
অগ্ন্যাশয় প্রদাহ(Pancreatitis)
********************************
(১)F.P (২) C.S (৩) N.S (৪)M.P

#অগ্ন্যাশয় প্রদাহের কারসমূহঃ
(১)পিত্তনালীতে পাথর।(২) অতিরিক্ত মদ্য পান।(৩)রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি। (৪)অ্যালোপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া।(৫) অতিরিক্ত স্থূলতা।(৬)ডায়াবেটিস(৭)পেটে আঘাত পাওয়া।(৮)মাম্পস।(৯)ফ্যাট বৃদ্ধি।(১০)বংশগত।
(১১)অগ্ন্যাশয়ে ক্যান্সার।(১২)ইমিউন পদ্ধতির বিপর্যয়।(১৩) সংক্রমণজনিত।(১৪)হাইপারপ্যারাথাইরয়েডিজম।
(১৫)ধুমপান।(১৬)অগ্ন্যাশয়ে টিউমার।
#অগ্ন্যাশয়ের প্রদাহের লক্ষণসমূহঃ
কোন কারনে উপর পেটে হঠৎ মাঝারি হতে তীব্র বেদনা দেখা দেয় তাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলে।
#অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের লক্ষণসমূহঃ
(১)উপরের পেটে ও পিঠে তীব্র বেদনা যা স্পর্শ করলই অনুভূত হয়।(২)পেট ফোলা ও শক্ত যাওয়া।(৩)বমি ও বমিভাব।(৪)জ্বর।(৫)দ্রুত হৃৎস্পন্দন।
#ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের লক্ষণসমূহ।
(১)ডায়েরিয়া।(২)ওজন কমে যাওয়া।(৩)ঘন ঘন পেট ব্যাথা।
(৪)ফেনা বা তেল মিশ্রিত পায়খানা।(৫)হজম শক্তি কমে যায়।(৬)অগ্ন্যাশয় ও পিত্তবাহী নালী বন্ধ হয়ে যাওয়া।(৭)অতিরিক্ত ঘাম হওয়া।(৮)শ্বাস-প্রশ্বাসের হ্রাস।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
.(১)F.P=রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
(২) C.S=ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
(৩) N.S = অগ্ন্যাশয়ের কার্যকর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
(৪)M.P=অগ্ন্যাশয় টিস্যুর আক্ষেপিক টানজনিত প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.