Alzhimer’s Disease (স্মৃতিভ্রংশ রোগ

Alzhimer’s Disease (স্মৃতিভ্রংশ রোগ):
*************************************
(১) K.P (২) M.P (৩) C.P
অ্যালজাইমার রোগে স্মৃতিশক্তিসহ মস্তিস্কের অন্যান্য গুরুপূর্ণ কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। অনেক কিছু ভূলে যেতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের আমূল পরিবর্তন হয়,আপনজনকে চিনতে পারে না। বয়স বৃদ্ধির সাথে মস্তিষ্কের স্নায়ু কোষের ক্ষতিগ্রস্ত হয়।কখনও কখনও কম বয়সে এই রোগ দেখা যায়। এই অবস্থায় মস্তিষ্কের কোষগুলির মধ্যে বার্তা বা সংকেত প্রেরণের সাথে জড়িত রাসায়নিক মেসেঞ্জার নিউরোট্রান্সমিটার কমে যায়। নিউরোট্রান্সমিটারের রাসায়নিক উপাদান এসিটাইলকোলিন (Acetylcholine) ও ডোপামিন (Dopamine)- এর মাত্রা বিশেষত আলঝাইমার রোগে আক্রান্ত মানুষের মস্তিষ্কে কম থাকে।
√অ্যালজাইমার রোগের কারণসমূহঃ (১)জেনেটিক
(২) দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগতে থাকলে।
(৩) বয়স বেশী হলে।
(৪) রক্তে বেশী মাত্রায় কোলেস্টেরল থাকলে।
(৫) পরিবেশ থেকে প্রচন্ড মানসিক চাপ
(৬) ওজন বেশী থাকলে।
(৭) প্রচন্ড মানসিক আঘাত পেলে।
(৮) বেশী মাত্রা ও দীর্ঘদিন অ্যালকোহল সেবন করলে।(৯) ধুমপানসহ মাদক উপাদান সেবন করলে।
(১০)ঘুম কম হলে।
(১১)রক্তে কোলেস্টেরল ও হোমোসিস্টিনের পরিমাণ বাড়লে অ্যামাইলয়েড বিটা প্রোটিনের উৎপাদন বেশি হলে
(১২)মস্তিস্কে গুরুতর আঘাত পেলে।
(১৩)হাইপার থাইরয়েডিজম
(১৪)পিটুইটারি অ্যাডিনোমা,ব্রেন টিউমার ,মেনিনজিওমা প্রভৃতি টিউমার মস্তিষ্কে ছড়িয়ে পড়লে।
(১৫)দীর্ঘদিন ডায়াবেটিস মেলিটাস রোগে ভুগলে অবসাদ দেখা দেয়,এর থেকে দেখা দিতে পারে।(১৬)মানসিক রোগ নিরাময়ে দীর্ঘদিন ঔষধ সেবন করলে।
(১৭)নিদ্রাহীনতা নিরাময়ে দীর্ঘদিন ঔষধ সেবন করলে।
√অ্যালজাইমার রোগে লক্ষণসমূহঃ
(১) নিত্যনৈমিত্তিক কাজ বা বিষয় ভুলে যাওয়া।
(২) ঘুমের সমস্যা।
(৩) আক্রমণাত্মক ভাবের সৃষ্টি হওয়া।
(৪) বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়।
(৫) একই প্রশ্ন বহুবার বলা বা একই কথা বারবার বলা।(৬) কোন জিনিস সনাক্ত করতে বা খুজতে যে সব শব্দ ব্যবহার করতে হয়,তা ভুলে যাওয়া।
(৭) পরিচিত জায়গা বা নাম ভূলে যাওয়া।
(৮) সন বা তারিখ মনে করতে পারে না।
(৯) কথা জড়িয়ে যাওয়া বা সঠিক ভাবে কথা বলতে না পারা।
√কারণসমূহ পর্যালোচনার আলোকে চিকিৎসাঃ
(১) K.P=ইলেক্ট্রোলাইট হিসেবে স্নায়ুর কার্য প্রক্রিয়ায় বৈদ্যুতিক প্রবাহের সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
(২) M.P =স্নায়ুর স্বাভাবিক কার্য প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে থাকে।
(৩) C.P=স্নায়ুর স্বাভাবিক কার্য প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে থাকে।
চিকিৎসা নিতে কল করুন ডাঃআদনান সামী কে,অনলাইনে সেবাই আমরাই এগিয়ে, আমাদের চেম্বারে আসতে পারেন সরাসরি,Germany homoeo Medicine, আপনি কুরিয়ার যোগে চিকিৎসা নিতে পারেন,আমাদের ওয়েবসাইট ভিজিট করুন Www//: amarhomoeo.com সরাসরি কথা বলুন ডাঃ আদনান সামি এবং ডাঃরেজমিনা আক্তার রাখির সাথে, আমাদের চেম্বারের ঠিকানা, সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর,বগুড়া। 01797152527,01934981471,01721418696.