৯) পায়ের অসড়তা বা হাতর অসড়তা ভাব।
(১০) শ্বাস – প্রশ্বাসের হ্রাস।
(১১) ব্যক্তিত্বের পরিবর্তন।
(১২) চাল চলনে অস্থিরতা।
(১৩)মানসিক ক্ষেত্রে ভূলে যাওয়া অভ্যাস।
Normal Value Range B12 ( ভিটামিন বি১২এর স্বাভাবিক মান)
√ 160 to 950 Picogrames per Milliliter (pg/ml) or 118 to 701 Picomoles per Liter ( pmol/L)
ফোলাট ( Folate) বা ফোলিক এসিড (Folic Acid or B9) এর কাজসমূহঃ
(১) অস্থি মজ্জাতে লোহিত কনিকা গঠনে ও পুষ্টিতে সাহায্য করে।
(২)কোষের নিউক্লিয়াসে ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড তৈরী করে।
# ফোলাট ( Folate) বা ফোলিক এসিড (Folic Acid or B9) কমে যাওয়ার কারণসমূহঃ
(১) ফোলিক এসিড জাতীয় খাদ্য গ্রহন না করা।
(২) Crohn’s Disease.
(৩) Celiac Disease.
(৪) সুনির্দিষ্ট অংশে ক্যান্সার রোগ (চর্ম, অস্থি, মাংশপেশী, তরুণাস্থি,রক্তের সংবহন নালী, লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা)
(৫) Kidney Dialysis.
(৬) জেনেটিক।
(৭) ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
( Alcohol
★ Acid
★ Birth Control Pills
★Estrogens
★Tetracyclines
★Ampicillin.
★Erythromycin
★ Choramphenicol.
★Methotrexate.
★ Penicillin
★Aminopterin
★Phenytoin.
★Phenobarbital.
★Drugs to treat Malaria)
(৮) অতিরিক্ত অ্যাকোহল সেবন।
# ফোলাট ( Folate) বা ফোলিক এসিড (Folic Acid or B9) কমে যাওয়ায় লক্ষণসমূহঃ
(১) ক্লান্তি।
(২) শক্তিহীনতা।
(৩) শ্বাস – প্রশ্বাস হ্রাস।
(৪) হলুদাভ চর্ম।
(৫) হালকা মাথা ব্যাথা।
(৬) দ্রুত হৃৎস্পন্দন।
(৭) ওজন কমে যাওয়া।
(৮) ক্ষুধাহীনতা।
(৯) কানে ঘন্টা বাজার শব্দ।
(১০) চুল ধুসর বর্ণ।মুখগহ্ব
(১১) মুখগহ্বরে ক্ষত।
(১২) জিহ্বা ফুলে যাওয়া
(১৩) বৃদ্ধির সমস্যা।
(১৪) মনোযোগের সমস্যা।
(১৫) ডায়েরিয়া।
(১৬) দূর্বলতা।
(১৭) তন্দ্রা।
Normal Values Folic Acid or Folate (রক্তে ফোলিক এসিডের বা ফোলাট এর স্বাভাবিক মান)
★2.7 to 17 Nanograms per Milliliter ( ng/ml) or 6.12 to 38.52 Nanomoles per Liter nmol/L.
Examination of Magaloblastic Anemia
(A) Blood Film Test :
এই পরীক্ষায়
(1) RBC এর আয়তন বড় পাওয়া যাবে।
(2) WBC এর মান পরিমিত মাত্রায় কম পাওয়া যাবে।
(3)WBC এর নিউট্রিফিলের মান পরিমিত মাত্রায় কম পাওয়া যাবে। এ ছাড়া নিউট্রিফিলের
বহুমূখীতার উপস্থিতি দেখা যেতে পারে।
(B) Bone Marrow Change.
(C) Special Test :
(1) Serum Vitamin B12 Assay
এই পরীক্ষায় সিরামে ভিটামিন বি১২ এর মান কম পাওয়া যাবে।
(2) Radioactive Vitamin B12 Absorption
এই পরীক্ষায় বি১২ এর শোষন কম পরিলক্ষিত হবে।
Special Test (Folate)
(1) Serum Folate Assay
এই পরীক্ষায় সিরামে ফোলাট কম পাওয়া যাবে।
(2) Radioisotope Assay.
(3) FIGLU Test.
Macrocytic Magaloblastic Anemia নিরাময়ে যে সব বিষয়সমূহের গুরুত্ব আরোপ করতে হবেঃ
(১) ফোলাট বা ফোলিক এসিড ও ‘বি১২’পরিপূরক ভেষজ প্রয়োগ।
(২) যে সব উল্লেখিত কারণসমূহ ফোলাট বা ফোলিক এসিড ও ‘বি১২ কমায় সেই সব কারণসমূহ অপসারণ, নিস্ক্রয়করন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা।
ফোলাট বা ফোলিক এসিড ও ‘বি১২’পরিপূরক ভেষজ প্রয়োগ।
ভিটামিন ‘বি১২’ পরিপূরক ভেষজসমূহঃ
√ ANGELICA SINENSIS RADIX
(অ্যান্জেলিকা সিনেনসিস রেডিক্স)
Botanical Name :
Angelica Sinensis
Common Name :
Chinese Angelica,Donggui,
Dong Quai,Tang – Kuei.
এই ভেষজের গঠিত সক্রিয় রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
★ সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
√ Ferulic & other Organic Acids.
√ Ligustilide.
√ Polyssacride.
√ Anino Acids.
√ Phytoestrogen.
√ Carvacrol.
√ Vanillic Acid.
√ Folinic Acid.
√ Beta Sitosterol.
√ Fulcarinol.
√ Nicotinic Acid.
√ Scapolatin.
√ Phytosterol.
√Minerals : Iron ,Silicon, Phosphorus,Selenium, Potassium, Magnesium, Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A, B2,B5,B12,C,E,Folic Acid or Folate.
এই ভেষজে অধিকতর পুষ্টি উপাদান Folic Acid & B12
√ SPIRULINA ( স্পিরুলিনা)
এই ভেষজে গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Vitamin-AB2,B3,B6,D,E,K, B12, B Complex.
√Minarels-Iron,Calcium, Magnesium,Posphorus, Potasium,Sodium,Selenium, Chromium.
√Beta Carotine.
√chlorophil.
√Amino Acids.
√FattyAcids.
√Enzymes.
√Protien.
√Lipids.
উল্লেখিত পুষ্টি উপাদানের মধ্যে সর্বাধিক মাত্রায় আছে যে সব পুষ্টি উপাদানসমূহঃ
√Iron √Vitamin-B2,B3,B6, B7, B12,,E, √ Beta Carotine.
√ FUCUS VESICULOSIS
(ফিউকাস ভেসিকিউলোসিস)
# Common Name: Black Tang,Kelp Ware,Cut weed, Bladdar Fucus, Sea Wrack.
ফিউকাস ভেষজ গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√ ভিটামিনঃ এ,থায়ামিন (বি১), নিকোটিনিক এসিড (বি৩), ফোলিক এসিড, রাইবোফ্লাবিন(বি২), প্যান্টোথেনিক এসিড(বি৫), ভিটামিন বি৬,বি১২,সি,ই।
√ধাতব লবনঃ অ্যালুমিনিয়াম আর্সেনিক, ব্রোমাইন, ক্যালসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম,কোবাল্ট,ফসফরাস, আয়রন, মার্কারি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সালফার, সিলিকন, লেড,পটাসিয়াম, সেলিনিয়াম, আয়োডিন,স্ট্রোনটিয়াম,ক্লোরিন, নিকেল,টিটানিয়াম,সোডিয়াম।
উল্লেখিত ধাতব লবণসমূহের মধ্যে-
★সবচেয়ে কার্যকর-পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম।
★ অধিক উচ্চে কার্যকর – আয়োডিন ও সোডিয়াম
অন্যান্য উপাদানঃ
√ প্রোটিন।
সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
ক) এলজিনিক এসিড(Alginic acid)
খ)ফুকোআইডান ( Fucoidan)
√ VISCUM ALBUM
(ভিস্কাম এল্বাম)
Botanical Name :
Viscum Album
Common Name :
Mistletoe, Brid Lime, Golden Bough, Devils’ Fuge.
এই ভেষজের গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√ Alkaloids.
√ Lectins.
√ Avicularin.
√ Arabinose.
√ Myristic Acids.
√ Resins.
√ Tannin
√ Mucilage.
√ Oleanolic Acid.
√ Quercetin
√ Minerals : Cadmium, Iron, Magnesium, Potassium, Sodium, Calcium, Copoer, Iodine.
√Vitamins : Vitamin B12.
√ GINSENG (জিনসেং)
সাধারণ নাম বা অন্যান্য নামঃ এশিয়াটিক জিনসেং,চাইনিজ জিনসেং,কোরিয়ান জিনসেং,রেড কোরিয়ান জিনসেং,রেন শেন।
রাসায়নিক উপাদানঃ জিনসেং বিভিন্ন রাসায়নিক উপাদানের আরোপিত নাম #Gensenosides (জিনসেনোসাইড)। এর রাসায়নিক উপাদানের নাম হলঃ
phenolic acid,Flavonoid and Triterponoid,saponin. এছাড়া ধারণকৃত অন্যান্য উপাদান সমূহ হলঃ
essential oil,
peptidogly can,
polysacharide,
nitrogen contain compound fatty acid. #Vitamin:B1,B2,B12,B Complex,Choline, Nicotinic Acid.
Minerals:বায়োটিন(Biotin) ক্যালসিয়াম(Calcium)কপার (Coper), আয়রন(Iron), ম্যাঙ্গানিজ(Manganese), জিঙ্ক(Zinc)
√ LEPIDIUM MEYENIL
(লিপিডিয়াম মায়েনিল)
Botanical Name: Lepidium Meyenil.
Cmmon Name:Maca
এই ভেষজের গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহ
√পুষ্টি উপাদানসমূহঃ
★পানি-১০℅
★কার্বোহাইড্রেট-৫৯%
★প্রোটিন-১০-১৪%
★আঁশ-৮.৫%
★ফ্যাট-২.২%
ধাতব লবনসমূহঃ
√বেশী মাত্রায় ধাতবলবনসমূহঃ
★ক্যালসিয়াম
★পটাসিয়াম।
★আয়রণ
★আয়েডিন
√অন্যান্য ধাতব লমনসমূহঃ
★কপার
★ম্যাঙ্গানিজ
★জিঙ্ক
★ম্যাগনেসিয়াম
★সালফার
★সেলিনিয়াম
Vitamins: Riboflavin(B2), Thiamine(B1),Vitamin B6,B12,E,P, C.
প্রধান সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
★Alkaloid Macaridin.
★Saponin.
★Macanides.
★Glucosinolates.
√অন্যান্য রাসায়নিক উপাদানসমূহঃ
★MTCA.
★Tannin.
★Teroenoids.
পুষ্টি উপাদান ভিটামিন ‘বি১২’ কার্যকর ক্ষমতা অনুসারে ভেষজসমূহের শ্রেনী বিভাজনঃ
√Highly Effective Herbs ( অধিকতর কার্যকর ভেষজসমূহ)
★ANGELICA SINENSIS RADIX
(অ্যান্জেলিকা সিনেনসিস রেডিক্স)
★ SPIRULINA ( স্পিরুলিনা)
√General Effective Herbs ( সাধারণভাবে কার্যকর ভেষজসমূহ)
★FUCUS VESICULOSIS
(ফিউকাস ভেসিকিউলোসিস)
★VISCUM ALBUM
(ভিস্কাম এল্বাম)
★LEPIDIUM MEYENIL
(লিপিডিয়াম মায়েনিল)
★GINSENG (জিনসেং)
ফোলাট বা ফোলিক এসিড পরিপূরক ভেষজসমূহঃ
√ ANGELICA SINENSIS RADIX
(অ্যান্জেলিকা সিনেনসিস রেডিক্স)
Botanical Name :
Angelica Sinensis
Common Name :
Chinese Angelica,Donggui,
Dong Quai,Tang – Kuei.
এই ভেষজের গঠিত সক্রিয় রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
★ সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
√ Ferulic & other Organic Acids.
√ Ligustilide.
√ Polyssacride.
√ Anino Acids.
√ Phytoestrogen.
√ Carvacrol.
√ Vanillic Acid.
√ Folinic Acid.
√ Beta Sitosterol.
√ Fulcarinol.
√ Nicotinic Acid.
√ Scapolatin.
√ Phytosterol.
√Minerals : Iron ,Silicon, Phosphorus,Selenium, Potassium, Magnesium, Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A, B2,B5,B12,C,E,Folic Acid or Folate.
এই ভেষজে অধিকতর পুষ্টি উপাদান Folic Acid & B12
√ GINSENG (জিনসেং)
সাধারণ নাম বা অন্যান্য নামঃ এশিয়াটিক জিনসেং,চাইনিজ জিনসেং,কোরিয়ান জিনসেং,রেড কোরিয়ান জিনসেং,রেন শেন।
রাসায়নিক উপাদানঃ জিনসেং বিভিন্ন রাসায়নিক উপাদানের আরোপিত নাম
#Gensenosides (জিনসেনোসাইড)। এর রাসায়নিক উপাদানের নাম হলঃ
phenolic acid,Flavonoid and Triterponoid,saponin. এছাড়া ধারণকৃত অন্যান্য উপাদান সমূহ হলঃ
essential oil,
peptidogly can,
polysacharide,
nitrogen contain compound fatty acid. #Vitamin:B1,B2,B12,B Complex,Choline, Nicotinic Acid.
Minerals:বায়োটিন(Biotin) ক্যালসিয়াম(Calcium)কপার (Coper), আয়রন(Iron), ম্যাঙ্গানিজ(Manganese), জিঙ্ক(Zinc)
√ ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
Botanical Name :
ALLIUM SATIVUM
Common Name:
Garlic, Poor Man’s Treacle, Bauang,Bawang.
এই ভেষজের গঠিত রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√33 Sulfur Compounds ( Aliin,Allicin,Ajoene, Allylpropyl,Disulfide,Diallyl Trisulfide,Sallylcysteine, Vinyldithiines,
S-Allylmercaptocystein, and others).
√ Several Enzymes (Allinase,Peroxidases, Myrosinase,& Others)
√17 Amino Acids(Arginine & others)
√ Saponin.
√ Anthocyanin.
√ Quercetin.
√ Volatile Oil.
√ Minerals : Iron, Manganese,Phosphorus,
Sulfur,Sodium,Selenium, Potassium, Magnesium, Copper,Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A,B1, B2,B3,B5,B6,B12,C,E,K, Folate,Folic Acid.
√ ALFALFA (আলফালফা)
Botanical Name :
Medicago Sativa
# Common Name : Buttala herb, Lucerne purple Medic
আলফালফাকে উদ্ভিদ জগতের পিতা এবং ভেষজসমূহের মধ্যে পাওয়ার হাউস (power house) বলা হয়।
আলফালফাতে পুষ্টি ও রাসায়নিক উপাদানমূহ হচ্ছেঃ
√ ভিটামিনসমূহঃ ভিটামিন – এ,বি২,বি৩,বি১২,ডি,ই,কে,ইউ,সি,নিয়াসিন, বায়োটিন, প্যান্টোথেনিকএসিড,ইনোসিটল,ফোলিক এসিড।
√ ধাতব লবনঃ ক্যালসিয়াম,ফসফরাস, পটাসিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, সালফার, কপার,ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ,আয়রন, কোবাল্ট,বোরন,নিকেল,লেড,স্ট্রোনিয়াম,মলিবডেনাম,জিঙ্ক।
√ প্রোটিনঃ অ্যামাইনো এসিড।
√ কার্বোহাইড্রেট।
√ সুগার।
√ ফ্যাটি এসিড।
√ফাইবার।
√এনজাইম।
√ক্লোরোফিল।
√ আঁশ।
দুধ,ডিম,গরু ও খাসির মাংসে যে পরিমান প্রোটিন আছে এর সমান ওজনের আলফালফাতে বেশি পরিমান প্রোটিন পাওয়া যায়। যেমন আলফালফাতে প্রোটিন ১৮.৯%,গরুর মাংসে ১৬.৫%,ডিমে ১৩.১%, দুধে ৩.৩%। এছাড়া ডিম, দুধে যে পরিমান ক্যালসিয়াম আছে তার থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম আছে আলফালফাতে।
আলফালফাতে যে সব এনজাইম আছে তা হলোঃ
√ অ্যামাইলেজ- শর্করা জাতীয় খাদ্য ভাঙ্গতে সাহায্য করে।
√ কোয়্যাগিউলেজ- দুধ এবং রক্ত জমাট বাধার কাজ করে।
√ ইমালশিন- সুগার ভাঙ্গতে সাহায্য করে।
√ ইনভার্টেজ লাইপেজ, পেকটিলেজ,পারক্সইডেজ, প্রোটিয়েস- চর্বি ভাঙ্গতে সাহায্য করে।
আলফালফাতে রাসায়নিক উপাদানসমূহ:
√ Alkaloids( Aspragine, Trigonelline)
√ আইসোফ্লাভোনয়েড (Isoflavonoid)
√Phytoestrogenic Compounds ( Formononetin, Coumestrol)
√ সাপোনিন (Saponins)
√ স্টেরল (Sterol)
√ ফ্লাভোনয়েড (Flavonoid)
√ কোউমারিন (Coumarin)
পুষ্টি উপাদান ভিটামিন ফোলাট বা ফোলিক এসিডের কার্যকর ক্ষমতা অনুসারে ভেষজসমূহের শ্রেনী বিভাজনঃ
—–***
পুষ্টি উপাদান ভিটামিন ফোলাট বা ফলিক এসিডের কার্যকর ক্ষমতা অনুসারে ভেষজসমূহের শ্রেনী বিভাজনঃ
√Highly Effective Herbs ( অধিকতর কার্যকর ভেষজসমূহ)
★ANGELICA SINENSIS RADIX
(অ্যান্জেলিকা সিনেনসিস রেডিক্স)
√General Effective Herbs ( সাধারণভাবে কার্যকর ভেষজসমূহ)
★ ALFALFA (আলফালফা)
★ ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
★GINSENG (জিনসেং)
[ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক এনিমিয়া নিরাময়ে পরিপূরক ভেষজ এক সংগে ২/৩ টি প্রয়োগ করা যাবে।]
#
ডাঃ আরিফুল ইসলাম আদনান সামি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে বা সরাসরি চেম্বারে সৈয়দ হোমিও হল ফরেস্ট রোড আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া
ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ
01721418696