হোমিওরত্ন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা :
BHMS চিকিৎসকদের উচ্চতর কোর্স(postgraduates) চালু এবং
DHMS চিকিৎসকদের Post Basic কোর্স চালু ও মান নির্ধারণের প্রকৃয়া শুরু করায়, বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের আস্থাভাজন,হোমিওপ্যাথির জীবন্ত কিংবদন্তি নেতা,স্বাহোচিপ এর সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আপোষহীন সৈনিক, বার বার মনোনীত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান, মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রাজপথের পরিক্ষীত কর্মী হোমিওরত্ন ডাঃ দিলীপ কুমার রায় কে বাংলাদেশের হোমিওপ্যাথিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রচারেঃ ডাঃ আরিফুল ইসলাম আদনান সামি হোমিওপ্যাথি
01721418696
।
Leave a Reply